‘টু স্টেটস’ সিনেমায় সহপাঠী ছেলেটিকে বন্ধু বলেছিল মেয়েটি। এদিকে ছেলেটি তো তাকে পছন্দ করে বসেছে প্রথম দেখাতেই। বন্ধু হতে তার আপত্তি ছিল না, কিন্তু দিনের পর দিন বন্ধু হয়েই থাকতে থাকতে একসময় সে বিদ্রোহ করে বসে। এই তরুণদের দাবিটাও অনেকটা তেমনই। পুরুষরা মেয়েদের ‘বেস্ট ফ্রেন্ড’ হবে কেন, এই মর্মে আপত্তি জানিয়েই পথে নেমে পড়েছেন তাঁরা। কী ঘটেছে ঠিক? তাহলে শুনেই নিন।
হিন্দি সিনেমা শিখিয়েছিল, একটি ছেলে আর একটি মেয়ে নাকি বন্ধু হয় না। দুজনের সম্পর্ক হবে কেবল প্রেমেরই। আবার সমাজেও তো প্রেম নিয়ে হাজারও চোখরাঙানি। ফলে ‘ও আমার কেউ নয়, পিসতুতো ভাই হয়’, অথবা ‘উই আর জাস্ট গুড ফ্রেন্ডস’, এমনই নানারকম কথা বলেও অনেকসময় প্রেম লুকিয়ে রেখেছেন অনেক তরুণী। আবার এ কথাও সত্যি যে, বন্ধুত্বের ক্ষেত্রে লিঙ্গ যে সত্যিই গুরুত্বপূর্ণ কোনও বিষয় নয়, সে কথা বুঝিয়ে দিয়েছেন অনেকেই। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দুজন ভীষণ ভালো বন্ধুর মধ্যে একজন নারী, অন্যজন পুরুষ।
তবে এখন সময়টা পালটেছে। দেখা যাচ্ছে কেউ কেউ ‘মেল বেস্ট ফ্রেন্ড’ ও ‘ফিমেল বেস্ট ফ্রেন্ড’ এমন দুই ভাগ করে ফেলেছেন। তাঁরা বলছেন বটে প্রেমিক নয়, পুরুষটি তাঁর বেস্ট ফ্রেন্ড। তবে আচার আচরণ দেখে অনেকেই সে কথার সত্যতা নিয়ে সন্দিহান। কেউ কেউ সাফ জানিয়েও দেন, প্রেম পর্যন্ত যেতে তাঁরা স্বচ্ছন্দ নন বলেই এমন ‘মেল বেস্ট ফ্রেন্ড’ তকমার অবতারণা। যেখানে সম্পর্কটা স্রেফ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু, আবার প্রেমের দায়িত্বও সেখানে নিতে হচ্ছে না। তবে সবাই এমন ভূমিকায় স্বচ্ছন্দ নন, সে কথাও বলাই বাহুল্য। সেই ‘টু স্টেটস’ সিনেমার কথাই ধরা যাক না! সেখানে মেয়েটির তরফ থেকে ছেলেটিকে ব্যবহার করার কোনও মনোভাব ছিল না। কিন্তু মেয়েটি তার সঙ্গে কথাবার্তায়, সুখদুঃখ ভাগ করে নেওয়ায় স্বচ্ছন্দ হলেও, দুজনে সর্বক্ষণ একসঙ্গে থাকলেও কেন সম্পর্কটা প্রেমে গড়াবে না, ছেলেটি তা বুঝেই উঠতে পারছিল না।
দেখা যাচ্ছে, সে ছেলেটি একা নয়। এই অস্বস্তির শরিক আরও অনেকেই। তাই, এই ‘মেল বেস্ট ফ্রেন্ড’ তকমার প্রতিবাদ জানিয়েই রাস্তায় নেমে পড়েছেন একদল তরুণ। তাঁদের হাতে প্ল্যাকার্ডে লেখা এই সংক্রান্ত নানারকম স্লোগান। সম্প্রতি এক ভিডিওতে ধরা পড়েছে মুম্বাইয়ের এই প্রতিবাদী স্লোগান মিছিল। সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
যদিও পরে অবশ্য জানা গিয়েছে, এ সবই আসলে একটি সদ্য রিলিজ হওয়া ছবির প্রোমোশনের অংশ। হাইওয়ে লাভ-এর দ্বিতীয় সিজন সদ্য ওটিটিতে মুক্তি পেয়েছে। আর এমনই অভিনব উপায়ে তার প্রোমোশন সেরে ফেলেছেন ছবির কর্তৃপক্ষ।