বিদেশে বাড়ি কিনতে চান? চিন্তা নেই, আপনার কোনও টাকা লাগবে না। উলটে ক্রেতাকেই বাড়ি কেনার জন্য টাকা দেবে এই এলাকার প্রশাসন। কোথায় রয়েছে এমন সুযোগ? আসুন, শুনে নেওয়া যাক।
বাড়ি কিনতে গেলে সাধারণত ক্রেতার পকেট থেকেই বড় অঙ্কের টাকা দিতে হয়। কিন্তু এখানে ব্যাপারটা ঠিক উলটো। আসলে এই এলাকায় যাতে জনবসতি বেড়ে ওঠে, তার জন্যই বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। আর সেই কারণেই কেউ এই এলাকায় বসবাস করতে চাইলে প্রশাসনের তরফেই বাড়ি কেনার টাকা দেওয়া হবে তাকে, জানানো হয়েছে এমনটাই।
আরও শুনুন: চুরি করতে নয়, আরামের স্নানের লোভেই অন্যের বাড়িতে অনুপ্রবেশ যুবকের
কোথায় গেলে মিলবে এমন প্রস্তাব? তাহলে বিস্তারিত বলা যাক।
আসলে ইতালির কয়েকটি ছোট শহরে লোকজনের বাস প্রায় নেই বললেই চলে। যতই সে দেশে লেক কোমোর ধারের প্রাসাদে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং-এর বিয়ের আসর বসুক না কেন, গোটা দেশের সামগ্রিক চিত্রটা কিন্তু মোটেই একরকম নয়। যতই প্রাকৃতিক সৌন্দর্য থাক, এমনকি ঐতিহাসিক গুরুত্বও থাক, সেখানকার কোনও কোনও এলাকা রীতিমতো জনবিরল। আর সেই এলাকাগুলির ছবিটা বদলানোর জন্যই উঠেপড়ে লেগেছে আঞ্চলিক প্রশাসন। এমনই একটি জায়গা হল ইতালির পাগলিয়া অঞ্চলের প্রেসিশে (Presicce) নামের শহরটি। এই শহরের কাউন্সিলর আলফ্রেদো পালেসে জানিয়েছেন, এই ঐতিহাসিক শহরটির একাধিক বাড়ি খালি পড়ে রয়েছে। তার মধ্যে কোনও কোনও বাড়ি ১৯৯০ সালের আগে তৈরি। নতুন বাসিন্দাদের ছোঁয়ায় সেই সমস্ত বাড়িগুলিতে ফের প্রাণের স্পন্দন ফিরে আসুক, এমনটাই চাইছেন তাঁরা। আর এই কারণেই রীতিমতো লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। এখানে কেউ থাকতে চাইলে প্রশাসনের তরফেই তাঁকে ৩০ হাজার ইউরো দেওয়া হবে, ভারতীয় মুদ্রায় যা ২৫ লক্ষ টাকার থেকেও বেশি। ওই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তাঁরা এলাকার ওই পরিত্যক্ত বাড়িগুলির কোনও একটি কিনে সেখানে থাকতে শুরু করতে পারবেন। সারা বিশ্বের যে কোনও মানুষের জন্যই এই প্রস্তাব কার্যকরী হবে, এমনটাই জানিয়েছেন কাউন্সিলর।
আরও শুনুন: মৃত প্রিয়জনকে আইনি বিয়ের সম্মতি মেলে এই দেশে, কী নাম এই প্রথার?
ইতিমধ্যেই এই প্রস্তাবে সাড়া মিলতে শুরু করেছে বলেও জানা গিয়েছে। খুব শীঘ্রই হয়তো আগের মতো মানুষের কলরবে ভরে উঠবে এই নির্জন শহর, এমনটাই আশা করছেন শহরের পুরনো অধিবাসীরা।