মদ্যপান স্ব্যাস্থের জন্য ক্ষতিকর। এমনটা অধিকাংশ চিকিৎসকই বলে থাকেন। কিন্তু এই বিশেষ একপ্রকার মদ আপনার পকেটের জন্যও যথেষ্ট সমস্যার কারণ হতে পারে। বলা ভালো, মধ্যবিত্ত কারও পক্ষে এই বিশেষ পানীয় সংগ্রহে রাখাই হয়তো স্বপ্নের মতো। কারণ এই পানীয়ের একটি বোতলের দামই ৩০ কোটি টাকা! কোন পানীয়ের কথা বলছি? আসুন শুনে নেওয়া যাক।
সিনেমায় বা গল্পে কত কিছু না দেখা যায়। বিনোদনের স্বার্থে সেসব বিশ্বাসও করেন অনেকেই। কিন্তু এক্ষেত্রে যা ঘটেছে তা অবিশ্বাস্য মনে হতে বাধ্য। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক বিশেষ মদ। যার একটি মাত্র বোতলের দামই ৩০ কোটি টাকা।
আরও শুনুন: সঙ্গমেই লুকিয়ে শক্তির উৎস! ৫০০ মহিলার সঙ্গে মিলনের পর দাবি তারকা বক্সারের
শুনতে অবাক লাগলেও সত্যি। বিশ্বের সবথেকে দামী মদের তকমা দেওয়া হয়েছে এই পানীয়কে। মূলত একপ্রকার ‘ভদকা’। তবে দামের জেরে এর নাম হয়েছে ‘বিলিওনার ভদকা’। শুধুমাত্র পানীয় হিসেবে নয়, এর বোতলটিও বিশেষ ভাবে তৈরি। যা সাজানো হয়েছে ৩০০০ হীরে দিয়ে। বোতলটি একবার দেখলেই মনে হবে যেন বহুমূল্য কোনও ঘর সাজানোর জিনিস। বহুমূল্য এ বিষয়ে সন্দেহ নেই, তবে স্রেফ ঘর সাজানোর জিনিস এটি নয়। কারণ এতেই রয়েছে বিশ্বের সবথেকে দামী মদ। সম্পূর্ণ বোতল জুড়েই হীরে দিয়ে কারুকাজ করা। শুধু তাই নয়, বোতলের গায়ে লাগানো রয়েছে প্লাটিনামের মতো মূল্যবান ধাতুর পাতও। এছাড়া অবশ্যই রয়েছে সোনা। তবে তা ঠিক বোতলের গায়ে নয়। এর ঢাকনা বানানো হয়েছে সোনা দিয়ে এবং তার উপরেও বসানো রয়েছে হীরে। আকৃতির দিক দিয়েও ঢাকনাখানা বেশ চমকপ্রদ। মুকুটের আদলে এই বোতলের ঢাকনাটি তৈরি হয়েছে।
আরও শুনুন: খোরপোশ না দিলে জেল, ঝামেলা এড়াতে খুচরোতে ৫৫ হাজার দিলেন স্বামী, হতবাক বিচারক
বোতলের জন্য তো বটেই, ভিতরে থাকা পানীয়টিও নেহাত সাধারণ নয়। বিশেষ পক্রিয়ায় এই ভদকা বানানো হয়। অনেকেরই দাবি এই ভদকা, অন্যান্য যে কোনও মদের তুলনায় সুস্বাদু। যদিও সবার পক্ষে এ জিনিস চেখে দেখা সম্ভব নয়। যাঁদের সেই সৌভাগ্য হয়েছে তাঁরা নাকি এর স্বাদ কখনই ভুলতে পারেন না। এত দামী জিনিস এমনিতেই যত্ন করে রাখা হয়। তবে তার থেকেও যত্নে রাখা হয়, এই ভদকা তৈরির রেসিপি। দীর্ঘদিন ধরে এর নির্মাতারা সযত্নে সংরক্ষিত করে রেখেছেন। তবে দামের জেরে নেটদুনিয়ায় বেশ উত্তেজনা তৈরি করে এই ভদকা।