মাত্র ৮৩ টাকা। এতেই মিলবে আস্ত একটা বাড়ি। সঙ্গে থাকবে বাগানও। শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে এক রিয়েল এস্টেট সংস্থা। কোথায় রয়েছে এই বাড়ি? আসুন শুনে নিই।
একতলা বাড়ি। শোওয়ার ঘর, বাথরুম, রান্নাঘর সব আছে। সঙ্গে ছোট একটা বাগানও আছে। আজকের দিনে এর দাম কত হত পারে? তাও যদি বলি বিদেশে মাটিতে? অনেকেই হয়তো কোটি টাকায় হিসাব করতে শুরু করবেন। কিন্তু এই বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। কারণ কোটি টাকা দূর, এই বাড়ির দাম ১০০ টাকাও নয়।
শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি মার্কিন মুলুকের এক সংস্থার বিজ্ঞাপন দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলেই। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মাত্র ১ ডলার মূল্যে বিক্রি করা হবে একটি বাড়ি। ভারতীয় হিসেবে যা ৮৩ টাকার কাছাকাছি। খেলনা নয়, একেবারে সত্যিকারের বাড়ি। প্রমাণ হিসেবে তার ছবিও দেওয়া রয়েছে বিজ্ঞাপনে। সংস্থার তরফে জানানো হয়েছে, বাড়িটির মোট আয়তন ৭২৪ বর্গফুট। এর মধ্যেই রয়েছে, দুটি শোওয়ার ঘর, একটি বাথরুম ও একটি রান্নাঘর। অগাষ্টের ২৩ তারিখ অবধি এই অফার বৈধ। তার মধ্যে যে কেউ চাইলে বাড়িটি কিনতে পারেন। এমন বিজ্ঞাপন দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। সকলেই এই খবর সতি কিনা তা যাচাই করতে শুরু করেন। আর তখনই সামনে আসে আসল সত্যি।
বিজ্ঞাপনের বাড়িটি মিশিগান শহরে অবস্থিত। ১৯৫৬ সালে তৈরি এই বাড়ির অবস্থা বর্তমানে রীতিমতো জরাজীর্ণ বলা চলে। কিন্তু বাইরে থেকে তা বোঝার উপায় নেই। আর সেই সুযোগেই বাড়িটির বাইরের ছবি দিয়ে ওমন বিজ্ঞাপন করেছিল সংস্থা। আসলে বাড়িটি মোটেই বসবাস যোগ্য নয়। ভিতরে পা রাখলেই তা বুঝতে পারবেন যে কেউ। যদিও বিজ্ঞাপনে যে সম্পূর্ণ ভাবে ঠকানো হয়েছে, তা বলারও উপায় নেই। কারণ সংস্থার তরফে বেশ কায়দা করেই সেই বিজ্ঞাপনটি বানানো হয়েছে। ঘুরিয়ে এমন অনেক কথাই সেই বিজ্ঞাপনে লেখা রয়েছে যার মানে বুঝতে পারলেই সবটা বোঝা সম্ভব। তবে বাড়িটি সারিয়ে নিলে একেবারে নতুন হয়ে যেতে পারে। বিজ্ঞাপনে বারবার একথা উল্লেখ করা হয়েছে, নিজের মতো করে বাড়ি সাজিয়ে নিতে চাইলে এই অফার আপনার জন্য। সেইসঙ্গে বিজ্ঞাপনের শুরুতেই লেখা হয়েছে, এই বাড়ি কিনলেই নতুন এক অভিজ্ঞতার সম্মুখিন হবেন আপনি। সেই হিসেবে এত কম টাকায় ওই জমিটুকু পাওয়াই অনেক, এমনটাই মনে করছেন কেউ কেউ। তাই কীভাবে বাড়িটা কেনা যায় সেই খোঁজ ইতিমধ্যেই শুরু করেছেন তাঁরা।