পর্ন দেখেন মেয়েরাও! কিন্তু কেমন তাঁদের পছন্দ-অপছন্দ? সেখানে পুরুষের ভূমিকা কতটা? শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।
রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর থেকে পর্ন কাণ্ড নিয়ে চর্চা থামছে না। আসলে পর্ন সাইটের কথা জানলেও, এই ব্যবসার বাজার যে কতদূর বিস্তৃত, তা জানেন না অনেকেই। তাহলে শুনুন, একটি বিখ্যাত পর্ন সাইট তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছিল তাদের সাইটের দৈনিক ভিজিটরের সংখ্যাটা একদিন ১১৫ মিলিয়ন অব্দি পৌঁছে গিয়েছিল।
আরও শুনুন: পর্ন দেখলেই জরিমানা নয় হাজতবাস! ফোনে আপনার কাছেও কি এসেছে হুমকি?
দাঁড়ান দাঁড়ান, চমক বাকি রাখুন একটু। কী ভাবছেন, এই সংখ্যাটায় যারা আছে, সবাই পুরুষ?
গবেষণা জানাচ্ছে, তিনজন মহিলার মধ্যে একজন প্রতি সপ্তাহে পর্ন দেখেন। আর পরিসংখ্যান বলছে, বর্তমানে পর্নোগ্রাফির দর্শকদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মেয়ে। এবং এই সাইটগুলিতে একজন কতক্ষণ সময় থাকছেন, সে বিচার করলেও দেখা যাবে মহিলারা এগিয়ে আছেন পুরুষদের তুলনায়।
আরও শুনুন: নগ্নতাই যখন পেশা, কেমন কাটে ন্যুড মডেলদের দিন?
কিন্তু, একটা বড়সড় পার্থক্য রয়েছে এই দুই প্রকার দর্শকের পছন্দ অপছন্দের মধ্যে। দেখা যাচ্ছে, মেয়েরা সাধারণত একঘেয়েমি পছন্দ করেন না। যা দেখানো হয় তা দেখার বদলে, তাঁরা কী দেখবেন তা নিজেরাই বেছে নিতে পছন্দ করেন। আর সেখানেই ভেঙে যাচ্ছে পুরুষের যত্নে লালিত ধারণা। অনেক পুরুষই মনে করেন, মেয়েদের পর্ন দেখার কারণ তাঁদের সঙ্গীরা। তিনি এই জাতীয় ভিডিও দেখছেন হয় সঙ্গীর দাবিতে, অথবা সঙ্গীকে কীভাবে খুশি করা যায় তা ভেবে। অথচ ২০১৫ সালে ৩০০০ জন মহিলাকে নিয়ে করা একটি সার্ভে জানাচ্ছে, মাত্র ১২ শতাংশ মহিলা এই সময় তাঁদের প্রিয় পুরুষটির সঙ্গে কাটাতে পছন্দ করেন। এমনকি, তাঁরা অনেকেই নজর রাখেন অভিনেত্রী মেয়েটির দিকে, সমকামী ভিডিওর দিকেও ঝোঁক রয়েছে অনেকের। সুতরাং, মেয়েরাও যে মানুষ, তাদের সমস্ত কাজের কেন্দ্রে যে কোনও পুরুষ দাঁড়িয়ে থাকে না, এবং পুরুষের মতো মেয়েদেরও নিজস্ব প্রবৃত্তি-ইচ্ছে-অনিচ্ছে-আনন্দ রয়েছে, এই কথাগুলো এবার বুঝে নেওয়াই ভাল।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।