গণবিবাহের আসর, কিন্তু দেখা নেই একজন বরেরও। উলটে নিজেরাই নিজেদের মালা পরালেন কনেরা। কী হল তারপর? শুনে নেওয়া যাক।
গণবিবাহের আসর মানেই সারি সারি বর কনের ছবি। একযোগে মালাবদল করছেন সকলে। সিঁদুর দান বা অন্যান্য আচারও পালিত হচ্ছে একসঙ্গে। এমন ছবিটাই চেনা। কিন্তু সম্প্রতি বালিয়ার এক গণবিবাহের আসরে দেখা গেল এক অন্যরকম কাণ্ড। সেখানে একাধিক তরুণী রয়েছেন বটে, কনের সাজেও সেজেছেন তাঁরা, কিন্তু কোনও বরের চিহ্ন নেই সে আসরে। বদলে নিজেরাই নিজেদের গলায় মালা পরেছেন ওই তরুণীরা। আর এই ঘটনার ভিডিও সামনে আসতেই শোরগোল নেটদুনিয়ায়।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: প্রেম ভেঙেছে? খাবার নিয়ে হাজির ‘এক্স গার্লফ্রেন্ড’! নামেই আশ্বাস দোকানের
জানা গিয়েছে, বালিয়া জেলার মানিয়ার অঞ্চলে মুখ্যমন্ত্রীর গণবিবাহ প্রকল্পের আওতায় একটি বিয়ের আসর বসানো হয়েছিল সম্প্রতি। সেখানেই দেখা গিয়েছে, বরের অনুপস্থিতিতে নিজেরাই নিজেদের গলায় মালা পরাচ্ছেন কনেরা। জানাজানি হতেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাতে জানা গিয়েছে, আশেপাশের এলাকার এমন অনেক তরুণীকেই ওই বিয়ের আসরে কনে হিসেবে হাজির করা হয়েছিল, যারা ইতিমধ্যেই বিবাহিত। গণবিবাহ প্রকল্পের আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার জন্যই কোনও পরিকল্পনা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তিন সদস্যের একটি কমিটি।
আরও শুনুন: ঘনিষ্ঠ অবস্থায় মৃত্যু, যুগলের অতৃপ্ত আত্মা এখনও ঘুরে বেড়ায় এই পাহাড়ি রাস্তায়
আসলে বর্তমানে কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের হাত ধরে নানারকম অনুদানের প্রকল্প চলছে দেশে। কিন্তু সেসব প্রকল্পের ছুতোয় বাড়তি সুবিধা নিতে চান অনেকেই। এই গণবিবাহ প্রকল্পেও যেমন, দম্পতিকে উপহার দেওয়া হয় ১০ হাজার টাকা, পাশাপাশি কনের অ্যাকাউন্টে আরও ৩৫ হাজার টাকা পাঠানো হয়। এই টাকার জন্যে আদতে ভুয়ো বিয়ের আসর বসানো হয়েছিল কি না, সেই বিষয়টিই খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।