কে বলেছে মায়া, দয়া, সৌজন্যবোধ- এইসব শব্দগুলো পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে! অন্তত এই খুদেদের দেখলে সে কথাটা মনে হয় না মোটেও। হিংসা, হানাহানির বিষবাষ্প যে সেসব শিশুমনকে স্পর্শ করতে পারে না তা ফের একবার প্রমাণ করে দিয়েছে এই ঘটনা। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ভাইরালও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কী আছে সেই ভিডিওতে? শুনে নিন।
রাস্তার ধারে ঠেলা করে রোজই ফলের পসরা সাজিয়ে দাঁড়ান মহিলা। পথচারীরা কেউ তাঁর থেকে ফল কেনেন। কেউ কেনেন না। সারাদিন শেষে ফলবিক্রির কটা টাকা নিয়ে বাড়ি ফেরেন তিনি। তাতেই হাড়ি চাপে উনুনে, কোনও মতে চলে সংসার। এমন দৃশ্য তো আমাদের আশপাশে আকছারই দেখা যায়। তবে এবার যে দৃশ্য দেখল সোশ্যাল মিডিয়া, তা বোধহয় সত্যিই বিরল। আজকের দিনেও যে সহজ সরল শিশুমন একেবারে নষ্ট হয়ে যায়নি, সেই বিশ্বাসটুকু বোধহয় বেশ স্বস্তিই দেয় আমাদের। যেমনটা এই ভিডিওটি দেখে পেয়েছেন নেটিজেনরা।
আরও শুনুন: টিউমার নয়, গর্ভে যমজ ভাই! পুরুষের গর্ভসঞ্চারে অবাক হয়েছিলেন চিকিৎসকরাই
একটি খাড়াই জায়গা দিয়ে ফলের ঠেলা নিয়ে ওঠার চেষ্টা করছিলেন ওই ফলবিক্রেতা মহিলা। তবে ওই ভারী ফলের ঠেলা নিয়ে ওই খাড়াই রাস্তায় ওঠাটা সহজ ছিল না তাঁর পক্ষে। বারবার চেষ্টা করতে করতে ঘেমেনেয়ে একশা হয়ে যাচ্ছিলেন তিনি। পথচারীরা তা দেখেছিলেন বটে। তবে তার দিকে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করেননি কেউই। সাহায্যের হাত বাড়ানো তো দূরের কথা। শেষপর্যন্ত তাঁর সাহায্যে এগিয়ে আসে দুই একরত্তি। একজন ঠেলাটিকে ঠেলতে সাহায্য করে, অন্যজন টানতে থাকে সেটিকে উপর দিকে। স্কুলের জামা পরিহিত সেই খুদে ছেলে ও মেয়েটির তৎপরতায় অবশেষে ঠেলাটি নিয়ে গন্তব্যে পৌঁছন ওই ফল বিক্রেতা। আর সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও শুনুন: দেশপ্রেমের বার্তা দিতে অভিনব উদ্যোগ, চোখের মধ্যে জাতীয় পতাকা আঁকলেন ব্যক্তি
কবে কোথায় ঘটেছে এই ঘটনা, তা নিয়ে বিশদ জানা না গেলেও নেটিজেনরা দারুণ পছন্দ করেছেন ভিডিওটিকে। ইতিমধ্যেই ৫ লক্ষ জন দেখে ফেলেছেন ভিডিওটি। ফলবিক্রেতা কিন্তু ওই খুদে দুই বন্ধুকে খালি হাতে ফেরাননি মোটেও। বিপদে সাহায্য করার পুরস্কার হিসেবে ফলের পসার থেকে দুটি কলা উপহার দিয়েছেন তাদের। যা পেয়ে বেজায় খুশি হয়েছে দুই পড়ুয়া। তাদের প্রশংসাতেই আপাতত মজে নেটদুনিয়া। বর্তমান কালে কোনও স্বার্থ ছাড়া কারওর পাশে দাঁড়ানোর ঘটনা যেখানে বিরল, সেখানে মানবিক মন নিয়ে যেভাবে এগিয়ে এসেছে শিশুদুটি, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে বলেই মত নেটিজেনদের।