যতই চেষ্টা করুন না কেন, কিছুতেই টাকা জমিয়ে উঠতে পারছেন না? তাহলে বুদ্ধি ধার নিতে পারেন এই তরুণীর থেকে। অভিনব উপায়ে সঞ্চয়ের কথা ভেবেছেন তিনি। আসুন, শুনে নেওয়া যাক।
নিজের নামটিকে বড্ড ভালবাসি আমরা অনেকেই। আর তাই, কেউ সেই নাম ভুল করলে আমাদের খানিক গায়ে লাগে। কি ভাবছেন, প্রায় সকলেই কখনও না কখনও এই সমস্যার মুখোমুখি হয়েছেন, তাই তো? কিন্তু এই বিষয়টিকে এত সহজে ছেড়ে দিতে রাজি নন ওই তরুণী। বরং এর একটা হেস্তনেস্ত করাই তাঁর উদ্দেশ্য। কিন্তু তা করতে গিয়ে যে উপায়টি তিনি নিয়েছেন, তা বেশ চমকে দেওয়ার মতো।
আরও শুনুন: ‘সরকারি চাকুরে পাত্রী চাই’, বিয়ের জন্য পোস্টার হাতে রাস্তায় ধরনা ব্যক্তির
না, অন্য কারও উপর শোধ তুলতে যাননি তিনি। বরং এই সুযোগে নিজের ভাল করার একটা বড়সড় চেষ্টা চালাচ্ছেন তিনি। ওই তরুণী ঠিক করেছেন, কেউ তাঁর নাম ভুল উচ্চারণ করলেই তিনি নিজের থেকে জরিমানা আদায় করবেন। সেই জরিমানার একটি নির্দিষ্ট অঙ্কও বেঁধে দিয়েছেন তিনি। এক পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ টাকা। আর এইভাবেই, প্রত্যেকবার অন্য কারও ভুলের দৌলতে তাঁর টাকার ভাঁড়ে যোগ হচ্ছে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা। এইভাবেই ১০০০ পাউন্ড, অর্থাৎ প্রায় লাখ খানেক টাকা জমিয়ে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছেন ওই তরুণী।
আরও শুনুন: বিবাহবিচ্ছেদের ৪ বছর পার, ঘটা করে ‘বিচ্ছেদবার্ষিকী’ উদযাপনে হইচই ফেললেন তরুণী
আসলে, নিজের নাম নিয়ে বরাবরই একটি সমস্যা রয়েছে তাঁর। জানা গিয়েছে, ২৮ বছর বয়সি ওই তরুণীর নাম জুলিয়া গ্রিন। কিন্তু মুশকিল হল, অনেকেই জুলিয়া-র বদলে তাঁকে জুলি নামে ডেকেই কাজ সেরে ফেলেন। আর এই ব্যাপারটিই ঘোরতর অপছন্দ ওই তরুণীর। কিন্তু ক্রমে ক্রমে ব্যাপারটি গা-সওয়া হয়ে গিয়েছে তাঁর। তাই সেই সমস্যাটিকেই টাকা জমানোর নয়া কৌশল হিসেবে এবার ব্যবহার করতে চান তিনি। আর সেই কারণেই নিজের সামনে এমন অদ্ভুত নিয়ম রেখেছেন ওই তরুণী। একটি পাত্রে ওই জরিমানার টাকা জমান তিনি। তার নাম দিয়েছেন ‘জুলির ভাঁড়’। মাত্র কয়েক দিনেই সেখানে ৯ পাউন্ড জমে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। আর তাঁর এই উদ্যোগ পছন্দ হয়েছে নেটিজেনদেরও। এমনকি তরুণীর ওই প্রকল্পকে নিজেদের ব্যবসায়িক বিজ্ঞাপনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যের একটি ব্যাঙ্কও। এই পরিকল্পনামাফিক যে টাকা জমবে, তার সবটাই নিজের বাড়ি কেনার কাজে ব্যয় করতে চান, এমনটাই জানিয়েছেন ওই তরুণী।