‘টুথপেস্ট কিনলে সাবান ফ্রি’ কিংবা ‘মুসুর ডালের সঙ্গে সয়াবিনের বিশেষ কম্বো অফার’- এ সব তো শুনেছেন। তাই বলে বাড়ির সঙ্গে প্রাক্তন স্বামীর এমন বাম্পার অফারের কথা শুনেছেন কখনও? তবে তেমনই একটি বিজ্ঞাপন দিয়ে ফেলেছেন এই মহিলা। যা দেখে নেটনাগরিকদের চোখ কপালে ওঠার জোগার। আসল ব্যাপারখানা কী? আসুন, শুনে নেওয়া যাক।
প্রাক্তন ব্যাপারটাই বড় গোলমেলে! আর স্বামী বা স্ত্রী হলে তো কথাই নেই। বিবাহবিচ্ছেদের পরে অনেকেই একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পছন্দ করেন। আবার উল্টোটাও ঘটে। অনেক সময় একে অপরের মুখ দেখতে পর্যন্ত চান না কেউ কেউ। তাই বলে প্রাক্তন স্বামীকে বিক্রির জন্য বিজ্ঞাপন! না, এমন কথা বোধহয় কস্মিনকালেও কেউ শোনেননি।
তবে এই মহিলা এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। বাড়ি বিক্রির বিজ্ঞাপনের সঙ্গে সঙ্গে কম্বো অফারে তুলে দিয়েছেন প্রাক্তন স্বামীর ছবিও। তাঁকে বাড়িতে রাখলে নাকি বিশেষ ছাড়ে পাওয়া যাবে বাড়িটি। এমনটাই তিনি জানিয়েছেন সেই বিজ্ঞাপনে।
আরও শুনুন: পড়াশোনার ধার মাড়ায়নি ছেলে! মণ্ডপে দাঁড়িয়েই বিয়ে ভাঙার সাহসী সিদ্ধান্ত শিক্ষিতা কনের
পানামা দ্বীপে তাঁর বিশাল বাড়ি। তিনটি বিলাসবহুল ঘর, দুটি শৌচালয়, পুল থেকে শুরু করে হট টাব কী নেই তাঁর বাড়িতে। যে সেই বাড়িটি কিনবেন, এসব ছাড়াও আরও একটা জিনিস বিনামূল্যে পাবেন তিনি। এত সব কিছুর সঙ্গে একেবারে বিনামূল্যে মিলবে ওই মহিলার প্রাক্তন স্বামীটিকেও। শুধু তাই নয়, রিচার্ড চাউলু নামে ওই ব্যক্তিকে বাড়িতে থাকতে দিলে কেনাকাটায় পাবেন বিশেষ ছাড়ও।
ফ্লরিডার বাসিন্দা ক্রিস্টাল বল ও তাঁর প্রাক্তন স্বামী রিচার্ড। সাত বছর একসঙ্গে থাকার পরে সম্প্রতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। বিবাহবিচ্ছেদের পরেও সুস্পর্কই বজায় ছিল তাঁদের মধ্যে। ছেলের সঙ্গে দেখাসাক্ষাৎ বা অন্য কিছু নিয়েও কোনও সমস্যা ছিল না। এমনকি বিচ্ছেদের পরেও বেশ কয়েকটি ব্যবসাও তাঁরা শুরু করেছিলেন একসঙ্গে। তা সত্ত্বেও রিচার্ডকে নিয়ে এমন বিজ্ঞাপন কেন দিলেন ক্রিস্টাল, সেই রহস্যের সমাধান হয়নি। একটি খেলনা বাঘের সঙ্গে রিচার্ডের একটি ছবি দিয়েছেন তিনি বিজ্ঞাপনে। তাতে তিনি এ-ও জানিয়েছেন, গৃহকর্তাদের মোটেও বসে বসে খাওয়াতে হবে না রিচার্ডকে। তার বদলে রান্নাবান্না থেকে সাফাই, ঘরের এমন হাজারটা কাজে সাহায্য করবেন রিচার্ড। এখানেই থামেনি সেই বিজ্ঞাপন। তার সঙ্গে রয়েছে রিচার্ড সম্পর্কে বিস্তারিত বিবরণ। তাঁর শারীরিক বর্ণনা থেকে শুরু করে গৃহকর্মে নিপুণতার সবিস্তার বিবরণ, কী নেই সেখানে।
আরও শুনুন: মোবাইলের নেশায় বুঁদ গরিলা, আসক্তি কমাতে কালঘাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের
তবে ঠাট্টার বশেই ক্রিস্টাল এই বিজ্ঞাপন দিয়েছেন কিনা তা এখনও পরিষ্কার নয়। যে সাইটে তিনি এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন, সেই সাইটের অ্যাডমিন একাধিকবার তাঁর বিজ্ঞাপনটি সরিয়ে দেন। তবে তার পরেও আশা ছাড়েননি ক্রিস্টাল। তাঁর বাড়ি ও প্রাক্তন স্বামী, দুয়ের জন্যই নতুন মালিকের খোঁজ এখনও চালিয়ে যাচ্ছেন তিনি। যা দেখে বিস্ময় ধরে রাখতে পারেননি নেটনাগরিকেরা।