একটি নয়, শরীরে রয়েছে দু-দুটি জরায়ু। আর প্রতিটি জরায়ুতেই একইসঙ্গে সন্তান ধারণ করলেন এই তরুণী। যে ঘটনায় তাজ্জব সকলেই। কী হল তারপর? শুনে নেওয়া যাক।
নারীর জনন অঙ্গ হিসেবে জরায়ুর গুরুত্ব কতখানি, সে কথা সকলেরই জানা। কিন্তু একজনের শরীরেই জোড়া জরায়ু! এমনটাও কি শুনেছেন কেউ? কিন্তু শুনতে যতই আশ্চর্য লাগুক না কেন, ঠিক এমনই অঙ্গসংস্থান রয়েছে এই তরুণীর শরীরে। আর দুই জরায়ুতে একইসঙ্গে দুই সন্তান ধারণ করেছেন তিনি। যে ঘটনায় কার্যত তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই।
জানা গিয়েছে, ক্যালসে হ্যাচার নামের ওই মার্কিন তরুণীর বয়স ৩২। সন্তানসম্ভবা অবস্থায় হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি, যেমনটা আর পাঁচজনও করে থাকেন। একটানা প্রায় ২০ ঘণ্টার প্রসববেদনা সয়েছিলেন তিনি। তারপর দুই সন্তানের জন্ম দেন ওই তরুণী। তবে একদিনে নয়, দুদিনে দুজনের জন্ম দিয়েছেন তিনি। ১৯ ডিসেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি, এরপর ২০ তারিখে আরও একটি সন্তান আসে তাঁর কোলে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে খবর ভাগ করে নিয়েছিলেন ওই তরুণী। যমজ সন্তানের জন্ম হওয়া আশ্চর্যের কথা নয়, তবে দুই শিশুর জন্মদিন আলাদা হওয়ার দরুনই এক্ষেত্রে সকলে চমকে গিয়েছিলেন। আর তারপরেই প্রকাশ্যে আসে তরুণীর এহেন শারীরিক গঠনের কথা।
আরও শুনুন: ‘মহিলা কর্মীর পিরিয়ডসের কথা বস জানবেন কেন?’ স্মৃতি ইরানির বক্তব্যে শোরগোল
বিজ্ঞানের পরিভাষায় এহেন শারীরিক গঠনকে বলা হয় ‘ইউটেরাস ডাইডেলফিস’। চিকিৎসকেরা বলেন, সাধারণত মাতৃগর্ভে কন্যাসন্তানের যৌনাঙ্গ বিকাশের সময় এমন অদ্ভুত ঘটনা ঘটতে পারে। সারা বিশ্বে মাত্র ০.৩ শতাংশ মহিলাদের দুটি জরায়ু থাকে। শুধু তাই নয়, দুটি জরায়ুর নিজস্ব ডিম্বাশয় এবং ডিম্বনালিও থাকে। প্রশ্ন উঠতে পারে, শরীরে তো সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের জন্য নির্ধারিত পরিমাণ স্থান রয়েছে। সেখানে একটি জরায়ুর নির্ধারিত স্থানে দুটি অঙ্গ থাকলে জরায়ুর স্বাভাবিক কাজও কি ঠিকভাবে হওয়া সম্ভব? চিকিৎসকেরা বলছেন, হ্যাঁ, সম্ভব। তাঁদের মতে, এক্ষেত্রে সাধারণত জরায়ুর আকৃতি গর্ভধারণ করতে বাধা দেয় না। তবে কখনও কখনও জরায়ুর আয়তনের কারণে ভ্রূণের বৃদ্ধি সীমাবদ্ধ হয়ে পড়ে। তা ছাড়া গর্ভের অস্বাভাবিক আকৃতি ওই এলাকার রক্তপ্রবাহকেও প্রভাবিত করতে পারে। তাই গর্ভপাতের ঝুঁকি থাকে।
আরও শুনুন: তৈরি হয়েছিল দেশের প্রথম ক্রিসমাস কেক, সেই বেকারির এখন কী অবস্থা জানেন?
তবে জোড়া জরায়ু আছে এমন মহিলার সংখ্যা যত কম, দুটি জরায়ুতে একই সঙ্গে সন্তানধারণের ঘটনা তার চেয়েও বিরল। ১০ লক্ষ মহিলার মধ্যে একজনের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সত্যি বলতে, এই তরুণীও প্রথমে দুই সন্তানের সম্ভাবনার কথা বুঝতে পারেননি। এমনিতে ১৭ বছর বয়সে তিনি জানতে পেরেছিলেন যে তাঁর শরীরে দুটি জরায়ু রয়েছে। জোড়া জরায়ু নিয়েই জীবন কাটাচ্ছেন তিনি। এর আগে আরও দুই সন্তানের জন্মও দিয়েছেন হ্যাচার। ফের অন্তঃসত্ত্বা হতে তিনি মনে করেছিলেন, আরও এক সন্তান আসছে বুঝি। কিন্তু তিনি যে যমজ সন্তানের মা হতে চলেছেন, যারা বেড়ে উঠছে তাঁর দুটি ভিন্ন জরায়ুতে, এ কথা ফাঁস হয়ে যায় শারীরিক পরীক্ষাতেই। আর এবার সুস্থভাবেই দুই সন্তানের জন্ম দিলেন ওই মার্কিন তরুণী।