প্রেমের জোরে কি না হয়! স্রেফ প্রেমের বশে দুর্ধর্ষ ডাকাতকেও শান্ত করেছিলেন গৌতম বুদ্ধ। কিন্তু তাই বলে ডাকাতের প্রেমে পড়তে শুনেছেন কাউকে? তাও আবার যে একসময় সর্বস্ব লুঠ করেছিল, কেউ কি তারই প্রেমে পড়তে পারে? সাম্প্রতিক এক ঘটনা বলছে, অবশ্যই পারে। কি ঘটেছে ঠিক? আসুন শুনে নিই।
কথায় আছে, ‘যার যাতে মজে মন, কিবা হাড়ি কিবা ডোম।’ সে কথাই যেন প্রমাণ করে এই ঘটনা। একসময় যিনি ফোন চুরি করেছিলেন, তাকেই এখন মন দিয়েছেন তরুণী। উলটোদিকের ব্যক্তিটিরও একই অবস্থা। বলা ভালো, এই প্রেমকাহিনির সূত্রপাতও ওই চুরিকে কেন্দ্র করেই।
আরও শুনুন: মুসলিম বাসিন্দা নেই একজনও, তবু সমারোহে মহরম পালন কর্ণাটকের গ্রামে
শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি এমনই এক ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়েছে নেটমহলে। সাধের জিনিস চুরি গেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। আর সেই জিনিস যদি হয় মোবাইল ফোন, তাহলে তো কথাই নেই। এক্ষেত্রেও হয়েছিল ঠিক তেমনটাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা তরুণীর হাত থেকে ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। চেষ্টা করেও সেদিন তার নাগাল পাননি তরুণী। অগত্যা মনের দুঃখে বাড়ি ফিরে আসেন। ফোনের শোকে পুলিশে খবর দিতেও কার্যত ভুলে যান। এদিকে ফোন চুরি করে সেই চোরের অবস্থাও রীতিমতো শোচনীয় হয়ে পড়ে। ভাবছেন তো, চুরি করে কারও অবস্থা শোচনীয় কেন হতে যাবে?
আরও শুনুন: ‘বড্ড অস্বস্তিকর কাজ!’ সঙ্গমে গীতাপাঠের বিতর্কিত দৃশ্য নিয়ে অকপট ‘ওপেনহাইমারে’র নায়ক
এখানেই আসল টুইস্ট। চুরি করা ফোনে ওই তরুণীর একাধিক ছবি ছিল। যা দেখার পর ওই অবস্থা হয় চোর বাবাজির। স্রেফ ছবি দেখেই, ওই তরুণীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন তিনি। সেসময় কোনও সঙ্গী ছিল না তাঁর। কার্যত একা একা দিন কাটাতেন। আর সেইসঙ্গে চুরি বা ছিনতাই-এর মতো অসামাজিক কাজে লিপ্ত থাকতেন। কিন্তু এই তরুণীকে দেখে তাঁর মনে আমূল পরিবর্তন আসে। ঠিক করেন সব ছেড়ে এই তরুণীর সঙ্গেই সম্পর্কে জড়াবেন না। কিন্তু ভাবলেই তো হল না! বিশেষত যে ফোন চুরি করেছে তাকে কেউ কেনই বা মন দিতে যাবে? তবু একবার চেষ্টা করা যেতেই পারে। এই ভেবে সরাসরি তরুণীর সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। সবটা খুলে বলার পর ক্ষমাও চান। এমনকি ফেরত দিয়ে দেন ফোনটাও। আর এতেই মন গলে ওই তরুনীর। হারানো ফোন ফিরে পাওয়ার আনন্দে, যাবতীয় রাগ ভুলেই যান তিনি। সেই থেকেই তাঁদের প্রেমকাহিনির শুরু। এরপর কেটে গিয়েছে দু-বছর। এতগুলো দিন চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। সম্প্রতি নিজের জীবনের এই অদ্ভুত গল্প নেটদুনিয়ায় প্রকাশ করেছেন তরুণী। যা দেখার পর বেজায় অবাক হয়েছেন নেটিজেনরাও। সকলেই এমন অদ্ভুত প্রেমকাহিনি দেখে তাজ্জব হয়েছেন। সেইসঙ্গে ওই ব্যক্তি যে প্রেমের বশে নিজেকে বদলে ফেলেছেন তার প্রশংসাও করেছেন কেউ কেউ। আগামী দিনে তাঁদের এই সম্পর্ক অটুট থাকুক। এই প্রার্থনাই করেছেন নেটিজেনরা।