এক নয়। ৩০০ জন মহিলার সঙ্গে সম্পর্ক রাখে প্রেমিক। এমনই বিস্ফোরক অভিযোগ মহিলার। প্রমাণ হিসেবে ৫৮ পাতার অভিযোগ পত্র তৈরি করেছেন তিনি। সেখানে আর কী দাবি করেছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
প্রেমিককে বেজায় সন্দেহ করেন। কারণও রয়েছে অবশ্যই। সেই নিয়ে ঝগড়াও হয় দুজনের। তবে এবার স্রেফ ঝগড়ায় কাজ হয়নি। সরাসরি সোশাল মিডিয়ায় প্রেমিকের নামে অভিযোগের পসরা সাজিয়েছেন মহিলা। দাবি, প্রায় ৩০০ মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছেন তাঁর প্রেমিক।
স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া নতুন কিছু নয়। ঝগড়ার কারণ সন্দেহ, এমনটাও একেবারেই স্বাভাবিক। তাই বলে, স্বামীর সঙ্গে ৩০০ জন মহিলার সম্পর্ক রয়েছে এমনটা কেউ ভাবতে পারেন? সম্প্রতি ঘটেছে তাই-ই। জলজ্যান্ত প্রমাণ ভাইরাল নেটদুনিয়ায়। যা আসলে একটি ৫৮ পাতার পিপিটি। সেখানেই নিজের পুরুষ সঙ্গীর নামে অভিযোগের বিস্তারিত বর্ণনা করেছেন মহিলা। দুজনেই চিনের বাসিন্দা। আলাদা আলাদা সংস্থায় কর্মরত। সেখানেই সন্দেহের সূত্রপাত। মহিলার দাবি, আরও অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁর সঙ্গী। সবটাই তাঁকে লুকিয়ে। কিন্তু কোথায় কোন মহিলার সঙ্গে তাঁর প্রেমিক সম্পর্ক রেখেছেন সেই সব খবর তাঁর কাছে রয়েছে। প্রমাণ হিসেবে ওই পিপিটি তৈরি করেছেন তিনি। যৌনকর্মী থেকে সাধারণ মহিলা, সকলের সঙ্গেই আলাদাভাবে সম্পর্কে জড়িয়েছেন তাঁর প্রেমিক। পিপিটিতে এমনই দাবি করেছেন মহিলা। যদিও স্রেফ সম্পর্ক বলে বিষয়টিকে উল্লেখ করেননি তিনি। প্রত্যেকের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন তাঁর পুরুষ সঙ্গী, এমনটাই দাবি করেছেন। আর এতেই যত সমস্যা। এইধরনের অবাধ যৌনতায় সায় দেয় না চীনা প্রশাসন। একইসঙ্গে যৌনকর্মীদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়াও সে দেশে বেআইনি। কাজেই যুবকের নামে এই ধরনের অভিযোগ দেখে কড়া পদক্ষেপ করা হয়েছে। একদিকে যুবককে বরখাস্ত করেছে তাঁর সংস্থা, একইসঙ্গে সে দেশের জনপ্রিয় রাজনৈতিক দলও তাঁর সদস্যপদ বাতিল করেছে।
তবে এমনটা হোক একেবারেই চাননি ওই যুবক। এর আগে হাতেনাতে ধরা পড়েছিলেন প্রেমিকার কাছে। ক্ষমা চেয়েছিলেন। কথা দিয়েছিলেন আর কখনও এমন কিছু করবেন না। কিন্তু না, সে কথা তিনি রাখেননি। প্রেমিকাকে লুকিয়ে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক বজায় রাখছিলেন। যৌনতায় চলছিল রমরমিয়ে। তবে এবার সবকিছু জানতে পেরে চুপ করে থাকেননি তাঁর প্রেমিকা। সরাসরি সব তথ্য জড়ো করে বানিয়েছেন পিপিটি। তারপর সে জিনিস ছড়িয়ে দিয়েছেন নেটদুনিয়ায়। সেখানেও সকলেই বিষয়টি নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছেন। মহিলার সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন কেউ কেউ। অনেকে আবার তাঁর প্রেমিককে ভর্ৎসনা করেছেন রীতিমতো। তবে অভিযোগ জানানোর এমন অভিনব ধরণ দেখে অবাক হয়েছেন প্রায় সকলেই।