বিয়েতে শুধু এলেই হবে না। সঙ্গে আনতে হবে অন্তত ১ লক্ষ টাকার উপহার। এমনই নিয়ম ঠিক করে দিয়েছেন এক কনে। তবেই নাকি অনুষ্ঠানে ঢোকার অনুমতি মিলবে। নিয়ম শুনে কী প্রতিক্রিয়া সকলের? আসুন শুনে নেওয়া যাক।
বিয়েবাড়ি মানেই দেদার মজা। সাজগোজ, হই হুল্লোড় সবমিলিয়ে শুধুই আনন্দ। তার ওপর যদি কাছে মানুষের বিয়ে হয়, তাহলে তো কথাই নেই। বিয়ের অন্তত কয়েক মাস আগেই সেরে নিতে হবে যাবতীয় পরিকল্পনা। কিন্তু এত কিছু করেও যদি বিয়েতে ঢোকার অনুমতি না মেলে? সম্প্রতি এমনটাই ঘটেছে। ভাবছেন তো, কী এমন হয়েছে যে ঢোকার অনুমতি মেলেনি? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: নাম বিতর্কে সেলেব্রিটি সিংহ, তার সঙ্গে সেলফি তুললে আপনার বদনাম হবে না তো?
ঘটনাটি স্কটল্যান্ডের। নেটদুনিয়ার সুবাদে সে ঘটনা ছড়িয়েছে। ঘটনা বলতে একটা বিয়ে। যেখানে কনের দাবি, অতিথিদের আনতে হবে উপহার। তবে যে সে উপহার নয়। উপহারের মূল্য হতে হবে অন্তত ১ লক্ষ টাকা। তবে নাকি বিয়েতে ঢোকার অনুমতি মিলবে। যারা তেমন পরিচিত নন তাঁরা না হয় টাকা খরচের ভয়ে নিমন্ত্রণ এড়িয়ে যেতে পারেন। কিন্তু যারা পরিচিত! তাঁরা কী করবেন? এদিকে কনের দাবি, এই আবদারে কোনও অন্যায় নেই। কিন্তু সমস্যায় পড়েছেন তাঁর কাছের এক বন্ধু। একথা বলার অপেক্ষা রাখে না, বিয়েতে সাধারণত এক লক্ষ টাকার উপহার দেওয়ার কথা কেউই চট করে ভাবেন না। কারও যদি আর্থিক সমস্যা থাকে তাহলে এই ভাবনার প্রশ্নও ওঠে না। এই মহিলারও সেই সমস্যা ছিল ভীষণভাবে। তাই উপহার হিসেবে এক লক্ষ টাকার কিছু দেওয়ার কথা তাঁর কল্পনাতেও আসেনি। এদিকে বিয়েটা তাঁর প্রিয় বান্ধবীর। বলাই বাহুল্য, শর্তটাও ওই বান্ধবীই রেখেছেন।
আরও শুনুন: যাত্রাপথের আনন্দগান! ফেলে দেওয়া টিকিটেই কন্ডাক্টরের ছবি আঁকলেন যুবক
নিজের সমস্যার কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন ওই মহিলাই। সেখানে অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন, অসুবিধা হলে বিয়েতে যাওয়ার দরকার নেই। কিন্তু এক্ষেত্রেও রয়েছে সমস্যা। মহিলার দাবি, বহুদিনের পুরনো বান্ধবীর বিয়ে। সেখানে না যাওয়া মানেই অন্য সমস্যা। এদিকে তাঁর যে আর্থিক সমস্যা রয়েছে সে কথাও বান্ধবীকে খোলাখুলি বলতে পারছেন না। মহিলার দাবি শুধুমাত্র তাঁর জন্য বিয়েবাড়িতে আলাদা ব্যবস্থা করেছেন ওই বান্ধবী। তার থেকেও বড় সমস্যা অন্য জায়গায়। তিনি নাকি খোঁজ নিয়ে জেনেছেন, বিয়েতে নিমন্ত্রিত অন্যান্য বন্ধুরা সকলেই লাখ টাকার উপহার নিয়ে বিয়েতে যাচ্ছেন। তিনিই একমাত্র যার আর্থিক সঙ্গতি নেই। নেটদুনিয়া অবশ্য এতে ওই মহিলার কোনও দোষ খুঁজে পায়নি। বরং ওই মহিলার বান্ধবীকে কটাক্ষ করেছে নেটদুনিয়ার বাসিন্দারা। অনেকেই বিয়ের কার্ডে লিখে দেন, উপহার আনার প্রয়োজন নেই। সেখানে এই মহিলা স্রেফ উপহার আনতেই বলেছেন তা নয়, তার দামও ঠিক করে দিয়েছেন। তাই সবমিলিয়ে নেটদুনিয়ায় ব্যঙ্গের বন্যা বয়ে গিয়েছে ওই কনেকে নিয়ে।