ইচ্ছেমতো উদ্দাম যৌনতায় মেতে উঠতে কে না চান! কিন্তু কেবল যৌন তৃপ্তির কারণেই নয়, আরও এক কারণে যৌনতা চান এই মহিলা। আর সে কথাই সম্প্রতি ফাঁস করলেন তিনি, যা শুনে চমকে গিয়েছেন অনেকেই। আসুন, শুনে নেওয়া যাক।
উদ্দাম যৌনতায় কি মিলবে কেবল চূড়ান্ত তৃপ্তি? সে তো আছেই। কিন্তু আরও একটি কারণেই যথেচ্ছ যৌনতা পছন্দ এই মহিলার। আর তা হল, পিরিয়ডস থেকে রেহাই পাওয়া। কিন্তু কী লাভ হয় তাতে? সে কথাই এবার ফাঁস করলেন কানাডার বাসিন্দা ওই মহিলা। মাসের কয়েকটি দিন শরীর মনের একেবারে দফারফা, পিরিয়ডস নিয়ে এমনটা তো মনে করেন অনেক মহিলাই। পিরিয়ডস নিয়ে তেমনই ভাবনা তাঁরও। এবার এই সংকট থেকে বাঁচার উপায়ই বাতলে দিলেন ওই মহিলা।
আরও শুনুন: যৌনতা আছে, নেই চূড়ান্ত সুখের হদিশ! অর্গাজম মেলে কেবল এই নারীদেরই, ফাঁস করল সমীক্ষা
কানাডার বাসিন্দা শ্যানেল সিনডার আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেই তিনি জানিয়েছেন, কীভাবে প্রতি মাসে পিরিয়ডসের অস্বস্তি থেকে রেহাই মিলতে পারে। তাঁর দাবি, প্রতি বছর অন্তঃসত্ত্বা হলেই কেল্লাফতে। এর আগেই দুটি সন্তান ছিল তাঁর। এবার তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন এই মহিলা। নিজের জীবনের নানা মুহূর্তের ভিডিয়ো তিনি যেমন নিয়মিত সমাজমাধ্যমে ভাগ করে নেন, তেমনই অন্তঃসত্ত্বা অবস্থা কী ভাবে কাটাচ্ছেন, সেই সব ভিডিয়োও তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। আর সেই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, কী ভাবে ঋতুস্রাবের যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। আর তাঁর কাছে সেই মুশকিল আসান হল গর্ভধারণ করা।
আরও শুনুন: পছন্দের পর্ন অভিনেত্রীর সঙ্গে যখন খুশি যৌনতার সুযোগ, আর কী ম্যাজিক দেখাবে এআই!
যদিও অন্তঃসত্ত্বা হওয়াও যে নিতান্ত সহজ কথা নয়, তা মনে করিয়ে দিয়েছেন শ্যানেল নিজেই। বলেছেন, সন্তানের জন্ম দেওয়ার আগেও শারীরিক মানসিক নানারকম বদলের মুখোমুখি হতে হয় মহিলাদের। কিন্তু সেসব কিছুর পরেও, পিরিয়ডসের যন্ত্রণার চেয়ে অন্তঃসত্ত্বা হওয়াকেই বেশি সুখের বলে মনে করছেন এই মহিলা। তবে এই আজব পরামর্শ শুনে যে খানিক বিস্মিতই হয়েছেন নেটিজেনরা, সে কথাও আর বলার অপেক্ষা রাখে না।