মাত্র ৯০ টাকা দিয়ে একটা বাড়ি কিনেছিলেন এক মহিলা। তারপর নিজের মতো করে বাড়িটিকে সাজিয়ে তোলেন। আর বর্তমানে সেই বাড়িরই বাজার মূল্য ৪ কোটি টাকা। কোথায় ঘটেছে এই কাণ্ড? আসুন শুনে নিই।
ছোটবেলায় লাভ ক্ষতির অঙ্ক সকলেই করেছেন। সেখানে বরাবরই ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি রাখা হত। আসলে ওই বাড়তি টাকাটাই লাভ। এবার এই লাভের পরিমাণ কত হতে পারে? পাঁচ গুণ, দশ গুণ কিংবা তার চেয়েও খানিক বেশি! এতটা লাভও হয়তো কল্পনা করতে পারছেন না অনেকেই। কিন্তু বাস্তবে এই মহিলা একটি বাড়ি কিনে প্রায় কয়েকশো গুণ লাভ করতে চলেছেন। কারণ মাত্র ৯০ টাকা দিয়ে তাঁর কেনা একটি বাড়ির বর্তমান বাজারমূল্য ৪ কোটি টাকা।
আরও শুনুন: শৌচাগার ব্যবহার করতে গেলে লাগবে পরিচয়পত্র, শপিং মলের নির্দেশে হতবাক তরুণী
শুনতে অবাক লাগলেও সত্যি। মহিলা ইতালির বাসিন্দা। পেশায় একজন অর্থনৈতিক উপদেষ্টা। বছর তিনেক আগে তিনি একটা পোড়ো বাড়ির নিলামের খোঁজ পান। বাড়িটা নাকি ১৬০০ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। সম্পূর্ণ পুরনো দিনের আদলে বাড়িটি তৈরি। খবর নিয়ে জানতে পারেন বাড়িটির ন্যূনতম দাম রাখা হয়েছে মাত্র ১ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৯০ টাকার কাছাকাছি। সঙ্গে সঙ্গে বাড়িটি কেনার জন্য আগ্রহী হন তিনি। যতই হোক, এত কম দামে কি আর বাড়ি পাওয়া সম্ভব? ভেবেছিলেন নিলামে কিছুটা হলেও দাম উঠবে, তাঁর সামর্থ্যে কুলোলে কিনে ফেলবেন। কিন্তু বাস্তবে দেখা গেল, তিনি ছাড়া ওই বাড়ি কিনতে আর একজনও আগ্রহী নন। ফলত মাত্র ৯০ টাকা দিয়েই বাড়িটি কিনে ফেলেন তিনি। তবে এত কম টাকায় তো আর রাজপ্রাসাদ পাওয়া সম্ভব নয়। বলা ভালো একটা কুঁড়ে ঘরও কেউ এই টাকায় বিক্রি করবে না। তা এই মহিলার কেনা বাড়িটিরও ছিল তেমনই অবস্থা। একেবারে ভাঙাচোরা, জরাজীর্ণ এক পোড়ো বাড়ি। কিছুদিনের মধ্যেই যা হয়তো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। ধীরে ধীরে বাড়িটি মেরামতির কাজ শুরু করেন তিনি। প্রথমেই ঠিক করতে হয় গোটা ছাদটা। তারপর একে একে দেওয়া, সিঁড়ি, জানলা সবই প্রায় নতুন করে তৈরি করেন তিনি। এবার নতুন করে যখন তৈরি করছেনই, তখন পুরনো দিনের কায়দা বজায় রাখার কোনও মানে হয় না। তাই বাড়িটিকে একেবারে হাল ফ্যাশনের ডিজাইন মেনেই তৈরি করান তিনি। বেশ কিছু টাকা খরচও হয় এই কাজে।
আরও শুনুন: দুধ বিক্রি করেই রোজ আয় ১৭ লক্ষ, ছকভাঙা পথে তাক লাগালেন আইআইটি-র স্নাতক
তবে এই টাকা আর শ্রম যে পণ্ড হবে না সে কথা ভালোমতোই জানতেন ওই মহিলা। তাই রীতিমতো পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে বাড়িটিকে সাজিয়ে তোলেন তিনি। আর সেই বাড়িরই বর্তমান বাজার মূল্য হয়েছে ৪ কোটি টাকা। সহজ ভাবে বলতে গেলে ৯০ টাকায় কেনা বাড়ি ৪ কোটি টাকায় বিক্রি করতে পারেন তিনি। পাশাপাশি ওই অঞ্চলে আরও দুটি বাড়ি কেনেন এই মহিলা। সেগুলিকেও নতুন করে সাজিয়ে গ্যালারি ও ক্যাফে বানাতে চান তিনি। তবে এই মুহূর্তে বাড়িগুলি বিক্রি করার কথা তিনি ভাবছেন না বলেই জানিয়েছেন। এতদিন ধরে সাজানো এই বাড়িতে নিজেই থাকতে চান এই মহিলা।