শপিং মলে গিয়ে শৌচাগার ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু তার জন্য দেখাতে হল পরিচয়পত্র। সম্প্রতি নিজের এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা নেটদুনিয়ায় প্রকাশ করেছেন এক তরুণী। কী ঘটেছে ঠিক? আসুন শুনে নিই।
শৌচাগার ব্যবহার করার জন্য দেখাতে হবে পরিচয়পত্র! এমন নিয়ম কখনও শুনেছেন? অথচ বাস্তবে এমনই অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হতে হল এক তরুণীকে। পরিচয়পত্র দেখানোর পরই তাঁকে শৌচাগার ব্যবহারের অনুমতি দিল জনৈক শপিং মল কর্তৃপক্ষ।
আরও শুনুন: হাত দুটি অক্ষম, মুখে পেনসিল ধরেই প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন তরুণী… বাহবা দিলেন মোদিও
ঘটনাটি মার্কিন মুলুকের। সেখানকার এক সুপারমার্কেটে এমন অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এক তরুণী। ঘটনার দিন কোনও কারণে মাঝরাস্তায় প্রকৃতির ডাক আসে তাঁর। কাছাকাছি একটা সুপারমার্কেট দেখতে পেয়ে সেখানেই হাজির হন তিনি। কিন্তু শুধুমাত্র শৌচাগার ব্যবহারের জন্য তিনি এসেছেন শুনে বাধা দেন সেখানকার ম্যানেজার। তিনি সাফ জানিয়ে দেন পরিচয়পত্র না দেখালে কিছুতেই তরুণীকে ভিতরে ঢুকতে দেবেন না। বাধ্য হয়েই তাঁর কথামতো নিজের পরিচয়পত্র দেখান তরুণী। বেশ কিছুক্ষণ সেই পরিচয়পত্রের সঙ্গে তরুণীকে মিলিয়ে দেখার পর ভিতরে যাওয়ার অনুমতি দেন ম্যানেজার। কিন্তু তাঁর সঙ্গে কেন এমনটা করা হল তা কিছুতেই বুঝতে পারছিলেন না ওই তরুণী। সাধারণত এই ধরনের সুপারমার্কেটে যে কেউ ঢুকতে পারেন। সেখানে প্রবেশের যে কোনও নির্দিষ্ট মাপকাঠি আছে এমনটাও নয়। তাহলে তাঁকে বাধা দেওয়া হল কেন, সে প্রশ্নই ম্যানেজারকে জিজ্ঞাসা করেন ওই তরুণী। উত্তরে ম্যানেজার যা বলেন তা শুনে আরও অবাক হয়ে যান তিনি। ম্যানেজারের দাবি, পরিচয় পত্র মিলিয়ে তিনি দেখছিলেন ওই তরুণী আদৌ প্রাপ্তবয়স্ক কি না। এবার এ কথা শুনে অনেকেরই মনে হতে পারে, প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে শৌচাগার ব্যবহারের কী সম্পর্ক?
আরও শুনুন: আগুনে পুড়েছে বাড়ি, পালিয়েছেন বাসিন্দারা, অশান্ত মণিপুরে অপেক্ষায় দাঁড়িয়ে একা পোষ্য
আসলে, ব্যাপারটা শৌচাগার ব্যবহারের নয়। ওই সুপারমার্কেটের এক অদ্ভুত নিয়মের জন্যই এমনটা করতে হয়েছে ওই ম্যানেজারকে। একসঙ্গে ২৫ জন নাবালক বা তার কমবয়সিদের এই সুপারমার্কেটে প্রবেশের অনুমতি নেই। ঠিক কেন এমন অদ্ভুত নিয়ম সেখানে জারি করা হয়েছে, তা কারও জানা নেই। কিন্তু এই নিয়মের গেরোয় রীতিমতো সমস্যায় পড়েন ওই তরুণী। যদিও তাঁকে যে দেখতে একেবারেই শিশুর মতো তা নয়। তবু ম্যানেজার কেন তাঁকে পরীক্ষা করলেন সে প্রশ্নের উত্তর খুঁজে পাননি ওই তরুণী। তাঁর অদ্ভুত অভিজ্ঞতা পড়ে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনদের একাংশ। তবে অনেকেই মনে করেছেন, স্রেফ তাঁর কর্তব্যটুকুই পালন করেছেন ওই ম্যানেজার।