মানুষের হৃদয় আসলে এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। কিন্তু কখনও কখনও এক একটি একলা মনকে স্পর্শ করে আরেকটি মন। আর তখনই বোধহয় ম্যাজিক হয়। ছোট্ট ভিয়েনা আর তার ৯৫ বছর বয়সি পড়শি বৃদ্ধার দেখা হলে ঠিক তেমন ম্যাজিকই দেখতে পান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আসুন, শুনে নিই এই আশ্চর্য ভালবাসার গল্প।
দুজনের দেখা হলেই যেন পৃথিবীটা বদলে যায়। একজন একছুটে পৌঁছে যায় অন্যজনের কাছে। ধরা দেয় তার বাড়ানো দুহাতে। গালে আদর ছুঁইয়ে অনাবিল হেসে ওঠে। আর সেই হাসির কাছে বুঝি তুচ্ছ হয়ে যায় পৃথিবীর সব হিংসা। হ্যাঁ, ঠিক এমনটাই মনে করেন সেইসব মানুষেরা, যাঁরা এই আশ্চর্য ভালবাসার প্রত্যক্ষদর্শী। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ভালবাসার ছবি।
আরও শুনুন: শুধুমাত্র শব্দ শুনেই জালে পৌঁছল বল, দৃষ্টিহীন কিশোরীর লক্ষ্যভেদে মুগ্ধ নেটদুনিয়া
ভালবাসাই বটে। তবে তার প্রকার আলাদা। যেমন আলাদা এই ভালবাসার দুই প্রান্তে থাকা এই দুজন মানুষও। সমাজের চোখে তারা আর পাঁচটা মানুষের থেকে আলাদা। এমনকি কারও কারও কথায় তারা ‘অস্বাভাবিক’ কিংবা ‘অ্যাবনর্মাল’। তার কারণ আর কিছুই নয়, একটি জেনেটিক ডিসঅর্ডার তথা জিনঘটিত অসংগতির শিকার তারা। ‘ডাউন সিনড্রোম’ নামের এই সমস্যাটিতে যারা আক্রান্ত, তাদের শারীরিক এবং মানসিক বিকাশ খানিক অন্যরকম। কিন্তু যেহেতু আমাদের ছকে বাঁধা জীবনে ভিন্নতার পরিসর প্রায় নেই বললেই চলে, তাই এই মানুষেরা অধিকাংশ ক্ষেত্রেই প্রান্তিক হয়ে পড়েন। কিন্তু সেই প্রান্তিক জীবন থেকেই একে অপরের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভিয়েনা আর টেরেসা। বেঁধে বেঁধে থাকছে দুজন একলা মানুষ।
আরও শুনুন: যুদ্ধে তছনছ দেশ, ইউক্রেনের খুদেদের মুখে হাসি ফোটাল স্পাইডারম্যান
অথচ তারা কিন্তু আত্মীয় নয়। প্রতিবেশী মাত্র। এমনকি তারা সমবয়সিও নয় মোটেও। ভিয়েনার শৈশব এখনও পেরোয়নি। আর টেরেসা দাঁড়িয়ে আছেন বার্ধক্যের মাঝখানে। ৯৫ বছর বয়স হয়েছে তাঁর। কিন্তু বয়স বাধা হয়ে দাঁড়ায়নি দুজনের বন্ধুত্বে। এমনকি শব্দের অভাবও নয়। ‘ডাউন সিনড্রোম’-এ আক্রান্ত মানুষদের ক্ষেত্রে মানসিক বিকাশ হয় অনেকটা ধীর গতিতে, ফলে ভিয়েনা কারও সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়ার মতো অনেক শব্দ জানে না। কিন্তু তাতে তাদের কারোরই কোনও সমস্যা হয় না। আসলে সত্যিই তো ভালবাসা কিংবা বন্ধুত্বের মতো আবেগ কোনও ভাষার গণ্ডি মানে না, তাই না? সে কথাই বোধহয় ফের জানিয়ে দিল দুই অসমবয়সি মানুষের এই নিঃশর্ত ভালবাসার ছবি।