ধর্মীয় উৎসব। কিন্তু প্রকাশ্যে চুম্বন করতে বাধা নেই সেখানে। কেবল সঙ্গী বা সঙ্গিনীকেই নয়, এই রীতি মেনে চুম্বন করতে হতে পারে অচেনা কোনও মানুষকেও। ক্রিসমাসের এই প্রথার কথা জানেন? আসুন, শুনে নেওয়া যাক।
‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় এক খেলার দৃশ্যে দেখা গিয়েছিল আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রাকে। খেলার শর্ত মেনেই তাদের বলা হয়েছিল একে অপরকে চুম্বন করতে। এদিকে মাত্র কিছুক্ষণ আগেই প্রথম আলাপ হয়েছে তাদের। কিন্তু তাতে কী, খেলার আলটপকা শর্তে তো চেনা অচেনার বিভেদ নেই। তাই আপত্তি না করেই চুম্বনে রাজি হয়ে গিয়েছিল ওই দুই চরিত্র। কিন্তু এখানে যা খেলা, ক্রিসমাসে তেমনটাই প্রায় রীতি। এক বিশেষ পরিস্থিতিতে যদি দুজন পুরুষ মহিলা এসে পড়েন, তাহলে তাঁদের চুম্বন করাটাই এই উৎসবের প্রথা। সে তাঁরা চেনা বা অচেনা যাই হোন না কেন! তবে দুজনের মধ্যে প্রেম ঘনিয়ে ওঠার সম্ভাবনা থাকলে তবেই দুজনকে চুম্বনে উৎসাহ দেন বাকিরা।
কিন্তু কী পরিস্থিতিতে পড়লে ঘটে এমনটা?
আসলে বড়দিনের সাজের একটি প্রধান উপকরণ মিসলটো পাতা। কেবল ক্রিসমাস ট্রি-ই নয়, এই গাছটিও বড়দিনের পুরনো ঐতিহ্যের মধ্যে অন্যতম। বড় বড় গাছের মধ্যে পরজীবী উদ্ভিদ হিসেবে জন্মায় এই মিসলটো। কেবল পাতা নয়, সুন্দর ফুল আর ফলও দেখা যায় এই পরগাছায়। সম্ভবত আরেকটি গাছকে জড়িয়ে ওঠার কারণেই মিসলটো-কে প্রেমের প্রতীক বলে মনে করা হয়। তাই বড়দিনের সাজসজ্জার বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হয় এই পাতার ঝালর। আর এই ঝালরের নিচে এসে পড়লেই বিপত্তি। কথায় বলে, মিসলটোর নিচে কোনও তরুণীকে চুম্বন করতে চাইলে সে প্রত্যাখ্যান করতে পারে না।
এই প্রথার পিছনে রয়েছে এক প্রাচীন কিংবদন্তিও। নরওয়ে পুরাণ অনুযায়ী, ভালবাসার দেবী ফ্রিগার ছেলে ছিলেন বলডার, যিনি আবার সরলতা ও আলোর দেবতা। তাঁর অন্ধ ভাই হুর মিসলটো ছুঁড়ে তাঁকে মেরে ফেলেন। কিন্তু মায়ের কান্নায় ফের জীবন ফিরে পেয়েছিলেন তিনি। আর দেবীর অশ্রুবিন্দুগুলি মিসলটোর ফলে পরিণত হয়েছিল। সেই কারণেই এই গাছকে ভালবাসার প্রতীক বলে ঘোষণা করেছিলেন তাঁরা। একসময় অবিবাহিত মেয়েদের বাড়ির সামনেও এই পাতা ঝুলিয়ে রাখা হত, যাতে তা দেখে অবিবাহিত যুবকেরা সে বাড়িতে আসতে পারে।
আরও শুনুন: মাত্র ৬ সেকেন্ডের চুম্বনই সুখী দাম্পত্যের চাবিকাঠি, বলছেন বিশেষজ্ঞরা
তবে সময়ের সঙ্গে সঙ্গে সব নিয়মেই ধুলো জমে। কিংবদন্তির রোমান্টিক যুগ পেরিয়ে গিয়েছে বহুদিন। নারী পুরুষের দেখাশোনার পরিসর বেড়ে গিয়েছে আরও, সহজলভ্য হয়েছে প্রেম। তাই মিসলটোর নিচে চুম্বনের রেওয়াজ কমেই আসছে ক্রমশ।