দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে পড়ে পদ্ম পুরস্কার। কিন্তু সেই পুরস্কার যাঁরা পেলেন, তাঁদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা এ দেশের নাগরিকই নন। চলতি বছরে পদ্ম প্রাপকের তালিকায় নাম উঠল কোন বিদেশিদের? আসুন, শুনে নেওয়া যাক।
লোকসভা নির্বাচনের আগে আগেই পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের থেকে পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন পাঁচ জন, পদ্মভূষণ ১৭ জন এবং পদ্মশ্রী সম্মানের তালিকায় নাম রয়েছে ১১০ জনের। কিন্তু সেই তালিকায় চোখ রাখলেই দেখা যাবে, প্রাপকেরা সকলে ভারতীয় নন। ভারতের এই নাগরিক সম্মান পাচ্ছেন একাধিক বিদেশিও।
আরও শুনুন: আগুনে ঝলসে গিয়েও ফিরেছিলেন জীবনে, দগ্ধ মানুষদের দিশা দেখিয়ে পদ্মশ্রী প্রেমার
চলতি বছরে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পাচ্ছেন তাইওয়ানের প্রবীণ নাগরিক ইয়ুং লিউ। চিনের পড়শি দ্বীপের বাসিন্দা, ৬৮ বছরের লিউ, তাইওয়ানের বিশ্ববিখ্যাত বহুজাতিক সংস্থা ফক্সকনের সিইও। কোভিড অতিমারির পরবর্তী সময় থেকে অতি সুকৌশলে ফক্সকন চিনে পণ্য উৎপাদনের পরিমাণ হ্রাস করেছে। সেইসঙ্গে ভারতে বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে এই সংস্থা। বিশেষ করে দক্ষিণ ভারতের উৎপাদন ইন্ডাস্ট্রিতে খোলা হাতে বিনিয়োগ করে চলেছে ফক্সকন। ভারতের বাণিজ্যক্ষেত্রে এই বড় অবদান রাখার ক্ষেত্রে ইয়ুং লিউ-এর কথা আলাদা করে বলতেই হয়। আর সে কথা মনে রেখেই তাঁকে সম্মান জানাচ্ছে কেন্দ্র।
পদ্মশ্রী সম্মানের তালিকায় অবশ্য একজন নন, রয়েছেন ছজন বিদেশি নাগরিক। এঁদের মধ্যে রয়েছে ফ্রান্সের শার্লট শপাঁ। গত বছর ফ্রান্স সফরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫০ বছর বয়স থেকে যোগব্যায়াম শিক্ষা শুরু করেন শার্লট, আর এখন যোগব্যায়ামের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। চলতি বছরে পদ্মশ্রী প্রাপক তিন শতায়ুর তালিকায় রয়েছেন এই বিদেশিনি।
শুধুমাত্র ফ্রান্স থেকেই এবার পদ্ম সম্মান পাচ্ছেন চার নাগরিক। এর আগে অন্য কোনও দেশ থেকে এতজন পদ্ম প্রাপক দেখা যায়নি। যোগব্যায়ামের জন্যই পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের আরেক নাগরিক কিরণ ভ্যাসও। ৭৯ বছরের কিরণ যোগব্যায়ামের পাশাপাশি আয়ুর্বেদচর্চার জগতেও খ্যাতি কুড়িয়েছেন। ৮৭ বছরের পিয়ের সিলভ্যাঁ ফিলিওজাট সংস্কৃতের গবেষক, ভারতের সংস্কৃতি নিয়েও চর্চা করেন এই ফরাসি নাগরিক। ফ্রেড নেগ্রিটও ভারত-গবেষক। সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রেই পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ফ্রান্সের এই দুই নাগরিক।
আরও শুনুন: ন্যায়বিচার পেতেই দীর্ঘ পথচলা, বিলকিসের লড়াইয়ে শামিল ছিলেন এই ৪ নারীও
এ ছাড়া মেক্সিকো থেকে এই সম্মান পাচ্ছেন রবি প্রকাশ সিং-ও। খাদ্যশস্য নিয়ে বেনজির গবেষণা করে বিশ্বের খাদ্য সুরক্ষায় বড় ভূমিকা নিয়েছেন এই বিজ্ঞানী। চলতি বছরের পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন সাসিন্দ্রান মুথুভেল-ও। ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ইনিই প্রথম পাপুয়া নিউগিনির মন্ত্রিসভায় নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদির সফরের সময়ও হাজির ছিলেন পাপুয়া নিউগিনির গভর্নর মুথুভেল।
আসলে ভালো কাজের তো সত্যিই কোনও ভৌগোলিক গণ্ডি হয় না। সে কথা মনে রেখেই, কেবল কাজের নিরিখেই কৃতী মানুষদের হাতে পদ্ম সম্মান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশের একাধিক কৃতীর পাশাপাশি, সে তালিকায় নাম রইল এই বিদেশিদেরও।