রাকেশ শর্মা নাকি রাকেশ রোশন, এ দেশ থেকে প্রথম চাঁদে গিয়েছিলেন কে? সম্প্রতি এমনই চর্চায় সরগরম নেটদুনিয়া। আসলে চন্দ্রযান-৩-এর সাফল্যের আবহেই ফের চর্চায় উঠে এসেছে ভারতের প্রথম মহাকাশচারীর নাম। দেশ থেকে প্রথমবার মহাকাশে পৌঁছনো সেই মানুষটি এখন কোথায়? আসুন, শুনে নেওয়া যাক।
মহাকাশ অভিযানের ইতিহাসে ফের নয়া পালক জুড়েছে ভারতের মুকুটে। সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ফেলেছে চন্দ্রযান-৩। আর সেই আবহেই ফিরে এসেছে ভারতের প্রথম মহাকাশচারীর নাম। যদিও সাম্প্রতিক এক বক্তব্যের জেরে নেটদুনিয়ায় জোর চর্চা, রাকেশ শর্মা নাকি রাকেশ রোশন, এ দেশ থেকে প্রথম চাঁদে গিয়েছিলেন কে? তবে তা নিছকই তামাশা। সকলেই জানেন, বাস্তবে এ দেশ থেকে প্রথম মহাকাশচারী হিসেবে চাঁদে গিয়েছিলেন স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। ইসরো ও রাশিয়ার মহাকাশ সংস্থার যুগ্ম অভিযান, সোভিয়েত ইউনিয়নের সুয়াজ টি-১১-এর অংশ হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ। তাঁর সঙ্গে ছিলেন রাশিয়ার সহ-নভশ্চররা। মোট ৭ দিন ২১ ঘণ্টা ৪০ মিনিট মহাকাশে কাটিয়েছিলেন রাকেশ শর্মা। ১৯৮৪ সালের এই সফল অভিযানে ইতিহাস গড়েছিল ভারত। আর ভারতকে মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে, ইন্দিরা গান্ধীর এই প্রশ্নের উত্তরে মহাকাশ স্টেশনের কন্ট্রোল রুম থেকে রাকেশ বলেছিলেন, ‘সারে জাঁহা সে আচ্ছা’। কিন্তু এখন কী করছেন সেই মানুষটি? কেমন আছেন রাকেশ শর্মা?
আরও শুনুন: প্রার্থনায় এক মন্দির থেকে মাদ্রাসা, ‘চন্দ্রযান-৩’ যেন ফেরাল সম্প্রীতির সেই আবহমান ভারতবর্ষ
চলতি বছরে জুলাই মাসেই একবার প্রকাশ্যে এসেছিল তাঁর ছবি। এখন তামিলনাড়ুর কুনুর এলাকায় এক গ্রামে থাকেন রাকেশ শর্মা। তাঁর সঙ্গে থাকেন কেবল তাঁর স্ত্রী মধু। লোকজনের ভিড় আর খ্যাতি থেকে দূরে শান্ত জীবন কাটাতেই এখন পছন্দ করেন এই আকাশছোঁয়া মানুষটি। যদিও ২০২১ সালেও বেঙ্গালুরুর একটি অটোমেশন সংস্থার চেয়ারম্যান পদে ছিলেন রাকেশ শর্মা। পাশাপাশি ইসরোর জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্যও তিনি।
আরও শুনুন: চন্দ্র-অভিযানে দিয়েছিলেন মূল্যবান পরামর্শ, ঐতিহাসিক মুহূর্তে ফিরল আব্দুল কালামের স্মৃতি
চন্দ্রযান-৩ যে সফল হবে, তা নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন রাকেশ শর্মা। আর শেষ পর্যন্ত সত্যি হয়েছে তাঁর কথাই। সফলভাবেই চাঁদের দক্ষিণ মেরু জয় করে এবার ভারতের মহাকাশ অভিযানে আরও একটি শিখর ছুঁয়ে ফেলল ইসরো। রাকেশ শর্মার হাত ধরে যে যাত্রার শুরু হয়েছিল, এবার আরও এক ধাপ এগিয়ে গেল সেই যাত্রাই।