চোখ রাঙাচ্ছে নতুন অতিমারী। বিশেষজ্ঞরা বলছেন যৌন অতিমারীর থাবা পড়বে এবার মানবজাতির উপর। এই অতিমারী আসলে কী?
কোভিড প্যানডেমিকের মধ্যেই আবার এক নতুন অতিমারীর আশংকা! এবার নাকি যৌন অতিমারী ছায়া পড়বে বিশ্ববাসীর উপর। আর সেই সম্ভাবনা নিয়েই সকলকে সম্প্রতি সতর্ক করলেন ইংল্যান্ডের আইন বিশেষজ্ঞা ক্লেয়ার ম্যাকগ্লিন।
আরও শুনুন: দরজায় নেই কপাট! ঘরে পোষা হয় সাপ! দেশের কোথায় আছে এমন সব গ্রাম?
এমনিতেই লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষের মধ্যে আগের তুলনায় অনেক বেড়েছে পর্ন আসক্তি। এর সঙ্গে মানসিক ভারসম্যের বদল এবং অনুভূতিহীনতার সম্পর্ক জোরালো। অনেক নারী বা পুরুষই পর্নে এমন আসক্ত, পছন্দের সঙ্গী সামনে থাকলেও তাঁরা মানসিক বা শারীরিক উত্তেজনা বোধ করেন না। পর্ন দেখলেই তবে তাঁদের মনে মিলনের ইচ্ছা জাগছে। অনেকেই আবার পর্নে যেমন যা হরকত দেখেন, সেইসব নকলের বৃথা চেষ্টা করেন। সেগুলি বাস্তবিক জীবনে প্রয়োগের মধ্যে তৃপ্তি খোঁজেন।
এর সঙ্গে নতুন যোগ হয়েছে ‘ফেক পর্নোগ্রাফি’ দেখার বাড়বাড়ন্ত। এই ফেক পর্নোগ্রাফি দেখার প্রবণতা না কমলে আগামীতে এর থেকেই তৈরি হবে নতুন এক ‘যৌন অতিমারী’। এমনই মনে করছেন ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এবং তাঁর গবেষণা সহযোগীরা।
আরও শুনুন: Mirror: ভাঙা আয়নায় মুখ দেখলে কি সত্যি ঘনিয়ে আসে অমঙ্গল?
কী এই ‘ফেক পর্নোগ্রাফি’? প্রযুক্তির মাধ্যমে পর্ন ফিল্মে অভিনেতা-অভিনেত্রীদের মুখ বদলে অন্যের ছবি ব্যবহার করা। শরীর মূল অভিনেতার কিন্তু মুখটি অন্যজনের। অনেকেই নানা তারকার প্রতি গভীর যৌন আকর্ষণ অনুভব করেন। অনেকেই সেই তারকার মুখ অন্য পর্ন ভিডিওতে বসিয়ে আনন্দ উপভোগ করেন। এজিনিস আবার নিছক আনন্দ থাকে না, যখন অপরাধপ্রবণ কোনও ব্যক্তি প্রতিশোধ নেওয়ার জন্য, প্রাক্তন প্রেমিকার মুখ অন্য কোনও পর্নস্টারের শরীরে জুড়ে দেন।অধ্যাপক ম্যাকগ্লেনের মতে এইভাবে যে কোনও কুকর্মকারীর পক্ষে যে কোনও মহিলাকে হেনস্তা করা খুবই সহজ হয়ে উঠছে।
ভারত-সহ অন্যান্য দেশে ‘রিভেঞ্জ পর্ন’-এর চল বেশ পুরনো। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ডিং, ছবি, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও কলের স্ক্রিন শট সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই নানা পর্ন ওয়েবসাইটে আপলোড করে। অনেকে আবার না জানিয়েই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বানিয়ে, আপলোড করে। ঠিক এমনভাবেই বহু জনপ্রিয় বলিউড তারকার ছবি দিয়ে বানানো ফেক পর্ন, পর্ন সাইটে আকছার মেলে। অনেকে সেগুলোকে সত্যি ভেবেও নেন। কিন্তু ক্রমশ এই জাতীয় ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে।
… পুরো বিষয়টা শুনে নিন ক্লিক করে।