নীল ছবি নয়, তার চেয়েও আকর্ষনীয় কিছু বানাতে হবে। এমনই পরামর্শ দিলেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন। সম্প্রতি এক আলোচনা সভায় পর্নের বিকল্প তৈরির কথা বলেন তিনি। কিন্তু কেন? কোন আশঙ্কা থেকে নতুন কিছু তৈরি করাতে চাইছেন রুশ প্রধান? আসুন শুনে নেওয়া যাক।
পর্ন আসক্তির সমস্যায় ভোগেন অনেকেই। মূলত পুরুষরাই এর শিকার। অনেক সময় শরীরে জটিল রোগ বাসা বাঁধে এই অভ্যাসের জেরে। আবার অপরাধের দুনিয়াও সাক্ষী থাকছে এমন অনেক ঘটনার, যার নেপথ্যের কারন এই নীল ছবি।
পড়ার সিলেবাসে যৌনশিক্ষা রাখার চল অনেক দেশেই নেই। ভারত তার মধ্যে অন্যতম। ফলত যৌনতা নিয়ে এ দেশে অনেকেরই ছুঁতমার্গ রয়েছে। কিন্তু এবিষয়ে আগ্রহ দমিয়ে রাখা অসম্ভব। তাই অনেক সময় যৌনতা শেখার একমাত্র পাঠ নীল ছবি। সমস্যার শুরু এখানেই। এ দেশে অনেকেরই ধারণা নেই যে, নীল ছবিতে যা দেখানো হয়, যেভাবে দেখানো হয় তার সবটাই অভিনয়। কখনও সেই পদ্ধতি অনুসরণ করতে না পারার হতাশা, কখনও আবার জোর করে পর্ন নকলের চেষ্টা, বিপদ ডেকে আনে। প্রশাসন আশু বিপদ বুঝলে পর্ন ব্যানের কথা ঘোষণা করে। কিন্তু চোরা পথে সবই চলে রমরমিয়ে। এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এর আগে, সমাধান বা লাভের লাভ তেমন হয়নি। তবে শুধু ভারতে নয়, পর্ন আসক্তির সমস্যা ভাবাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টকেও। সম্প্রতি এক আলোচনা সভায় এই প্রসঙ্গে বলতে শোনা গিয়েছে তাঁকে। তবে ভারী অদ্ভুত কিছু যুক্তি সাজিয়েছেন পুতিন।
তাঁর কথায়, পর্ন দেখা বন্ধ করতে হলে প্রয়োজন তার চেয়েও আকর্ষনীয় কিছু। তা সেই ভিডিও হোক বা অন্য কিছু, সকলের মনে উত্তেজনা তৈরি করতে হবে। পুতিন নিজে সবটা খুঁটিয়ে দেখেছেন বলেই দাবি করছেন। এবং সব দেখশুনে তার পর্যবেক্ষণ, পর্নের বিকল্প কিছু তৈরি করা ভীষণ প্রয়োজন। আসলে, অতিরিক্ত পর্ন দেখা যে বিভিন্ন সমস্যার কারন হতে পারে, তা ভালোমতো বুঝতে পেরেছেন রুশ প্রধান। সেক্ষেত্রে নিয়ন্ত্রণের একমাত্র উপায় সাইটগুলি বন্ধ করে দেওয়া। যেভাবে ভারত কিংবা অন্যান্য দেশে পর্নসাইট বন্ধের নিয়ম জারি হয়েছে। তবে চোরাপথে তা আবার যে আবারও চালু হতে পারে। তাই পর্নের প্রতি মানুষের ঝোঁক কমাতে বিকল্প কিছু তৈরির নিদান দিয়েছেন পুতিন। এবং তা এতটাই আকর্ষনীয় কিছু হতে হবে যে পর্ন না দেখে মানুষ সেই ভিডিও বা কনটেন্ট দেখবে।