একজন নয়, এই ব্যক্তির তিন তিনটে বউ! যদিও তাঁদের সামলাতে এতটুকু অসুবিধা হয় না তাঁর। কারণ, যে যখন যা আবদার করে, সেটাই মিটিয়ে দেন তিনি। সম্প্রতি, বউদের আবদারের তালিকায় যোগ হয়েছে লাখ টাকার এক সার্জারি। ঠিক কেন এমন আবদার জানেন? আসুন শুনে নিই।
পুরাণের গল্পে বহুবিবাহের উদাহরণ ভালমতো চোখে পড়ে। রাজ-রাজাদের মধ্যেও এর চল ছিল যথেষ্টই। তবে বর্তমানে অধিকাংশ দেশে বহুবিবাহ আইনসিদ্ধ নয়। তাই কারও একাধিক স্ত্রী থাকলে, সেই ঘটনা সহজেই খবর হয়ে ওঠে। তার ওপর স্ত্রী-দের মধ্যে যদি ঠিকঠাক বনিবনা না হয়, তাহলে তা মশলাদার খবর হতে বাধ্য। এই নিয়ে সিনেমা সিরিয়ালও তৈরি হয় সহজেই।
আরও শুনুন: ম্যারাথন যৌনতার সাধ মিটিয়েছিল সঙ্গীর দীর্ঘ পুরুষাঙ্গ, কিন্তু কী বিপাকে পড়েন পর্ন তারকা?
তবে আমেরিকার মাজায়া অ্যান্ড্রুজ এর ব্যতিক্রম। একাধিক স্ত্রী থাকায় তিনিও খবরের অংশ হয়েছেন ঠিকই, কিন্তু স্ত্রীদের নিয়ে ঘর করতে তাঁর কোনও সমস্যা হয় না। কারণ একটাই, যখন যে যা চায়, তিনি সঙ্গে সঙ্গে হাজির করেন। অ্যান্ড্রুজের তিন স্ত্রী। যদিও প্রথম থেকেই যে তাঁর জীবনে তিনজন মহিলা ছিলেন তা নয়। কয়েকবছর আগে প্রথম স্ত্রী স্টেফনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন অ্যান্ড্রুজ। এরপর রোজি নামে এক মহিলার প্রেমে পড়েন অ্যান্ড্রুজ। এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। অনেকেই একটা সম্পর্ক থেকে বেরিয়ে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু অ্যান্ড্রুজ স্রেফ নতুন সম্পর্কে জরিয়েই থেমে থাকেননি। তিনি ঠিক করেন প্রথম স্ত্রী-র সঙ্গে ফের যোগাযোগ করবেন। যেমন ভাবা তেমন কাজ। রোজির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই প্রথম স্ত্রী স্টেফনির কাছে ফিরে যান অ্যান্ড্রুজ। আশ্চর্যভাবে তাঁকে মেনেও নেন স্টেফনি। শুধু তাই নয়, অ্যান্ড্রুজ-এর নতুন প্রেমিকা হয়েছে জেনেও বিশেষ আপত্তি জানাননি স্টেফনি। তিনজনে একসঙ্গে থাকতে শুরু করেন। এরপর রোজিকে বিয়েও করেন অ্যান্ড্রুজ। পাকাপাকি ভাবেই তাঁদের একসঙ্গে থাকা শুরু হয়। এভাবেই কয়েক মাস কাটতে না কাটতে, অ্যান্ড্রুজ-এর দিজারা নামে এক মহিলা সঙ্গে আলাপ হয়। আলাপ থেকে প্রেম, তারপর বিয়ে। বাড়িতে দুই স্ত্রী থাকা সত্ত্বেও দিজারাকে বিয়ে করেন অ্যান্ড্রুজ। অথচ এবারেও কোনও আপত্তি তোলেননি অ্যান্ড্রুজ-এর প্রথম স্ত্রী স্টেফনি। বরং রোজির মতো দিজারাকেও আপন করে নিন তিনি। রোজিও পুরো ব্যাপারটা সহজেই মেনে নেন। তিন স্ত্রী-কে নিয়ে এক জায়গাতেই থাকতে শুরু করেন অ্যান্ড্রুজ। এখন প্রশ্ন হচ্ছে, অ্যান্ড্রুজ-এর এই বিয়ে নিয়ে কেন আপত্তি তোলেন না তাঁর আগের স্ত্রী-রা?
আরও শুনুন: ব্লাউজ খুলতেই হবে! পরিচালকের নির্দেশে আপত্তি মাধুরীর… কী হয়েছিল তারপর?
উত্তরটা অ্যান্ড্রুজ নিজেই দিয়েছেন। তাঁর দাবি, স্ত্রী-দের যাবতীয় আবদার মেটাতে তিনি সবসময় প্রস্তুত থাকেন। তিনজনকের সমান ভাবে গুরুত্ব দেন। কাউকে অভিযোগের কোনও সুযোগই দেন না অ্যান্ড্রুজ। বরং তিন স্ত্রী যাতে আরও সুখে থাকতে পারেন সেই ব্যবস্থায় তিনি করেন। পেশায় ব্যবসায়ী হওয়ায় টাকা পয়সা নিয়ে তাঁর বিশেষ ভাবনা চিন্তা নেই। তাই নিশ্চন্তে দিন কাটাচ্ছেন তিন স্ত্রীকে নিয়েই। সম্প্রতি স্ত্রী-দের আবদারের তালিকায় যোগ হয়েছে লাখ টাকার এক সার্জারি। তাঁদের দাবি, এই সার্জারি করালে তিনজনকেই আরও মোহময়ী দেখাবে। যেহেতু তিনজন সবসময় একসঙ্গেই থাকেন, তাই তাঁদের স্বভাব চরিত্রও অনেকটাই একরকম হয়ে উঠেছে। স্রেফ বাইরে থেকে দেখতে তিন জনকে তিন রকম। তবে এই সার্জারির পর এই পার্থক্যও প্রায় থাকবে না বললেই চলে। তাই অ্যান্ড্রুজ-এর কাছে বিশেষ কসমেটিক সার্জারির আবদার জানিয়েছেন তাঁরা। বরাবরের মতো এবারও আপত্তি জানাননি অ্যান্ড্রুজ। বলা ভালো, তিনি নিজেও এমনটাই চেয়েছিলেন। তাই যতই খরচ হোক এই সার্জারির করাতে রাজি হয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁরা সকলেই বেশ অ্যাক্টিভ। নিজেদের রোজকার রুটিন হামেশাই নেটদুনিয়ায় ভাগ করে নেন তাঁরা। এই সার্জারির কথাও অ্যান্ড্রুজই জানিয়েছেন। যা দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া।