চাকরি ছাড়ার চিঠি দিলেই বেড়ে যাবে বেতন। তাও একেবারে ১০ শতাংশ। এমনই আশ্চর্য নিয়ম চালু করেছে এক সংস্থা। কিন্তু কেন এমন নীতি নিয়েছে সংস্থাটি? আসুন শুনে নেওয়া যাক।
চাকরি ছাড়ার অন্তত ৬ সপ্তাহ আগে নোটিস দিলেই বেড়ে যাবে মাইনে। শেষ কিছুদিন ওই মাইনে নিয়েই ঘরে ফিরবেন কর্মীরা। সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে এক মার্কিন সংস্থা, যা নিয়ে শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: হরিদ্বারের ঘাটে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ, পুণ্যতীর্থের ‘অমর্যাদা’র অভিযোগে সরব হিন্দুত্ববাদীরা
যে কোনও বিচ্ছেদই বেদনার। স্কুল ছেড়ে চলে যাওয়ার সময় পুরনো বন্ধুদের কথা ভেবে মন ভারাক্রান্ত হয় অনেকেরই। তেমনই দীর্ঘদিন কোনও সংস্থায় চাকরি করার পর সেখানকার পরিবেশও বড় আপন হয়ে ওঠে। তাই পুরনো কোম্পানি ছেড়ে যেতে হলে অনেকেই মানসিক ভাবে অস্বস্তিতে পড়েন। সেই অসুবিধার কথা ভেবেই আমেরিকার এক বাণিজ্যিক সংস্থা এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, কোনও কর্মী চাকরি ছেড়ে দেওয়ার নোটিস দিলেই তাঁকে বাড়তি টাকা দেবে সংস্থা। নেটমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে ওই সংস্থার কর্ণধার জন ফ্রাঙ্কো জানিয়েছেন, ওই সংস্থায় কর্মরত কেউ যদি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই কর্মীর তৎকালীন মাইনে ১০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়। আসলে এভাবেই সেই কর্মীদের উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এর ফলে চাকরির শেষ কয়েকটি দিনও তাঁরা বেশ উৎসাহের সঙ্গেই কাজ করতে পারবেন বলে মনে করেন ওই সংস্থার কর্তৃপক্ষ। তবে শর্ত হল, সংস্থা ছেড়ে চলে যাওয়ার অন্তত ৬ সপ্তাহ আগে চাকরি ছাড়ার নোটিস দিতে হবে। ফ্রাঙ্কোর মতে, কোম্পানি ছাড়ার সময় কারও মনে যাতে দুঃখ না থাকে তাই তিনি এমন নিয়ম বানিয়েছিলেন। তবে এমন নিয়ম তৈরি করার পিছনে আরও এক কারণ লুকিয়ে আছে। সেকথাও নিজেই জানিয়েছেন কোম্পানির কর্ণধার। তাঁর মতে, এমন নিয়মের দরুন হঠাৎ করে কেউ চাকরি ছেড়ে চলে যায় না। ফলত কেউ চলে গেলে তার জায়গায় নতুন লোক খোঁজার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।
আরও শুনুন: ধর্মের বাধা সরাল বিপর্যয়, বন্যাবিধ্বস্ত পাকিস্তানে মুসলিম পরিবারগুলিকে আশ্রয় দিচ্ছে মন্দির
ওই মার্কিন সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নেটমাধ্যমে। নেটিজেনদের অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আবার এই নিয়ম নিয়ে কটাক্ষও করেছেন অনেকে। তবে যে যাই বলুন, এমন নীতি সংস্থাটির পক্ষে বেশ সুবিধাজনক বলেই জানিয়েছেন সংস্থার কর্ণধার।