পাহাড়, সমুদ্র কিংবা বিদেশি শহর। বিয়ে করার জন্য আজকাল কত জায়গাতেই না ছুটে যায় মানুষ। বিশেষত সেলিব্রিটিদের মধ্যে এই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর প্রবণতা বেশ ভালোমতোই লক্ষ করা যায়। কিন্তু মহাকাশে গিয়ে বিয়ে করার কথা কখনও শুনেছেন? শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি ঠিক এমন সুযোগের কথাই ঘোষণা করেছে এক সংস্থা। ঠিক কী বলা হয়েছে? আসুন শুনে নিই।
একেবারে মহাকাশ। সেখানেই এক হবে চার হাত। তারপর সদ্য বিবাহিত যুগল উপর থেকে দেখবে পৃথিবীটাকে। ঠিক এমনই অদ্ভুত বিজ্ঞাপন প্রকাশ্যে এনেছে এক সংস্থা। তাঁদের দাবি, এবার নতুন ওয়েডিং ডেস্টিনেশন হতে চলেছে মহাকাশ।
আরও শুনুন: মাসে ১০ দিন কাজ, বছরে মাইনে ১.৩ কোটি, চাকরির বিজ্ঞাপনে শোরগোল নেটপাড়ায়
শুনতে অবাক লাগলেও সত্যি। ইতিমধ্যেই এই মার্কিন সংস্থার বিজ্ঞাপন ঘিরে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। যেখানে সাধারণ মানুষ মহাকাশে যাওয়ার কথা ভাবতেই পারেন না, সেখানে এরা দাবি করছে মহাকাশে বিয়ে করানোর! তা কীভাবে সম্ভব হবে সেই বিয়ে?
সেকথা একেবারে স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে ওই সংস্থা। মূলত মহাকাশযান সংক্রান্ত জিনিস তৈরি করাই এই সংস্থার কাজ। পাশাপাশি এখানে মহাকাশ বিজ্ঞান নিয়েও অনেকে গবেষণা করতে আসেন। সেইসব বিজ্ঞানীদের সাহায্যেই অদ্ভুত এক যান আবিষ্কার করেছে এই সংস্থা। যান বললে কিছুটা ভুল হবে, কারণ এটি এক বিশালাকায় গ্যাস বেলুন। এর ভিতর অনায়াসে দুজন মানুষ থাকতে পারেন। সংস্থার দাবী, এক বিশেষ উপায়ে ওই বেলুনটিকেই মহাকাশে পাঠানো হবে। একটি উপগ্রহের নির্দিষ্ট কক্ষপথে সেই বেলুনটি ভেসে থাকবে। তবে সেক্ষেত্রে ঠিক করে দেওয়া হয়েছে সময়সীমা। নির্ধারিত সেই সময় পেরিয়ে গেলে বেলুনটি আবার পৃথিবীতে ফিরে আসবে। আসলে বেলুন বলতে আমরা যেমনটা ভাবি এটা ঠিক তা নয়। এ হল বেলুনের মতো দেখতে এক ধরনের মহাকাশযান। যা পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তা এই বেলুনের মধ্যেই বিয়ে সারতে পারবেন কোনও যুগল। তারপর সেখান থেকে পৃথিবীটাকে দেখতে পারবেন। যার জন্য ওই বিশেষ বেলুনে বেশ কয়েকটি জানলা রাখা হয়েছে। আর এইসময় তাঁরা পৃথিবী থেকে প্রায় ১ লক্ষ ফিট উচ্চতায় থাকবেন। তাই সেখান থেকে পৃথিবী দেখা যে সত্যিই এক নৈস্বর্গিক অভিজ্ঞতা, সে কথা বলাই বাহুল্য।
আরও শুনুন: লাখে হয় মোটে এক বার! ৩ সদ্যোজাতই হুবহু এক দেখতে, বিরল ঘটনায় উচ্ছ্বসিত মা-বাবা
তবে এক্ষেত্রে আরও একোতা ব্যাপার রয়েছে। তা হল টিকিটের দাম। সংস্থার তরফে, ওই বিশেষ বেলুনে টিকিটের দাম রাখা হয়েছে ১ কোটি টাকা। কিন্তু তাতে কি! এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে এই টাকা অনায়াসে খরচ করতে পারেন অনেকেই। অন্তত ওই সংস্থার দাবি তেমনটাই। ইতিমধ্যেই নাকি ১০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যদিও এখনই এই বিশেষ সুযোগ মিলছে না। আগামী বছর থেকে বানিজ্যিক ভাবে শুরু হবে এই অদ্ভুত ডেস্টিনেশন ওয়েডিং। সেই দিনের অপেক্ষাতেই বসে আছেন এখনই টিকিট কেটে নেওয়া মানুষজন।