শিবভক্তদের কাছে অমরনাথ যাত্রা অত্যন্ত পুণ্যের। অনেকেই একাধিকবার এই যাত্রায় অংশ নেন। তবে স্রেফ ভারত নয়, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মহাদেবের এই বিশেষ রূপ দর্শন করতে ছুটে আসেন। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে ইউক্রেনের এক মহিলার নাম। সর্বত্র শান্তি ফিরুক, এই প্রার্থনা নিয়েই অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। আসুন শুনে নিই।
বছরে মাত্র কয়েকমাস। ওইটুকু সময়ই দেখা মেলে অমরনাথের। পাহাড়ি গুহায় বরফ জমে তৈরি হওয়া মহাদেবের এই বিশেষ রূপ দর্শণ করতে ভক্তরা ছুটে আসেন। এমনকি ভারতীয় বা হিন্দু কোনওটাই নন, এমন ভক্তও যাত্রায় শামিল হন। চলতি বছরে মিলল সেই নিদর্শণ।
আরও শুনুন: বারবার বলেও ছুটি মেলেনি, রেগে গিয়ে অফিসেই আগুন ধরিয়ে দিলেন মহিলা কর্মী
শিবভক্তের কোনও জাত-ধর্ম হয় না। মনের ভক্তি আর দেবাদিদেবের চরণে নিজেদের সমর্পন করাই তাঁদের পরিচয়। সম্প্রতি এমনই এক ছবি ধরা পড়ল অমরনাথ যাত্রীদের মধ্যে। ভারতীয় বা হিন্দু কোনওটাই নন, এমন কিছু মানুষ এবার শামিল হয়েছিলেন অমরনাথ যাত্রায়। ছিলেন ইউক্রেনের এক মহিলা। বিগত কয়েক মাস ধরে চলা যুদ্ধের জেরে গোটা বিশ্বে এই দেশ চর্চায়। সামগ্রিক ভাবে চরম অশান্তিতে রয়েছেন দেশের বাসিন্দারা। অনেকেই অন্যত্র পালিয়ে গিয়েছেন। কিন্তু যাদের সে সুযোগ নেই, তাঁরা এখনও ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। ভগবানের কাছে সকলেরই প্রার্থণা, যুদ্ধ থামুক, শান্তি ফিরুক। অমরনাথ যাত্রায় শামিল এই মহিলাও সেই একই প্রার্থণা নিয়ে মহাদেবের পুজো দিতে চেয়েছেন। তবে অমরনাথ যাত্রাও যে এত সুন্দর হবে তা আগে ভাবেননি তিনি। তাঁর কথায়, সকলেই কত সহজে তাঁকে আপন করে নিয়েছেন। ভক্তদের এই আচরণে বিশেষভাবে আপ্লুত ওই মহিলা। একইসঙ্গে যত্রাপথে যেসব জায়গায় তিনি বিশ্রামের জন্য থেমেছেন, সেখানেও সুন্দর আতিথেয়তা উপভোগ করেছেন। কোথাও এতটুকু অসুবিধা হয়নি বলেই জানিয়েছেন তিনি। যুদ্ধবিদ্ধস্ত দেশে হাসির দেখা মেলা ভার। তাই অমরনাথ যাত্রায় ভক্তদের মুখে হাসু দেখে বেজায় তৃপ্ত হয়েছেন ওই মহিলা। দেবাদিদেবের কাছে তাঁর প্রার্থনা এভাবেই তাঁর জীবনেও যেন খুশির আবহ নেমে আসে। চারিদিকে যেন ছড়িয়ে পড়ে শান্তি। এছাড়াও দুই মার্কিন বাসিন্দা চলতি বছরের অমরনাথ যাত্রায় শামিল হয়েছিলেন। তাঁরা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত। স্বামীজীর অমরনাথ যাত্রার কথা পড়েই সেখানে যাওয়ার কথা ভাবেন তাঁরা। আর সেখানে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে তাঁদেরও। মহাদেবের কৃপায় পৃথিবীর সর্বত্র শান্তি নেমে আসুক এ প্রার্থনা তাঁদেরও।