শোনা যায়, হৃদয়ে পৌঁছানোর প্রশস্ত পথ নাকি উদরের মধ্যে দিয়ে। সুতরাং প্রেমের দিনে আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য আর ভাবনা কীসের! নিজের হাতেই বানিয়ে ফেলুন লোভনীয় চকোলেট ডেজার্ট। কীভাবে? শুনে নিন।
ভালবাসার মানুষটিকে যতই উপহার দিন, আসল কথা কিন্তু একে অন্যকে ছুঁয়ে থাকা। ভ্যালেন্টাইন্স ডে-তে তাই ভাবতে পারেন এমন কোনও উপহারের কথা, যার মাধ্যমে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে আপনার স্পর্শ। আর এইরকম উপহারের তালিকায় একেবারে সামনের সারিতেই থাকবে নিজের হাতে বানানো কোনও খাবার। আর সেই খাবারের উপাদান হিসেবে যদি চকোলেট থাকে, তবে তো কথাই নেই। এমনিতেই প্রেমের সঙ্গে চকোলেটের একটা নিবিড় যোগ রয়েছে। প্রেমের মাস ফেব্রুয়ারিতে প্রেমের উদযাপনের জন্য এক সপ্তাহ ধরে যে বিশেষ দিনগুলি চিহ্নিত করা হয়, তার মধ্যে সগৌরবে উপস্থিত চকোলেট ডে-ও। অতএব ভ্যালেন্টাইন্স ডে-তে চকোলেট দিয়েই বানিয়ে ফেলতে পারেন একেবারে নতুন স্বাদের ডেজার্ট। আসুন, শুনে নেওয়া যাক এমনই কিছু রোমান্টিক রেসিপি।
আরও শুনুন: করোনাকাঁটায় দোকানের কেক কিনতে অনীহা! বড়দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু কেক
চকোলেটের সবচেয়ে চেনা ডেজার্ট হল চকোলেট কেক ও আইসক্রিম। সহজ রেসিপি চাইলে বাজারচলতি চকোলেট বিস্কুট দিয়েও সহজেই চকোলেট কেক বানিয়ে ফেলা চলে। ঝুঁকি নিতে না চাইলে হাঁটতে পারেন চেনা পথেই। আর যদি ভাবেন নতুন কিছু চেষ্টা করবেন? অন্যরকম রেসিপি চাইলে বানিয়ে ফেলতে পারেন চকোলেট ফাজ কিংবা চকোলেট চিপ কুকিও।
কিন্তু এই সবকটি রেসিপিই বেশ খানিকটা সময় আর মনোযোগ দাবি করে। কিন্তু নিজের রন্ধনবিদ্যার উপর যদি আপনার তেমন আস্থা না থাকে? তাহলেও চিন্তা নেই। বানিয়ে ফেলতে পারেন চকো ট্রিফল। সত্যি বলতে, এই ডেজার্টটি বানাতে আপনাকে কিছু করতেই হবে না। একটি ট্রিফল বোলে সবচেয়ে নিচে রাখুন চকোলেট ব্রাউনি। তার উপরে এক স্তর পুডিং, তার উপরে কুকিজ, আর সবার উপরে হুইপড ক্রিম। চাইলে এই ক্রমেই সাজাতে পারেন একাধিক স্তরও। সবশেষে চেরি অন দ্য টপ-এর কথা ভুলে যাবেন না যেন!
আরও শুনুন: প্রেমদিবসের উপহারের অফার! লিংক ক্লিক করলে সাফ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
চেরি নয়, স্ট্রবেরি ভালবাসেন? তবে আপনাদের জন্য দুর্দান্ত ডেজার্ট হতে পারে চকোলেটমোড়া স্ট্রবেরি। কীরকম? খুব সহজ, তরল চকোলেটে স্ট্রবেরিগুলি ডুবিয়ে তুলে নিন। এবার তার উপরে হোয়াইট চকোলেট দিয়ে কয়েকটা এলোমেলো দাগ টেনে দিন। আধঘণ্টা রেখে দিলেই তৈরি আপনার পছন্দের ডেজার্ট।
রান্না করতে পারেন কি না, খেতে কেমন হবে, এসব প্রশ্ন সরিয়ে রেখে দেখুন, ইচ্ছে থাকলে উপায় কিন্তু মিলেই যাবে। নিজের হাতে বানানো চকোলেট ডেজার্টের স্বাদে প্রেমও জমে যাবে নতুন করে। ভ্যালেন্টাইন্স ডে-র এর চেয়ে ভাল উদযাপন আর হয়?