মাটি থেকে সোজা উঠে গিয়েছে খাড়া পাহাড়। আর সেই পাহাড়ের গায়েই নাকি অনেকটা উঁচুতে রয়েছে এক ঝুলন্ত দোকান। নানারকম খাবার আর পানীয় পাওয়া যায় সেই দোকানে। কোথায় দেখা মেলে এই ঝুলন্ত দোকানের? আসুন, শুনে নেওয়া যাক।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ব্যবিলনের ঝুলন্ত উদ্যান। মাটিতে নয়, মাটি থেকে অনেক উপরে যে একটা আস্ত বাগান গড়ে তোলা যায়, তা শুনেই আশ্চর্য লাগে। অত বড় আকারে না হলেও, এই ঘটনাও কিন্তু কম আশ্চর্যের নয়। যেখানে খাড়া পাহাড়ের গায়ে একটি ঝুলন্ত দোকান বানিয়ে ফেলেছে মানুষই। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। মাটি থেকে সোজা উঠে গিয়েছে খাড়া পাহাড়। আর সেই পাহাড়ের গায়েই ঝুলছে একটি ছোট্ট দোকান। যা মাটি থেকে প্রায় ৪০০ ফুট উপরে। সেই দোকানেই পাওয়া যায় রকমারি খাবারদাবার। মেলে পানীয়ও। কিন্তু অত উঁচুতে দোকান চালান কে, আর সেই দোকানের ক্রেতাই বা কারা? আসুন, তাহলে বরং খুলেই বলা যাক।
আরও শুনুন: আলো নিভলেই সর্বনাশ! যেসব হোটেলে রাত কাটানোর কথা ভুলেও ভাবেন না কেউ
আশ্চর্য এই দোকানটি রয়েছে চিনে। হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টিতে অবস্থিত সিনিউঝাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে এই দোকানটি খুলেছিল ২০১৮ সালে। সেখানেই খাড়া পাহাড়ের গায়ে রয়েছে এই দোকান। ভাবছেন পাহাড়ের ওই অংশে কোনও সমতল অংশ রয়েছে? উঁহু, মোটেই তেমন নয়। পাহাড়ের গায়ে আক্ষরিক অর্থেই ‘ঝুলছে’ দোকানটি। কাঠের তৈরি ছোট্ট সেই ঝুলন্ত দোকানেই পাওয়া যায় টুকটাক খাবার এবং পানীয়। আসলে পর্বতারোহণকারীদের কথা ভেবেই এই দোকানটি খোলা হয়েছিল। যাঁরা পাহাড়ে চড়তে ভালবাসেন, অ্যাডভেঞ্চারের মাঝে তাঁরা এখানে খাবার খেতে পারবেন, পারবেন গলা ভিজিয়ে নিতেও, এই পরিকল্পনা করেই দোকানটি খোলা হয়। জিপলাইন ব্যবহার করে দোকানটিতে জিনিসপত্র নিয়ে যান কর্মীরা। আর খাবার খেতে চাইলে? সেক্ষেত্রে রক ক্লাইম্বিং করেই পৌঁছতে হবে এই দোকানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই দোকানটির ছবি পোস্ট করেন কেউ। সেই ছবি দেখেই বিস্ময়ে চমকে গিয়েছেন নেটিজেনরা।
আরও শুনুন: এক রাতের খরচ ৬১ লাখ! কোন দেশে রয়েছে এমন বিলাসবহুল হোটেল?
আসলে প্রকৃতি মানুষের জন্য যত বিস্ময় সাজায়, মানুষ নিজেও কিন্তু তার থেকে কম যায় না। মানুষের হাতে গড়া সেইসব নির্মাণ অনেকসময়ই চমকে দেয়। এই দোকানটিকেও তেমনই এক বিস্ময় বলাই যায়।