সুন্দর কোনও জায়গায় ঘুরতে গিয়েছেন। অথচ একটাও ছবি তুললেন না। এমনটা হয়তো কল্পনাও করতে পারেন না অনেক পর্যটক। বিশেষত যদি বলা হয়, কেউ নিজস্বী তুলতে পারবেন না। তাহলে নিশ্চয়ই বেজায় চটে যাবেন? অথচ ইটালির এক শহরে এমনই নিয়ম মানতে হয় পর্যটকদের। সেখানে সেলফি তুললেই গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা। তা এমন নিয়মের নেপথ্যে কারণ কী? আসুন শুনে নেওয়া যাক।
চুরি বা ডাকাতি নয়, এই শহরে সেলফি তোলাও চরম অপরাধ। ভুলবশত এই কাজ করলেও গুনতে হবে মোটা টাকা জরিমানা। আর এমন নিয়ম জারি হয়েছে সুন্দর মনোরম পরিবেশে ঘেরা এক বিদেশি শহরে। শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি ইতালির এক শহরে নিজস্বী তুললেই পর্যটকদের দিতে হচ্ছে ২৫ হাজার টাকা।
আরও শুনুন: অদ্ভুত! ছাদ নীচে আর মেঝে উপরে, পৃথিবীর মাটিতে কেন তৈরি হয়েছে এমন বাড়ি?
কথা বলছি, ইতালির পোর্টোফিনো শহর সম্পর্কে। পৃথিবীর সেরার সেরা শহরগুলির মধ্যে অন্যতম এই পোর্টোফিনো। প্রাকৃতিক ভাবেই এখানকার সৌন্দর্য্য নৈসর্গিক। নীল জলরাশির সঙ্গে ঘন সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়। তার মাঝে রংবেরঙের বাড়িঘর। সব মিলিয়ে এই শহরে একবার দেখলে ভোলা সম্ভব নয় বললেই চলে। তাই প্রতিবছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এসে ভিড় জমান এই শহরে। বিশেষত গ্রীষ্মকালে এই শহর হয়ে ওঠে ছবির মতো সুন্দর। কিন্তু সম্প্রতি এই শহরের প্রশাসন অদ্ভুত এক নিয়ম জারি করেছে। সেখানে ঘুরতে যাওয়ায় কোনও বাধা না থাকলেও যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তোলায় কঠোর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যদি সেলফি তোলেন তাহলে দিতে হবে প্রায় ২৫ হাজার টাকা জরিমানা। যদিও এই কারণের নেপথ্যে বেশ গুরুতর সমস্যার কথাই জানিয়েছেন ওই শহরের প্রশাসন।
আরও শুনুন: প্রণামীর ২৮ লক্ষ টাকার কয়েনে নিতে নারাজ ব্যাঙ্ক, আরবিআই-এর দ্বারস্থ মন্দির কর্তৃপক্ষ
আসলে পর্যটকদের সাময়িক বিনোদন রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল ওই শহরের বাসিন্দাদের। যেখানে সেখানে পর্যটকদের নিজস্বী তোলার জেরে যানজট লেগেই থাকতো পোর্টফিনো। আর এতেই সেখানকার বাসিন্দাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটত। তাই একপ্রকার নিয়ম করেই এই শহরে নিজস্বী তোলার রদ করেছে প্রশাসন। বছরের যে সময়টা সবথেকে ভিড় হয়, সেই গ্রীষ্মকালের কয়েক মাস কঠোর ভাবে পালন করা হবে এই নিয়ম। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কোনও পর্যটক যদি সেলফি তোলেন তাহলে মোটা টাকা জরিমানা দিতে হবে তাঁকে। তবে ইতালির এই শহরই শুধু নয়, বিশ্বের আরও অনেক জায়গায় সেলফি তোলা নিষেধ। কিছুক্ষেত্রে পর্যটকদের সুরক্ষার কথা ভেবে এমন নিয়ম রাজি করা হয়েছে। আবার কোথাও স্রেফ পর্যটকদের ব্যবহারে অতিষ্ট হয়েই এমন নিয়ম রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্তে পর্যটকেরা যে একেবারেই খুশি নন সে কথা বলাই বাহুল্য।