একই পরিবারে রয়েছেন ৯ জন মানুষ। আর তাঁদের সকলেরই জন্ম হয়েছে একই দিনে। এদিকে তাঁরা সকলে কিন্তু সম্পর্কে ভাইবোনও নন। তাহলে? আসুন, শুনে নেওয়া যাক।
যমজ সন্তান হলে তাদের জন্ম যে একই দিনে হবে, সে কথা তো বলাই বাহুল্য। কিন্তু দুজন তিনজন নয়, পরিবারের ন’জন মানুষের জন্ম কিনা একই দিনে! আর তাঁরা সকলে যে একে অপরের সম্পর্কে ভাইবোন, তাও তো নয়। মা, বাবা এবং তাঁদের ছেলেমেয়েরা, সকলেরই জন্ম একই দিনে। শুধু তাই নয়, মা-বাবার বিয়ের দিনটিও নাকি সেই একই দিনে। আর এহেন অদ্ভুত কাণ্ডের জেরেই বিশ্বরেকর্ডে নাম তুলেছে পরিবারটি।
আরও শুনুন: পছন্দসই বর খুঁজে দিলেই মিলবে ৪ লক্ষ টাকা! তরুণীর ঘোষণায় শোরগোল নেটপাড়ায়
এমনিতে কার জন্ম যে ঠিক কোন দিনে হবে, সেই দিনটি একেবারে নিশ্চিত করে বলা মুশকিল। যদিও বিজ্ঞানের অগ্রগতির দরুন এখন অনেকেই সিজারের মাধ্যমে সন্তানের জন্ম এগিয়ে বা পিছিয়ে আনেন। কিন্তু এখানে তেমন কিছু করা হয়নি বলেই দাবি ওই পরিবারটির। তা ছাড়া পরিবারটির দুই স্বামী স্ত্রীর জন্মও একই দিনে, সেখানে তো ওই প্রশ্নই উঠছে না। পুরো বিষয়টিকেই কাকতালীয় বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। পাকিস্তানের লারকানা প্রদেশের বাসিন্দা তাঁরা। পরিবারের কর্তা আমির আলি। তাঁর স্ত্রীর নাম খুদেজা। দুজনেরই জন্ম ১ অগস্ট। শুধু তাই নয়, একই দিনে বিয়ে সেরেছিলেন তাঁরা। ১৯৯১ সালের ১ অগস্ট চারহাত এক হয় আমির-খুদেজার। ঠিক ১ বছর পর, ১ অগস্ট জন্ম নেয় তাঁদের বড় মেয়ে সিন্ধু। এরপর একে একে জন্ম হয় সাসুই এবং স্বপ্না নামে দুই যমজ বোনের, এরপর আমির, অম্বর, এবং এরও পরে আরও দুই যমজ ভাই আম্মার ও আহমারের। আর এদের সকলেরই জন্ম হয় ওই একই তারিখে। আমির জানিয়েছেন, একেবারে স্বাভাবিকভাবেই ১ অগস্ট জন্ম নিয়েছে তাঁদের সব সন্তানেরা।
আরও শুনুন: জামার ভিতর বুকের মাঝে লুকানো পাঁচটা জ্যান্ত সাপ! বিমানবন্দরে মহিলাকে দেখে হতবাক নিরাপত্তাকর্মীরা
এই বিরল ঘটনার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে পরিবারটির। গিনেস বুকের তরফে জানানো হয়েছে, একই দিনে একই পরিবারের সর্বোচ্চ সংখ্যক সদস্য জন্মানোর রেকর্ড গড়েছে পাকিস্তানের পরিবারটি। এর আগে এই রেকর্ড ছিল মাঙ্গির ৭টি শিশুর। সেখানে ৭ ভাইবোনের জন্মদিন ছিল একই। কিন্তু একটি পরিবারে মা বাবা এবং তাঁদের সব সন্তানের জন্ম একই তারিখে, এমন ঘটনাকে বিরল ও অভিনব বলেই ঘোষণা করেছে বিশ্বরেকর্ড সংস্থা।