কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তিনি বলে দিয়েছিলেন কোন দুটি দল ফাইনালে উঠবে। সেমিফাইনাল ম্যাচের পর দেখা গেল সত্যিই সেই দুটি দল ফাইনালে মুখোমুখি হতে চলেছে। এবার তিনি জানিয়ে দিলেন, কে হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন? রীতিমতো অঙ্ক কষে তিনি আগাম জানিয়ে দিয়েছেন কোন দলের হাতে আসতে চলেছে ২০২২-র বিশ্বকাপ। আসুন শুনে নেওয়া যাক।
বিশ্বকাপ শুরু হলেই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে শুরু করেন অনেকে। কারও কথা মিলে যায়, আবার কারও দাবি মেলে না। কিন্তু ব্রাজিলের এক ভবিষ্যৎদ্রষ্টা বিশ্বকাপ শুরুর আগেই নির্ভুলভাবে বলে দিয়েছিলেন কোন দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। আর ফাইনালের ম্যাচের আগে তিনিই এবার ঘোষণা করে দিলেন বিশ্বচ্যাম্পিয়নের নাম।
আরও শুনুন: পুতুলের মতো চেহারা চাই! শ-খানেক প্লাস্টিক সার্জারিতে রূপ পালটেছেন এই মানুষ-‘পুতুলে’রা
২০১০ ফুটবল বিশ্বকাপে গোটা বিশ্বে আলোড়ন ফেলেছিল ‘পল’ নামে এক অক্টোপাস। যে কোনও ম্যাচ শুরু হওয়ার আগেই সে সঠিকভাবে বলে দিত বিজয়ী দলের নাম। তারপর থেকে প্রতি বিশ্বকাপেই এমন অনেক ভবিষ্যৎদ্রষ্টাদের উদ্ভব হয়েছে ফুটবল জগতে। যাঁদের অধিকাংশই শুধুমাত্র জনপ্রিয়তার লোভে ভবিষ্যদ্বাণী করতেন। তবে ব্রাজিলের এই ব্যক্তি তাঁদের মধ্যে ব্যতিক্রম। শুধুমাত্র বিশ্বকাপ নয়। এর আগে আরও অনেক ঘটনার সঠিক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। বিশ্বব্যাপী কোভিড মহামারীর আগাম আভাস দেওয়া থেকে আরম্ভ করে ঠিক কবে ব্রিটেনের রানির মৃত্যু হবে, সবকিছুই আগে থেকে বলে দিয়েছিলেন আথোস সালোম নামে এই ব্রাজিলীয় ভবিষ্যদ্বক্তা। সঠিক ভবিষ্যৎ গণনার জন্য অনেকেই তাঁকে ‘নস্ত্রাদামুস’-এর সঙ্গেও তুলনা করেন। এমনকি ব্রাজিলে তাঁর নামই হয়ে গিয়েছে ‘দ্য লিভিং নস্ত্রাদামুস’। কাতার বিশ্বকাপ নিয়েও এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তিনি বলে দিয়েছিলেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। যা হুবহু মিলেও গিয়েছে। এরপর তাঁর দাবি, কার হাতে কাপ উঠবে সেটাও নাকি তিনি নির্ভুলভাবে বলে দিতে পারবেন!
আরও শুনুন: জন্ম ব্রাজিলে, তবু মেসির জন্যই নগ্ন হওয়ার স্বপ্ন দেখেন এই মডেল
তাঁর মতে, অন্যান্য ভবিষ্যৎদ্রষ্টাদের মতো তিনি আন্দাজে কিছু বলেন না। এক বিশেষ পদ্ধতিতে হিসাব করে তিনি ভাগ্য গণনা করে থাকেন। আর সেই গণনা করেই তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপও মেসির জন্য নয়। বরং দুর্ধর্ষ খেলে দ্বিতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হতে চলেছে ফ্রান্স। তাঁর এহেন দাবি শুনেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল মহলে। দল মত নির্বিশেষে বেশিরভাগ ফুটবলপ্রেমীই চাইছেন এই বিশ্বকাপ মেসির হোক। বিশেষত জীবনের শেষ বিশ্বকাপেও কিংবদন্তিকে খালি হাতে ফিরতে হোক, এমনটা চান না কেউই। তবে সালোমের ভবিষ্যদ্বাণী সত্যি হলে সেই আশা আর পূরণ হবে না। যদিও ‘দ্য লিভিং নস্ত্রাদামুস’ এ কথাও মনে করেন যে, ফুটবলে যে কোনও মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। তাই সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে কিছু বলা একেবারেই অসম্ভব।