ভেঙেছে সম্পর্ক। প্রাক্তনের সঙ্গে যোগাযোগও প্রায় নেই। কিন্তু রয়ে গিয়েছে তার দেওয়া পুরনো উপহার। কিংবা ভালোবেসে রেখে দেওয়া প্রাক্তনের ব্যবহার করা কিছু একটা। বিচ্ছেদের পর সেসব জিনিস নিয়ে কী করেন সকলে? উত্তর মিলল সমীক্ষায়। আসুন শুনে নেওয় যাক।
প্রেমপত্র দিয়ে শুরু। সেখান থেকে গোলাপ, চকোলেট, বই পেরিয়ে শাড়ি, পাঞ্জাবী কিংবা পছন্দের অন্য কিছু। প্রেমের সম্পর্কে উপহারের ধরন সময়ের সঙ্গে সঙ্গে খানিকটা এভাবেই বদলায়। কিন্তু পছন্দের মানুষটা চলে গেলে? তখন তো এই উপহারের দিকে তাকানো মানে পুরনো ব্যথায় হাত দেওয়া। সে কাজ অনেকেই তেমন পছন্দ করেন না। তাহলে, কী হয় সেসব উপহারের?
আরও শুনুন: হিন্দু দেব-দেবীকে অপমান করা বন্ধ হোক, নতুন আইন চাইছেন বিজেপি নেতা
পুরনো জিনিসের মায়া কাটানো বড় বালাই। সে মানুষ হোক, বা তার ব্যবহার করা কোনও জিনিস। সহজে ভুলে যাওয়া অনেকের কাছেই খুব একটা সহজ নয়। তবু না ভুলে উপায় কোথায়। অন্তত আগামী জীবনে এগোতে গেলে, পিছনে ফেলে যেতেই হয় পুরনো মায়া। এই নিয়েই সম্প্রতি এক সমীক্ষার আয়োজন হয়েছিল মার্কিন মুলুকে। সম্পর্ক ভাঙার পর প্রাক্তনের দেওয়া উপহার নিয়ে কে কী করেন, সেই উত্তরই খুঁজেছিল ওই সমীক্ষা। অন্তত একবার হলেও বিচ্ছেদের মধ্যে দিয়ে গিয়েছেন, এমন যুবক-যুবতীদেরই এই প্রশ্ন করা হয়। সেখানে দেখা যাচ্ছে, প্রাক্তনের দেওয়া উপহার আগুনে পুড়িয়ে দিতে পছন্দ করেন অন্তত ১২ শতাংশ। একেবারে পুড়ে ছাই হয়ে গেলে সে জিনিসের আর কোনও অস্তিত্ব থাকে না। এদিকে ২৭ শতাংশের দাবি, প্রাক্তনের দেওয়া উপহার দান করে দিয়েছেন তাঁরা। তবে সবথেকে বেশি সংখ্যায় যুবক-যুবতী প্রাক্তনের উপহার ডাস্টবিনে ফেলে দিতেই পছন্দ করেছেন। আর সেই সংখ্যাটা ৫৩ শতাংশ। মোট ২০০০ জনের উপর করা এই সমীক্ষায়, বেশিরভাগেরই দাবি, প্রাক্তনের দেওয়া জিনিস ফেলে দিয়ে বা পুড়িয়ে দিয়েই স্বস্তিতে রয়েছেন তাঁরা। পুরনো সম্পর্কের কোনও চিহ্ন বয়ে নিয়ে যাওয়া নিজের বোঝা বাড়ানো ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন ওই সমীক্ষায় অংশ নেওয়া অনেকেই। আর এই উপহারের তালিকায় কী নেই!
আরও শুনুন: শীত পেরোলেও স্নানে ভয়, প্রতিমাসে মোটা টাকা রোজগার হাতছাড়া হচ্ছে না তো?
কেউ পুড়িয়ে দিয়েছেন প্রাক্তনের সঙ্গে তোলা সমস্ত ছবি, কেউ বা ডাস্টবিনে ফেলেছেন কয়েকশো প্রেমপত্র। এখানেই শেষ নয়, প্রাক্তের উপহার দেওয়া পছন্দের পোশাকও হাসিমুখে দিয়ে দিয়েছেন কাউকে। তবে সকলের ক্ষেত্রেই যে গল্পটা এরকম তা নয়। কয়েকজনের দাবি, পুরনো সম্পর্ক মোটেও ক্ষতিকর ছিল না। কোনও কারণে তা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তার মানে এই নয়, যে প্রাক্তনের দেওয়া উপহার এইভাবে নষ্ট করতে হবে। অনেকে আবার, সারাজীবন প্রাক্তনের স্মৃতি মেশানো জিনিস নিজের কাছে রেখে দেবেন বলেও দাবি করেছেন। গাড়ির চাবি কিংবা ওয়ালেটের মতো উপহার এখনও ব্যবহার করেন, এমন মানুষও রয়েছেন। তবে বেশিরভাগই মনে করেছেন, প্রাক্তনের ব্যবহার করা জিনিস বা তার উপহার দেওয়া কিছু সঙ্গে রেখে দেওয়া নিজেকে কষ্ট দেওয়ার সমান। তাই সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছেন তাঁরা।