রামজন্মভূমিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে দেশজুড়ে সাজো সাজো রব। কিন্তু শুধু দেশেই নয়, গোটা বিশ্বেও যেন ছোঁয়া লেগেছে এই আগ্রহের। কেমন করে? আসুন, শুনে নেওয়া যাক।
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মিলে গিয়েছে সরকারি ছুটি। ভাবছেন, এ আর আশ্চর্য কী! রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশজুড়ে যে উন্মাদনার জোয়ার, সেখানে বিজেপি সরকারের তরফে ছুটি ঘোষণা হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই ২২ জানুয়ারি যোগীরাজ্যের স্কুলগুলিতে ছুটি দেওয়ার কথা শোনাও গিয়েছিল। কিন্তু দেশের ছুটি নিয়ে তো কথা হচ্ছে না। যে ছুটির কথা হচ্ছে, সেই অবসর মিলেছে এক বিদেশি রাষ্ট্রে। সেখানেই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রাম মন্দির উপলক্ষে বিশেষ ছুটি ঘোষণা করেছে সে দেশের সরকার। তাঁরা যাতে বিদেশ থেকেও মন্দির উদ্বোধনের সময় প্রার্থনায় যোগ দিতে পারেন, সে কথা মাথায় রেখেই এই ছুটির ঘোষণা।
কোন দেশের তরফে করা হয়েছে এহেন পদক্ষেপ?
আরও শুনুন : মেয়েদের রামায়ণ কেমন? সীতার চোখ দিয়েই ক্ষমতার ওপিঠে আলো ফেলেছিলেন নবনীতা
জানা গিয়েছে, ২২ জানুয়ারি উপলক্ষে এই ঘোষণা করেছে মরিশাস সরকার। সেই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে খুলে যেতে চলেছে রাম মন্দিরের দরজা। প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালারও। যা নিয়ে উন্মাদনার জোয়ারে ভাসছেন হিন্দু ভক্তরা। প্রাণপ্রতিষ্ঠার লাইভ সম্প্রচার করা হবে, যাতে অন্য কোনও জায়গা থেকেও ভক্তরা তা দেখতে পারেন। এই প্রেক্ষিতেই মরিশাসের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সে দেশের হিন্দুরাও যাতে ওই সময়ে প্রার্থনার শরিক হতে পারেন, তাই দু-ঘণ্টার জন্য ছুটি বরাদ্দ করা হবে সরকারি প্রতিষ্ঠানগুলিতে। আসলে আফ্রিয়াক্র এই দেশটিতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করলেও তাঁদের মধ্যে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, মরিশাসের জনসংখ্যার প্রায় ৪৮.৫ শতাংশ মানুষই হিন্দু। সেই কথা মাথায় রেখেই রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে এহেন সিদ্ধান্ত নিল মরিশাস।
আরও শুনুন : ভাষায় বিভাজন নেই, রাম মন্দির চত্বরে ঠাঁই ২২ ভাষার, আছে আরবিও
তবে কেবল এই হিন্দুপ্রধান দেশটিতেই নয়, রাম মন্দিরের প্রভাব ছড়িয়েছে বিদেশের আরও একাধিক স্থানেই। এর আগেই শোনা গিয়েছিল, রাম মন্দিরের উদ্বোধনের সরাসরি সম্প্রচার হবে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়্যারে। এবার জানা গেল, মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে মোট ৪০টি বিলবোর্ড লাগানো হয়েছে, যেখানে থাকছে রাম ও রাম মন্দিরের ছবি। এই তালিকায় রয়েছে টেক্সাস, ইলিনয়, নিউ ইয়র্ক, নিউ জার্সি, জর্জিয়া, আরিজোনার মতো প্রদেশ। আসলে বিশ্ব হিন্দু পরিষদের মার্কিন শাখার তৎপরতাতেই এই বিলবোর্ড লাগানো হয়েছে। এর মাধ্যমে হিন্দুত্ববাদী সংগঠন বার্তা দিতে চাইছে যে, রাম মন্দিরের প্রতিষ্ঠা ঘিরে প্রবাসী হিন্দুরাও উচ্ছ্বসিত, তাঁরাও এই অনুষ্ঠানে যোগ দিতে চান। রাম মন্দির প্রতিষ্ঠার এক সপ্তাহ আগে থেকেই যে ভারচুয়াল অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, এই মার্কিন রাজ্যগুলি তারই শরিক হচ্ছে বলে এবার ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ।