রাস্তার ধারে চা বিক্রি করছেন দুই যুবক। এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু যদি দেখেন, চা তৈরির সামগ্রী তাঁরা সাজিয়ে রেখেছেন একটা গাড়ির ডিকিতে। আর সেই গাড়ি কোনও সাধারণ গাড়ি নয় একেবারে ৭০ লাখের বিলাসবহুল গাড়ি। তাহলে নিশ্চয়ই অবাক হবেন? কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক এমনটাই। বিলাসবহুল গাড়িতে চড়েই চা বিক্রি করতে আসছেন দুই যুবক। কোথায় ঘটেছে এই কাণ্ড? আসুন শুনে নিই।
বিলাসবহুল গাড়ি অনেকেরই থাকে। সাধারণত সেইসব গাড়ি চড়ে মানুষ ঘুরতে যান। কিন্তু বিলাসবহুল গাড়িতে কাউকে চা বিক্রি করতে দেখেছেন? সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে ধরা পড়েছে এমনই ছবি। ৭০ লাখের গাড়িতে চড়েই চা বিক্রি করতে হাজির দুই যুবক।
আরও শুনুন: নিষিদ্ধ হতে পারে মাছ-মাংস-মদ! অযোধ্যায় নতুন নিয়ম চালুর পথে যোগী আদিত্যনাথ
এই দৃশ্য যে একেবারেই সাধারণ নয়, তা বলাই বাহুল্য। তাই ইতিমধ্যেই নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়েছে ওই চা-ওয়ালা দের নিয়ে। ‘অডি-চাওয়ালা’ নামেই তাঁরা পরিচিত। মুম্বইয়ের জনবহুল এক রাস্তার ধারে তাঁদের অস্থায়ী চায়ের দোকান। দুজনে চা বিক্রি করতে আসেন গাড়ি চড়ে। আর সেই গাড়ির জোরেই তাঁরা নেটদুনিয়ায় পরিচিত হয়ে উঠেছেন। আসলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য নতুন কিছু করতেই হতো। তখনই এই অদ্ভুত পরিকল্পনার কথা মাথায় আসে তাঁদের। যা একেবারেই অন্যরকম এবং অভিনব। যদিও সাধারণ কারও পক্ষে এমন নতুন ধাঁচে ব্যবসা শুরু করা সম্ভব নয়। কারণ এতদামি গাড়ি সবার গ্যারেজে থাকা অস্বাভাবিক। তবে এই দুই যুবক তা করে দেখিয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দেশের নানা প্রান্তে চা বিক্রি কেন্দ্র করে নতুন ব্র্যান্ড গড়ে উঠেছে। তাই তাঁরাই বা বাদ থাকেন কেন। কিছুদিনের মধ্যে দেশের অন্যান্য রাজ্যেও এই ‘অডি-চাওয়ালা’-র শাখা খুলতে চলেছেন তাঁরা। আগামী কয়েক বছরে তাঁরাও ব্র্যান্ড হয়ে উঠতে পারবেন বলেই আশা করছেন।
আরও শুনুন: ‘আমার ভাই-ই সেরা’, যোগীরাজ্যে এনকাউন্টারের পর আদিত্যনাথের প্রশংসায় মুখর ‘গ্যাংস্টার’ অভিনেত্রী
তাঁদের দোকানে কুড়ি টাকা থেকে চায়ের দাম শুরু। তবে আরও বেশি দামের চা বা কফিও পাওয়া যায় এই দোকানে। মূলত বিলাসবহুল গাড়িতে চড়ে চা বিক্রি কkরার জন্যই তাঁরা এতটা পরিচিতি পেয়েছেন। সেইসঙ্গে প্রচারের জন্য বেশ কিছু অভিনব স্লোগানও ব্যবহার করেন তাঁরা। নেটদুনিয়াও এই উদ্যোগকে বেশ অভিনব বলেই মনে করেছে। অনেকেই তাঁদের এই ব্যবসায়িক বুদ্ধির তারিফ করেছেন। তবে কটূক্তি করতেও ছাড়েননি নেটদুনিয়ার একাংশ। এত দামি গাড়ি সাধারণ কারও পক্ষে চড়া সম্ভব নয়, সেখানে এঁরা এই গাড়ি চড়ে চা বিক্রি করছেন, এই ঘটনা অনেকেরই ঠিক পছন্দ হয়নি। যদিও এতে ওই দুই যুবকের বিশেষ যায় আসেনি। তাঁরা মন দিয়ে ব্যবসাটাই করতে চান। আগামী দিনে দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের শাখা খোলাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।