মদ্যপান স্বাস্থের পক্ষে ক্ষতিকর। অধিকাংশ চিকিৎসকই এমনটা মনে করেন। তবে মাঝে মধ্যে একটু আধটু সুরাপানের অভ্যাসও অনেকেরই রয়েছে। কারও ক্ষেত্রে সেই অভ্যাস আবার প্রতিদিনের। সম্প্রতি এই মদ্যপানের দৌড়ে কোনও দেশের মানুষ কত নম্বরে দাঁড়িয়ে তা জানতেই করা হয়েছিল সমীক্ষা। সেখানে ভারতের স্থান হল কোথায়? আসুন শুনে নিই।
পুরাণের গল্প হোক বা হালের সিনেমা, মদ্যপানের প্রসঙ্গ প্রায়শই উঠে আসে। স্বয়ং দেবতারাও যেমন সুরাপান করতেন, গল্পের নায়ক বা খল চরিত্রটিরও তেমনই মদ্যপানের অভ্যাস রয়েছে। বাস্তবেও সেই ছবি কিছুমাত্র আলাদা নয়। নিয়মিত মদ্যপানের অভ্যাস অনেকেরই রয়েছে। যদিও বেশিরভাগ চিকিৎসকের মতেই, এই অভ্যাস মোটেও শরীরের জন্য হিতকর নয়। কিন্তু সে কথা শুনছে কজন?
আরও শুনুন: ধর্মের ভেকে ঢাকা অপরাধ, দর্শকের মগজে টোকা দিয়ে রাজ যেন বললেন ‘হ্যালো স্যার’
সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে কোন দেশের মানুষ মদ্যপানের জন্য বছরে কত টাকা খরচ করেন সেই তথ্য। তালিকায় রয়েছে ভারতের নামও। তবে তা যথেষ্ট নীচের দিকেই। সবার উপরে রয়েছে বেলারুশের নাম। সমীক্ষায় দেখা গিয়েছে, সে দেশের মানুষজন সারা বছরে গড়ে ১৫ লিটার মদ্যপান করেন। যার জন্য খরচ হয় কয়েক লক্ষ টাকা। এরপরেই রয়েছে লিথুয়ানিয়া। তালিকায় প্রথম পাঁচে স্থান পেয়েছে ফ্রান্স এবং রাশিয়াও। এইসব দেশের নাগরিকরা গড়ে ১২ থেকে ১৪ লিটার মদ্যপান করেন বলেই জানাচ্ছে সমীক্ষা। সেইসঙ্গে তালিকায় উপরের দিকেই রয়েছে কিছু দ্বীপের নাম। বিশেষত মলদ্বীপ বা ওই ধরনের কিছু দ্বীপপুঞ্জ। সেখানে প্রতিবছর হাজার হাজার পর্যটকেরা ভিড় জমান স্রেফ বিনোদনের স্বার্থে। মদ্যপান সেখানে খুব সাধারন এক অভ্যাস। তাই এইসব জায়গাতেও বছরে গড় মদ্যপানের নজির বেশ ভালই। তবে তলিকার নীচের দিকে থাকলেও অবশ্যই বলতে হয় ব্রিটেনের কথা। বরাবরই সে দেশের মানুষজন সুরাপানে বিশেষভাবে অভ্যস্থ। এখনও মদের পিছনে ব্রিটিশদের গড় খরচ ৬৬ লক্ষ টাকা। তবে সমীক্ষায় দেখা যাচ্ছে বিগত কয়েক বছরে সে দেশে মদ্যপানের প্রবণতা কিছুটা হলেও কমেছে।
আরও শুনুন: সুস্মিতার ‘তালি’ সিনেমার নেপথ্যে গৌরী, কেন তাঁর জীবন উঠে এল পর্দায়?
ভারতীয়দের ক্ষেত্রে মদ্যপানের প্রবণতা সেই তুলনায় বেশ কম। মদ্যপানের তালিকায়, দেশের স্থান ১০৪-এ। সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতীয় সুরাপ্রেমীরা গড়ে ২ থেকে ৩ লিটার মদ্যপান করেন সারা বছরে। যা কখনই লক্ষ টাকা খরচের সমান নয়। আবার ভারতীয় উপমহাদেশে খুব দামী মদের চল নেই বললেই চলে। তাই এ দেশের নাগরিকদের মদের পিছনে খরচ অন্যান্য দেশের তুলনায় নামমাত্র। পাশাপাশি ভারতের বেশ কিছু রাজ্যে মদ্যপান নিষিদ্ধ। সব মিলিয়েই প্রথম বিশ্বের দেশগুলোর তুলনায় ভারতীয়দের মধ্যে মদ্যপানের প্রবণতা যথেষ্টই কম।