ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। গদিচ্যুত শেখ হাসিনা। ছেড়েছেন দেশ। বাংলাদেশে জারি সেনাশাসন। হাসিনা সরকারের পতনের কথা আগেভাগেই জানিয়েছিলেন জ্যোতিষী। সোশাল মিডিয়ায় এমনই দাবি তাঁর। ঠিক কী বলেছিলেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বাংলাদেশ সেনার একাংশ। ৪৯ বছর পর সেই আগস্টেই নাটকীয় পটবদল ওপার বাংলায়। আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এমনটা যে হতে পারে আগেভাগেই জানিয়েছিলেন বলে দাবি জ্যোতিষীর।
:আরও শুনুন:
ভাঙল মূর্তি, বঙ্গবন্ধুর হিন্দু-মুসলিমকে রক্ষার কর্তব্য মনে রাখবে তো ‘নতুন’ বাংলাদেশ?
আন্দোলনে বির্পযস্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছাড়তেই গণভবনের দখল নিয়েছেন আন্দোলনকারীরা। চলেছে দেদার লুঠপাট। ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি। নেটদুনিয়ায় ছড়িয়েছে সেই ছবি। যা নিয়ে রীতিমতো চর্চা চলছে সর্বত্র। সেইসঙ্গে এক জ্যোতিষীর টুইট নিয়ে জোর চর্চা চলছে। তাঁর দাবি, শেখ হাসিনাকে এ ব্যাপারে আগেভাগেই সতর্ক করেছিলেন তিনি। নিজের পুরনো একটি টুইট সামনে এনেছেন তিনি। ২৩ সালের ডিসেম্বরে করা সেই টুইটে তিনি জানিয়েছিলেন, ২০২৪ এর জুন-আগস্ট অবধি নানা সমস্যায় পড়তে পারেন হাসিনা। এমনকি তাঁর বিরুদ্ধে হত্যার চক্রান্তও হতে পারে বলে। তাঁর কথাই হুবহু মিলে গিয়েছে। সোশাল মিডিয়ায় পরেশনাথ কিনি নামে ওই জ্যোতিষী বেশ জনপ্রিয়। এর আগেও বিভিন্ন ভবিষ্যৎবাণী করে তাক লাগিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়েও তিনি যেভাবে আগাম আভাস দিয়েছিলেন, তা জানতে পেরে রীতিমতো অবাক নেটদুনিয়া।
:আরও শুনুন:
বিপদে বন্ধু হয়ে রক্ষা করেছে দামাল হাতি, মৃত্যুপুরী থেকে ফিরে বললেন ওয়ানড়ের বাসিন্দা
তবে এই মুহূর্তে সকলের নজর বাংলাদেশে এরপর কী হয় সেদিকে। জ্যোতিষীর পোস্টেও সবাই সেই খোঁজ করেছেন। যেভাবে বাংলাদেশ পরিস্থিতির কথা আগেই জানিয়েছিলেন পরেশনাথ, সেভাবেই ওপার বাংলার ভবিষ্যৎ জানিয়ে দিন পরেশনাথ। যদিও সে ব্যাপারে কোনও মন্তব্য করেননি জ্যোতিষী। এদিকে, বাংলাদেশ পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। সেনাশাসন জারি হলেও, সরকার কীভাবে তৈরি হবে, কারা সেখানে থাকবেন সে ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ওপার বাংলার কৃতীরাই। তবে পরস্থিতি কবে স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে ওপার বাংলা। একইসঙ্গে এর প্রভাব পড়েছে ভারতেও। পড়শি দেশের অবস্থা নিয়ে আলোচনায় সেরেছেন মোদি-জয়শঙ্কর। সর্বদলীয় বৈঠকও হয়েছে বিষয়টি নিয়ে। উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই আবহে সোশাল মিডিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পরেশনাথের ওই টুইট।
I have Already predicted Sheikh Haseena will be in trouble in August 2024 ,
Is she flee her country !!!! https://t.co/WePWMaOOkP— Prashanth Kini (@AstroPrashanth9) August 5, 2024