দান করলে পুণ্য হয়। শাস্ত্রেই এমন উল্লেখ মেলে। তবে বিশেষ কিছু জিনিস রয়েছে যা দান করা কোনওভাবেই উচিত নয়। এতে সংসারের মারাত্মক ক্ষতি হতে পারে। একইসঙ্গে আর্থিক জীবনেও ব্যপক প্রভাব পড়তে বাধ্য। জ্যোতিষমতে কোন কোন জিনিস দান করা উচিত নয়? আসুন শুনে নিই।
যে কোনও ব্রতের দিনে দান করা অত্যন্ত শুভ। এমনটা শাস্ত্রজ্ঞরা বলেই থাকেন। বিশেষ কিছু ব্রতে দান করা আবশ্য নিয়মের মধ্যেও পড়ে। তবে দান বললেই যে কোনও জিনিস নয়। কারণ এমন কিছু জিনিস রয়েছে যা দান করলে পুন্যের বদলে পাপের বোঝা বাড়বে। যার দরুণ যে কারও জীবনে নেমে আসতে পারে অন্ধকার ছায়া।
আরও শুনুন: ব্রতের পুণ্যে কাটে বাধা, চলতি বছরে শিবরাত্রির দিনক্ষণ জানেন?
অনেক সময় গ্রহের ফের কাটাতে দানের কথা বলেন জ্যোতিষীরা। কেউ কেউ বিশেষ কোনও প্রাণীকে খাওয়ানোর কথাও বলেন। তবে দুই ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে কী দান করা হচ্ছে। কারণ এর উপরই নির্ভর করে দাতার ভাগ্য। জ্যোতিষমতে দুটি বিশেষ জিনিস কখনও কাউকে দান করা উচিত না। করলেও তার বিনিময়ে সামান্য কিছু মূল্য নিয়ে নিতে হবে। কোনওভাবে বিনামূল্যে এইসব জিনিস কাউকে দিতে নেই। শুধু জ্যোতিষ বললে ভুল হবে। অন্যান্য লৌকিক কথাতেও এমন নিয়ম প্রচলিত রয়েছে। বিশেষ করে প্রণয়ের সম্পর্ক রয়েছে এমন কাউকে এইসব জিনিস দান করা একেবারেই উচিত নয় বলে মনে করেন জ্যোতিষীরা। তালিকায় সবার উপরে রয়েছে খারাপ হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া জিনিস। অনেক সময় পুরনো ভাঙা জিনিসপত্র দান করে দেওয়া হয়। কোনওক্রমে তা দিয়েই কাজ চালিয়ে নেন অসহায় গরীব দুঃখীরা। কিন্তু এমনটা করলে উপকারের বদলে অপকারই হবে দাতার। আর্থিক সমস্যা থেকে শুরু করে নানা অসুবিধা হতে পারে। একইভাবে কাউকে পচা খাবার দিলেও হতে পারে সমস্যা। সেই খাবার যিনি খাবেন তাঁর শরীর খারাপ তো হবেই, কিন্তু যিনি সেই খাবার দিলেন তিনি দেবী লক্ষ্মীর কোপে পড়তে পারেন। তাই জেনেবুঝে কাউকে নষ্ট হয়ে যাওয়া খাবার না দেওয়াই উচিত।
আরও শুনুন: নাম জপ থেকে অষ্টোত্তর শতনাম, সাধনায় কী গুরুত্ব ১০৮ সংখ্যাটির?
তালিকায় এরপরেই রয়েছে রান্নার জন্য ব্যবহার করা তেল। রান্নার পর অতিরিক্ত তেল অনেক বাড়িতেই জমিয়ে রাখার হয়। সেই তেল ভুল করেও কাউকে দান করা উচিত নয়। এতে ভয়ানক ক্রুদ্ধ হন শনিদেব। তাঁর কোপ পড়লে সর্বনাশ হতে বাধ্য। তাই এই জিনিস দান করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা উচিত। এছাড়া বন্ধু বা প্রেমিক-প্রেমিকাকে কয়েকটা জিনিস বিনামূল্যে দান করতে নেই। যার মধ্যে, রুমাল, পেন, ঘড়ি এইসব রয়েছে। প্রয়োজনে উপহার হিসেবে দিলেও তার বিনিময়ে সামান্য কিছু চেয়ে নিতে হয়। এছাড়া বাস্তুমতে, কাউকে অ্যাকোরিয়াম দান করতে নেই। এমনকি দেশলাই বাক্সও বিনে পয়সায় কাউকে দেওয়া উচিত নয়। তাই দান করলেও কী জিনিস দান করা হচ্ছে তা নিয়ে সদা সর্তক থাকাই বুদ্ধিমানের কাজ।