এটিএম থেকে টাকা চুরি শুনেছেন। তাই বলে গোটা এটিএম মেশিনটাকেই উপড়ে ফেলা! এ তো চোর নয়। সাক্ষাৎ ডাকাত। তা-ও আবার বুলডোজার এনে চলল লুঠপাট। কোথায় ঘটল এই ঘটনা? আসুন, শুনে নিই।
টাকাপয়সা উপার্জনের জন্যই তো সারাদিনের এত খাটাখাটনি, পরিশ্রম। আবার এই টাকাপয়সার জন্যই দুনিয়া জুড়ে এত লুটপাট, হানাহানি। এবার সেই অর্থ হাতাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলল একদল ডাকাত। এটিএম লুটপাটের ঘটনা প্রায়শই সামনে আসে। তাই বলে বুলডোজার এনে গোটা এটিএম বুথটাকেই উপড়ে ফেলার ঘটনা বোধহয় এর আগে শোনা যায়নি।
আরও শুনুন: বৈশাখে শেষমেশ খুলল কপাল! আড়াই কোটি টাকার লটারি জিতে ঘুম উড়ল ব্যক্তির
রীতিমতো প্রস্তুতি নিয়েই এসেছিল সেই ডাকাত দল। কারণ সঙ্গে করে নিয়ে এসেছিল তারা গোটা একটি বুলডোজার। সাধারণ ভাবে কোনও কিছু ভাঙাভাঙির কাজে বা ধ্বংসস্তূপ পরিষ্কারে ব্যবহৃত হয় এই যন্ত্রটি। আর সেই বুলডোজার দিয়েই রীতিমতো বুথটাকেই গুঁড়িয়ে দিয়েছে তারা। বুলডোজারের গুঁতোয় ভেঙে গিয়েছে এটিএম মেশিনও। তার পর চলেছে লুটপাট। আর এই পুরো ডাকাতি পর্বটাই ধরা পড়েছে এটিএম বুথে থাকা সিসিটিভি ক্যামেরায়। যা পরে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
রবিবার মহারাষ্ট্রে ঘটেছে এই ভয়ঙ্কর চুরির ঘটনা। সোশ্যাল মিডিয়ায় সেই লুঠের ফুটেজ দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বিশালাকার বুলডোজার এনে এটিএম চুরি। এমন ঘটনা বোধহয় সচরাচর দেখা যায় না। নেটিজেনদের কেউ কেউ আবার মজা করে গোটা ঘটনাটি স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হায়েস্ট’-এর সঙ্গে তুলনা করেছেন। কেউ বা আবার বলেছেন, ক্রিপ্টো মাইনিংয়ের দুনিয়ায় নতুন আবিষ্কার এই এটিএম মাইনিং। কেউ কেউ অবশ্য এই চুরির পিছনে আর্থসামাজিক অবস্থাকেই দায়ী করছেন। দিনকে দিন আরও খারাপ হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। খাবার থেকে শুরু করে দাম বাড়ছে সব কিছুরই। তার উপরে চাকরিবাকরির বাজারও খুব খারাপ। ফলে বাধ্য হয়েই লোকে চুরির রাস্তা বেছে নিচ্ছে বলে মত জানিয়েছেন সেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।
আরও শুনুন: স্বামীকে খুন করার উপায় নিয়ে লিখেছিলেন প্রবন্ধ, বাস্তবে খুনিই সাব্যস্ত হলেন লেখিকা
তবে এমন অদ্ভুত চুরির ঘটনা বোধহয় নতুন নয়। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশে একটি হার্ডওয়ারের দোকানে চুরির পর দেদার আনন্দে নাচতে দেখা গিয়েছিল একদল চোরকে। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিহারের রোহতাস জেলায় আবার গোটা একটা সেতু চুরি করেই পালায় এক দল চোর। সেই তালিকায় নবতম সংযোজন এই বুলডোজার দিয়ে এটিএম চুরি।