‘ফুলে গন্ধ নেই, এ তো ভাবতেও পারি না’- গৌরীপ্রসন্নর কথায় আর রাহুল দেববর্মনের সুরে এই গানকে কালজয়ী করে রেখেছেন আশা ভোঁসলে। কিন্তু বাস্তবে কোনও কোনও ফুলের গন্ধ এমনই, যে, তা না থাকলেই বুঝি স্বস্তি পাওয়া যেত। কেন? আসুন, শুনে নেওয়া যাক।
বিয়ের আসর থেকে শ্রাদ্ধবাসর, ফুলের সুগন্ধ ছড়িয়ে থাকে সর্বত্রই। কিন্তু পৃথিবীতে এমনও কিছু ফুল রয়েছে, যাদের খ্যাতি সুগন্ধ নয়, দুর্গন্ধের কারণে।
এই তালিকার প্রথম নাম টাইটান আরুম, স্থানীয় নাম ‘বুঙ্গা বাংকাই’। স্থানীয় ভাষায় ‘বুঙ্গা’ শব্দের অর্থ ফুল আর ‘বাংকাই’ শব্দের অর্থ শবদেহ। এই বিশেষ ফুলটির নিজস্ব গন্ধ মানুষের নাকে পচা মাংসের মতো ঠেকে। বিশ্বের সবচেয়ে দুর্গন্ধময় ফুলের তকমা রয়েছে এরই দখলে। শুধু গন্ধই নয়, দৈর্ঘ্য এবং ওজনেও অন্যান্য ফুলকে টেক্কা দিতে পারে টাইটান আরুম। এই ফুল লম্বায় ৮ ফুট থেকে ১০ ফুট, একইসঙ্গে ৫০ থেকে ৯০ কেজি পর্যন্ত হতে পারে একেকটি ফুলের ওজন।]
আরও শুনুন: রঙিন ফুলে ঢাকা, অথচ সায়ানাইডের থেকে ৬০০০ গুণ বিষাক্ত পদার্থ মেলে এই গাছে
বিশ্বের সবচেয়ে বড় ফুল র্যাফলেসিয়ার গন্ধও মোটেই ভাল নয়। লাল রঙের এই ফুলের পচাগলা মাংসের মতো গন্ধে আকৃষ্ট হয় মাছিরা, এবং মাছির মাধ্যমেই এই ফুলের পরাগমিলন ঘটে।
একই দশা ‘ড্রাগন আরুম’ বা ‘ভুডু লিলি’-র। হালকা বেগুনি রঙের পাপড়ি এবং গাঢ় বেগুনি মঞ্জরীর এই ফুলটিকে দেখতে যেমন সুন্দর, এর গন্ধ ততটাই বিকট। পচা মাংসের মতো গন্ধের এই ফুলটিতেও পরাগমিলন সম্ভব হয় মাছির দৌলতেই।
একইরকম তীব্র দুর্গন্ধযুক্ত বুলবোফাইলাম ফেলাইনোপসিস। নিউগিনি দ্বীপের এই স্থানীয় ফুলটি বিশ্বের সবচেয়ে দুর্গন্ধময় অর্কিড বলে খ্যাত। গন্ধের মতোই নজর কাড়ে গোলাপি লাল রঙের এই ফুলের রোমশ পাপড়ি।
ক্যারিয়ন ফ্লাওয়ার বা স্ট্যাপেলিয়া জাইগানটিয়া-কে অবশ্য দেখতে একটি সুন্দর তারার মতো। কিন্তু নাম থেকেই স্পষ্ট, এই ফুলের গন্ধও মৃত পশুর পচা মাংসের মতোই। মাছিরাই ক্যাকটাস জাতীয় এই ফুলটির পরাগসংযোগ ঘটায়।
আরও শুনুন: গন্ধ মাংসের মতো, ওজন অন্তত ৫০ কেজি… কোথায় রয়েছে পৃথিবীর এই প্রাচীন ফুল?
এই ফুলের মতোই আফ্রিকায় ফোটে হাইডনোরা আফ্রিকানা নামের একটি পরজীবী উদ্ভিদ। এই উদ্ভিদের দেহে কোনও ক্লোরোফিল না থাকায় এটি মাটির নিচে জন্মায়। শুধুমাত্র ফুলটি ফোটার পর মাটির উপরে উঠে আসে। আর সেই ফুলের পাপড়ি থেকে তীব্র গোবরের গন্ধ বের হয়। বলাই বাহুল্য, এই ফুলের পরাগমিলনের প্রধান হাতিয়ার গুবরে পোকা।
‘ব্রাজিলিয়ান ডাচম্যান’স পাইপ’ বা অ্যারিস্টোলোসিয়া জাইগানটিয়া নামের ফুলটির গন্ধ আবার বিষ্ঠার মতো। আর ওয়েস্টার্ন স্কাঙ্ক ক্যাবেজের নামেই পরিচয়, আমেরিকার কাঠবেড়ালি-জাতীয় প্রাণী ‘স্কাঙ্ক’-এর শরীর থেকে নির্গত দুর্গন্ধময় পদার্থের মতো গন্ধ রয়েছে এই ফুলটির। পিস লিলি-র মতো দেখতে উজ্জ্বল হলুদ এই ফুলটিকে ‘জলাভূমির লন্ঠন’ বলেও ডাকা হয়।
কথায় বলে, যে ফুল ভালবাসে না, সে হয়তো মানুষ খুন করতেও পারে। কিন্তু এইসব ফুল দেখতে যতই সুন্দর হোক, সেগুলিকে ভাল লাগা কার্যত অসম্ভব। বরং এইসব ফুলের থেকে দূরে থাকতেই চান সকলে।