তিনি ব্রিটেনের রানি। স্বাভাবিক ভাবেই বিভিন্ন জায়গায় তাঁর বিভিন্ন অবস্থার ছবি দেখতে পাওয়া যায়। কিন্তু অদ্ভুত ভাবে তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার কোনও ছবি কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেকেই মনে করেন রানির এমন অবস্থার কোনও ছবিই কখনো তোলা হয়নি। সত্যিই কি তাই? নাকি নেপথ্যে অন্য কিছু! আসুন, শুনে নেওয়া যাক।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর শোকের আবহেই উঠে আসতে শুরু করেছে তাঁর সম্পর্কে জানা অজানা নানা বিষয়। এবার সেই তালিকাতেই নয়া সংযোজন। জানা গিয়েছে, অনেক খুঁজলেও নাকি রানির অন্তঃসত্ত্বাকালীন কোনও ছবি খুঁজে পাওয়া যায় না। কিন্তু চার সন্তান থাকার পরেও অন্তঃসত্ত্বা অবস্থায় রানির কোনও ছবি পাওয়া যায় না কেন? আসছি সে কথাতেই।
আরও শুনুন: রাম মন্দিরের মডেল থেকে কমনওয়েলথ জয়ীদের সই করা জার্সি, নিলামে উঠছে মোদির উপহারসংগ্রহ
রানি দ্বিতীয় এলিজাবেথের রয়েছে চার সন্তান। বর্তমানে তাঁরাও প্রায় সকলেই প্রৌঢ়ত্বের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। সুতরাং এ কথা বলাই বাহুল্য, তাঁদের জন্মের সময় বর্তমান যুগের মতো অন্তর্জালের দৌরাত্ম্য ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফের চর্চায় উঠে এসেছে তাঁদের জন্মের কথা। আর সেই সূত্রেই জানা গিয়েছে এই নয়া তথ্য। এখন যেখানে তারকাদের বেবি বাম্পের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যাওয়াটাই ট্রেন্ড, সেখানে স্বয়ং রানির কোনও বেবিবাম্প-এর ছবি নেই! শুধু যে তাঁর ছবি তোলা হয়নি তাই নয়, রানি অন্তঃসত্ত্বা হওয়ার খবরও কখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলেই জানা গিয়েছে। আসলে মানুষ তার প্রিয় মানুষকে নিয়েই সবচেয়ে বেশি ভয় পায়, আর সেই কারণেই সন্তানের জন্ম ঘিরে কিছু অদ্ভুত সংস্কার সব দেশে সব কালেই রয়ে গিয়েছে। খোদ রাজপরিবারও তার থেকে বাদ পড়েনি। আর রাজপরিবারের সেই রীতিনীতি অনুযায়ীই, সন্তানসম্ভাবনা দেখা দিলে সেই খবর প্রকাশ করা কিংবা সেই সময়কার কোনও ছবি প্রকাশ করার নিয়ম ছিল না। এমনিতেই ব্রিটেনের রাজপরিবার বেশ রক্ষণশীল বলেই পরিচিত। সেই নিয়ম ভাঙার কথা ভাবেননি রানি এলিজাবেথও। তাই ওই অবস্থায় তাঁর কোনও ছবি তোলা হয়নি। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় রানি কোনও অনুষ্ঠানেও অংশ নিতেন না। ফলত সেখানেও রানির ছবি তোলার কোনও সুযোগ পায়নি কেউ। যদিও রানির পুত্রবধূ, অর্থাৎ প্রিন্সেস ডায়ানার হাত ধরেই প্রথমবার ভেঙে গিয়েছিল এই নিয়মের বেড়া।