দেখতে দেখতে চলে এল রাম মন্দিরের উদ্বোধন। ভারতবর্ষের সর্বত্র এখন রামের চর্চা। তাহলে মুদ্রা আর দোষ করল কোথায়? এবার কি নোটেও তাহলে থাকবে রামের ছবি! শুরু হল সেই চর্চা। মতামতের পাল্লা কোন দিকে ভারী? আসুন শুনে নেওয়া যাক।
প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। সেই নিয়ে সাজ সাজ রব চতুর্দিকে। এর মধ্যেই খবর ছড়িয়ে গেল যে, এই উপলক্ষে নতুন একটি নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে গান্ধীর বদলে থাকবেন রামচন্দ্র। নোটের উলটোদিকে থাকবে রামের তির-ধনুক এবং রাম মন্দিরের ছবি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর। এরকম একটি নোটের এ-পিঠ ও-পিঠের ছবি রীতিমত ভাইরাল-ও হয়ে যায়।
-: আরও শুনুন :-
পাঁচ পুরুষ ধরে হিন্দু মন্দিরে ফুলের জোগান, রামলালাকেও ফুল পাঠাবেন অযোধ্যার মহম্মদ
কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে প্রশ্ন করেন যে, এই প্রসঙ্গে অন্যদের মতামত কী? সেই নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই ভারতীয় নোটে রামের ছবি দেখে খুশিই হয়েছেন। কেউ কেউ বলেছেন, রাম তো পবিত্রতার প্রতীক। নোটে রাম থাকলে বরং ভারতীয় মুদ্রা পবিত্রতার ছোঁয়াই পাবে। দেখা যাচ্ছে, বিভিন্ন থ্রেডে এই নিয়ে যে আলোচনার বহর, তাতে একটা বড় অংশ সম্মতি প্রকাশ করেছে। অর্থাৎ রামের ছবি সম্বলিত ভারতীয় নোটে তাঁদের কোনও আপত্তি নেই। অবশ্য দু-একজন একটি অসুবিধার কথাও জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ভারতীয়দের অভ্যাস বেশ গোলমেলে। তাঁরা কোথায় কোথায় যে টাকা রাখেন তার ঠিক-ঠিকানা নেই। টাকায় যদি রামের ছবি থাকে, তাহলে অস্থানে কু-স্থানে টাকা রাখলে ঈশ্বরের অবমাননা হবে। মোটের উপর দেখতে গেলে, বেশিরভাগ মানুষ নেটদুনিয়ায় এই নোটকে স্বাগতই জানিয়েছেন।
आप इस बारे में क्या कहते हैं ?? pic.twitter.com/WkaETNQqTS
— अमित दुबे (@Am_du1) January 15, 2024
কিন্তু বাস্তবে কি সত্যি এরকম নোটের হদিশ মিলেছে? আরবিআই কি এরকম নোটের প্রস্তাব আদৌ এনেছে? খতিয়ে দেখলে জানা যাচ্ছে, এরকম কোনও সম্ভাবনাই নেই। খোদ রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই সংক্রান্ত কোনও তথ্য জানানো হয়নি। অর্থাৎ পুরো ব্যাপারটাই নেটদুনিয়ার কল্পনা। জানা যাচ্ছে, জনৈক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রথম এই পোস্ট করেন। তাঁর উদ্দেশ্য ছিল, তাঁর সম্পাদনার দক্ষতা সকলের সামনে আনার। আরবিআই-এর নামে ভুয়ো খবর ছড়ানো নয়। তবে, ক্রমে ক্রমে যা হওয়ার তাই-ই হয়েছে। নেটদুনিয়ায় এ খবর এ-কান ও-কান হতে হতে হতে শেষ পর্যন্ত এই তত্ত্বে খাড়া হয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক মন্দির উদ্বোধনের দিনে এরকম একটি স্মারক নোট আনছে। যদিও বাস্তবিক তা সত্যি নয়। এর আগে আব্দুল কালাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে যেরকম নোটের ছবি ছড়িয়ে পরেছিল নেটদুনিয়ায়, এও সেরকম। তবে সত্যি না হলেও এখন রামের ছবি-সম্বলিত নোটেই মেতে আছে নেটদুনিয়া।
Someone has misused my creative work to spread misinformation on Twitter. I want to clarify that I do not support or own any of the misinformation they have attributed to my work. It’s important to me that my creativity is not misrepresented in any way. #misinformation… pic.twitter.com/sHEmTlnR0m
— wHatNext 🚩 (@raghunmurthy07) January 17, 2024