রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত টি-ব্যাগ। তা-ও আবার ২৪ বছরের পুরনো। আর সেই টি-ব্যাগেরই দাম উঠল নিলামে সাড়ে ন’লক্ষ টাকা। ভাবতে পারেন? আর কী কী রয়েছে বহুমূল্য জিনিসের তালিকায়? আসুন, শুনে নেওয়া যাক।
তিনি রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রায় সত্তর বছর ধরে ব্রিটেনের তখত ছিল তাঁরই দখলে। দক্ষতার সঙ্গে সামলেছেন সমস্ত রাজ-দায়িত্ব। ব্রিটেনের রাজপরিবারের তিনিই প্রথম সদস্য, যিনি কাজ করেছেন সেনাবাহিনীতেও। সেই রানি প্রয়াত। তাঁর স্মৃতিবিজড়িত সব কিছুই যে দুর্মূল্য তা তো বলাই বাহুল্য। তাই বলে ব্যবহার করা টি-ব্যাগ! আর তাই বিক্রি হল ১২ হাজার ডলারে। বিশ্বাস হচ্ছে না তো? তবে তেমনটাই ঘটেছে সম্প্রতি।
আরও শুনুন: অতিরিক্ত সুন্দরী তাই আটক করেছে পুলিশ, অদ্ভুত দাবী মহিলার
প্রায় ২৪ বছর হয়ে গিয়েছে। উইন্ডসর ক্যাসেলে তখন পেস্ট দমনের কাজ চলছিল। প্রাসাদের বাইরে বসে চায়ের কাপে আয়েসি চুমুক দিচ্ছিলেন রানি। তাঁর ব্যবহৃত সেই টি-ব্যাগটি নাকি পাচার হয়ে গিয়েছিল বিদেশে। রানির মৃত্য়ুর পর সেই টি-ব্যাগেরই দাম উঠল নাকি সাড়ে ৯ লক্ষ টাকা পর্যন্ত। সম্প্রতি একটি ই-কমার্স সাইটে ওই টি-ব্যাগটি নিলামের জন্য তোলা হয়।
রানির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। জায়গায় জায়গায় রানির স্মৃতিতে জ্বালানো হয়েছে মোমবাতি। জানানো হয়েছে শ্রদ্ধাও। বেশ কয়েকটি দেশ শোকদিবসের কথাও ঘোষণা করেছেন। ইতিমধ্যে ব্রিটেনের রাজাপদে শপথ নিয়ে ফেলেছেন এলিজাবেথের পুত্র চার্লস।
আরও শুনুন: নৃশংসতার নজির, বিশেষ ক্ষমতাসম্পন্ন দলিত শিশুর গায়ে গরম খাবার ঢেলে দিলেন শিক্ষক
তবে সেই পাচার হওয়া চা-ব্যাগ কোথা থেকে ফিরে এল হঠাৎ করে? ভাবছেন নিশ্চয়ই।
জানা গিয়েছে, মার্কিন ওই ই-কমার্স সাইটটিতে moo-4024 নামে এক বিক্রয়কারী বিজ্ঞাপনটি দিয়েছিলেন। সেটি যে ব্রিটেনের রাজপরিবারেরই সংগ্রহ, তার প্রমাণও দিয়েছিলেন তিনি। আর তার পরেই সেটি কিনতে উপচে পড়ে ক্রেতাদের ভিড়। ব্যবহৃত ওই টি-ব্যাগের নিলাম থামে সাড়ে ৯ লক্ষ টাকায় গিয়ে। একটি পূর্ণাঙ্গ আকারের রানির মোমের মূর্তিও নিলামে উঠেছিল সাইটটিতে। অন্তত সাড়ে ১২ লক্ষ টাকা দাম উঠেছে সেটিরও। রয়েছে রানির নিজের হাতে করা তাঁর স্বাক্ষর ও রানির ব্যবহৃত এক বার্বি পুতুলও। সেসবও যে আকাশ ছোঁয়া দামে বিক্রি হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। না, এসবকে কেবল জিনিসপত্র ভাবলে কিন্তু ভুল করবেন, রানির স্পর্শ লেগে থারা ঐতিহাসিক নিদর্শন বলেই একে দাবি করেছেন ক্রেতারা। যা আসলে দুর্মূল্য বলেই দাবি করেছেন তাঁরা।