প্রায় ১০ বছর আগে হারিয়ে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন স্ত্রী। নতুন বছরের শুরুতেই অপ্রত্যাশিত ভাবে তাঁর খোঁজ পেলেন ব্যক্তি। এতদিন পর স্ত্রীকে ফিরে পেয়ে আবেগে ভাসলেন স্বামী। স্ত্রীকে কীভাবে খুঁজে পেলেন তিনি? আসুন, শুনে নিই।
মানসিক সমস্যা ছিল স্ত্রী-র। তাই সবসময় তাঁকে নজরে রাখতেন স্বামী। তবু অদৃষ্টের লিখনে ২০১৩ সালে তাঁদের জীবনে ঘটে এক চরম অঘটন। সামান্য অসাবধানতার জেরে স্ত্রী-কে হারিয়ে ফেলেন তিনি। এরপর কেটে গিয়েছে ১০টা বছর। এতদিন অপেক্ষার পর ওই ব্যক্তি ধরেই নিয়েছিলেন, যে স্ত্রীকে আর কখনও ফিরে পাবেন না। কিন্তু সেই আশঙ্কাকে মিথ্যে করে দিয়ে বছরের শুরুতেই খোঁজ পেলেন স্ত্রী-র।
আরও শুনুন: মৃত্যুর গন্ধ পেত এই বিড়াল, ভবিষ্যদ্বাণী করেছিল প্রায় ১০০ মৃত্যুর
বছর ৫৫-র কাহের সিং হরিয়ানার বাসিন্দা। বছর দশেক আগে তাঁর স্ত্রী দর্শিনী হারিয়ে যান। তিনি তখন ছিলেন মানসিক ভাবে অসুস্থ। স্বাভাবিক ভাবেই স্ত্রীকে চোখে চোখেই রাখতেন কাহের। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। বলা যায় মানসিক ভাবে ভারসাম্যহীন হওয়ার দরুন তিনি হারিয়েই গিয়েছিলেন। তারপর থেকে বহু জায়গায় স্ত্রীকে খুঁজেছেন কাহের। কিন্তু কোনও লাভ হয়নি। এমনকী পুলিশের কাছেও মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন, কিন্তু তাতেও কোনও ফল মেলেনি। অপেক্ষা করতে করতে ভেবেই নিয়েছিলেন যে, স্ত্রীকে আর কখনও ফিরে পাবেন না।
এদিকে ২০১৮ সালে কর্ণাটকের এক হোমের কাছে খবর আসে, রাস্তায় নাকি অর্ধনগ্ন হয়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলা ঘুরে বেড়াচ্ছেন। পুলিশের সহযোগিতায় তখুনি সেই মহিলাকে উদ্ধার করেন হোমের কর্ণধার মহম্মদ মুস্তাফা। তাঁরাই মহিলার সেবা করে সুস্থ করে তোলেন। কিন্তু নিজের পরিচয় সম্পর্কে কিছুই বলতে পারেননি মহিলা। অগত্যা সেই হোমেই থাকতে শুরু করেন তিনি। একই সঙ্গে পুলিশ খোঁজ শুরু করে এই কয়েক বছরে কতজন মধ্যবয়স্কা মহিলা নিখোঁজ হয়েছেন। স্বাভাবিক ভাবেই কর্ণাটকের স্থানীয় থানাগুলি কোনোভাবেই উদ্ধার হওয়া মহিলার সঙ্গে, নিরুদ্দেশ হওয়া কারও মিল খুঁজতে ব্যর্থ হন। খবর যায় পাশাপাশি রাজ্যের থানাগুলিতেও। অনেক খোঁজার পর হরিয়ানা পুলিশের সামনে আসে কাহের সিং-এর করা সেই মিসিং ডায়েরিটি। যার বিবরণের সঙ্গে মিলে যায় উদ্ধার হওয়া মহিলার চেহারার গঠন। এরপরই হোমের কর্ণধার মুস্তাফা যোগাযোগ করেন কাহের-এর সঙ্গে। বছরের শুরুতে মুস্তাফার সেই ফোন পেয়েই রীতিমতো চমকে ওঠেন কাহের। সঙ্গে সঙ্গে হাজির হন কর্ণাটকের ওই হোমে। এবং নিশ্চিত করেন ওই উদ্ধার হওয়া মহিলাই তাঁর স্ত্রী দর্শিনী।
আরও শুনুন: ২০২২ সালে নেটদুনিয়ায় সবথেকে বেশি কাকে খুঁজেছেন ভারতীয়রা?
স্বাভাবিক ভাবেই এতদিন পর স্ত্রী খুঁজে পেয়ে আবেগে ভেসেছেন তিনি। যদিও এতগুলো বছর তিনি কোথায় ছিলেন বা কীভাবে জীবন কাটিয়েছেন সেসবের কিছুই বলতে পারেননি দর্শিনী। তবু তাঁকে শেষ পর্যন্ত ফিরে পেয়ে স্বস্তি পেয়েছেন তাঁর স্বামী কাহের।