যে বসন্ত আসার কথা, সচরাচর তা আর আসছে না এ দেশে। নাটকের মতোই সে উধাও হয়ে গিয়েছে দিব্যি। ইদানীং কালে শীত শেষ হতে না হতেই গরমের হলকায় প্রাণ ওষ্ঠাগত। বসন্তের এহেন অন্তর্ধানের নেপথ্য কারণ কী?
বসন্ত এসে গেছে…? উঁহু, এ কথা বোধহয় এখন বলা মুশকিল। কারণ যে বসন্ত আসার কথা, সচরাচর তা আর আসছে না এ দেশে। নাটকের মতোই সে উধাও হয়ে গিয়েছে দিব্যি। আর তার নেপথ্যে কোনও স্বার্থপর দৈত্যের কর্মফল নয়, রয়েছে অন্য কারণ।
আরও শুনুন:
সঙ্গী যখন রোবট, পরকীয়া কি বৈধ? প্রেমের ভাষাও বদলে দিচ্ছে এআই
হ্যাঁ, সেলফিশ জায়ান্টের বাগানে কীভাবে বসন্ত আসা বন্ধ করে দিয়েছিল, সে গল্প তো আমাদের সকলেরই জানা। যে নিতান্ত একা একা বাঁচতে চায়, কারও সঙ্গে জুড়ে থাকতে যে নারাজ, তার জীবন যে আসলে নেহাতই রংহীন। এদিকে বসন্তকাল তো প্রেমের দিন, যে সঙ্গে থাকার গল্প বলে। স্বার্থপর নিঃসঙ্গতায় তাই বসন্তের ঠাঁই হওয়ার কথাও নয়। সে ছিল গল্পের কথা। কিন্তু আশ্চর্যের কথা হল, এই সময়ে দাঁড়িয়ে আমরা যে বসন্তের হারিয়ে যাওয়ার কথা বলছি, তাকেও বোধহয় একভাবে স্বার্থপরতার কর্মফলের সঙ্গেই জুড়ে দেওয়া চলে। কারণ গবেষকেরা বলছেন, বসন্ত হারিয়ে যাওয়ার কারণ আসলে পরিবেশের পরিবর্তন। আর সে পরিবর্তনের জন্য আমরা যে অনেকখানিই দায়ী, নিজেদের বাদ দিয়ে পরিবেশ বা পারিপার্শ্বিকের কথা যে আমরা বিশেষ ভেবে উঠতেই পারি না, সে তো আর বলার অপেক্ষা রাখে না। আর সে কারণেই দিন দিন আরও ক্ষতির মুখেই পড়ছে পরিবেশ, স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়ছে আবহাওয়াতেও।
আরও শুনুন:
বসন্ত কি কেবল পলাশের, সজনে ফুলেরও নয়!
হ্যাঁ, গবেষকেরা স্পষ্টই জানাচ্ছেন, এ দেশ থেকে বসন্ত ক্রমে বিদায় নেওয়ার পথে। ফেব্রুয়ারি মাস থেকেই মোটামুটি যেরকমের আবহাওয়া এখানে দেখা যেত, তাকেই বসন্ত বলা যেত এককালে। কিন্তু ইদানীং কালে শীত শেষ হতে না হতেই গরমের হলকায় প্রাণ ওষ্ঠাগত। উত্তর ভারতে দেখা যাচ্ছে, শীত থেকে গ্রীষ্মের বদল আর ধীরে ধীরে ঘটছে না, বরং আচমকাই বদলে যাচ্ছে ঋতু। জানুয়ারির শীতের পরেই ঝাঁপিয়ে পড়ছে উষ্ণ ফেব্রুয়ারি। গত কয়েক দশক ধরেই এই বদল দেখা যাচ্ছে। গবেষকদের মতে, মানুষের কাজকর্মের দরুন যে পরিবেশের পরিবর্তন ঘটে গিয়েছে, তা-ই এই ঋতুবদলের জন্য দায়ী। কয়লা, পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে গ্রহের উত্তাপ বেড়ে গিয়েছে সামগ্রিকভাবেই। আর তার ফলেই, সারাবছর ধরে উষ্ণতা বৃদ্ধির প্রবণতা দেখা দিচ্ছে। বাকি বিশ্বের মতোই, দেশেও তার প্রভাব পড়ছে স্বাভাবিকভাবেই। তার জেরে কখন গায়েব হয়ে গিয়েছে বসন্তই।