কর্ণাটকের বিজেপি বিধায়ক বাসবরাজ দাদেসুগার। বাসবরাজের ছেলে সুরেশ নিজের জন্মদিনে আটটি কেক কাটেন ছুরির বদলে দামি আইফোন দিয়ে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। নেটাগরিকদের বক্তব্য, এই ঘটনা আসলে ক্ষমতাশালীর ছেলের ক্ষমতাপ্রদর্শন উদাহরণ। বিধায়কের যুক্তি, করোনা বিধি মানতেই না-কি আইফোন দিয়ে কেক কেটেছে ছেলে।
ক্ষমতা থাকলেই কি ক্ষমতাপ্রদর্শন জরুরি? সে জরুরি হোক বা না হোক, ক্ষমতাশালীদের সন্তানেরা, বিশেষত রাজনৈতিক নেতাদের ছেলেমেয়েরা মাঝেমাঝেই এমন সব কাজ করে থাকেন, যার মাধ্যমে তাঁরা যেন বুঝিয়ে দিতে চান, তাঁরা কতখানি ক্ষমতাবান, কত কত অর্থের মালিক। এমনটা করে তীব্র বিতর্কেও জড়ান তাঁরা। এবার তেমনই এক কাণ্ড করে বিতর্কে কর্ণাটকের বিজেপি বিধায়ক বাসবরাজ দাদেসুগারের ছেলে সুরেশ। তিনি এমন কিছু করেছেন যার পর ছিছিক্কার পড়ে গেছে নেটপাড়ায়। কী এমন করেছেন বিজেপি বিধায়কের ছেলে?
বেশি কিছু না, কেবল অভিনব কায়দায় কেক কেটে জন্মদিন পালন করেছেন সুরেশ দাদেসুগার। তবে কি-না আমআদমির মতো কেক কাটেননি তিনি। প্রথমত, করোনা ও লকডাউনের এই বাজারে জন্মদিনের পার্টিতে একসঙ্গে অতি দামি আটটি কেক কেটেছেন। তার চেয়েও বড় কথা, সুরেশ তাঁর হ্যাপি বার্থ ডে-র আটটি কেক কেটেছেন ছুরি দিয়ে নয়, নিজের একটি আইফোন দিয়ে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ নেটাগরিকের বক্তব্য, ক্ষমতপ্রদর্শনের উদ্দেশ্যেই এই বিলাসিতা।
আরও শুনুন: ঘরে জলের কল খুললেই হু হু করে বেরোচ্ছে দিশি মদ? চোখ কপালে গেরস্থের
কারও মন্তব্য, অকারণ অর্থের প্রদর্শন, মানুষ বিচক্ষণতা হারাচ্ছে। কেউ বলছেন, একটুখানি খাবারের জন্য কত মানুষ লড়াই করছেন। বিধায়কের ছেলের বড়লোকিপনা আসলে সেইসব গরিব মানুষকে অপমানের সামিল। দেশের সব দলের রাজনৈতিক নেতাদের সন্তানদের এই ধরনের ক্ষমতাপ্রদর্শন তথা বিলাসিতা স্বাভাবিক হয়ে উঠেছে বলেও বক্তব্য এক নেটাগরিকের। তাঁর আরও বক্তব্য, এরা জানে, বোকাদের এই দেশে এদের মতো প্রতিপত্তিশালীরা যা খুশি তাই করেও পার পেয়ে যাবে। যেহেতু দিনের শেষে এদের রাজনীতিবিদ বাবা-কাকাদের পায়ের কাছে মাথা নোয়াতে বাধ্য অসহায় সাধারণ মানুষ। লজ্জা!
তবে অধিকাংশের নিন্দার পাশে কেউ কেউ বিধায়কের ছেলের পাশেও দাঁড়িয়েছেন। তাঁরা বলছেন, বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে। নেহাত মজা করে আইফোন দিয়ে জন্মদিনের কেক কেটেছেন সুরেশ। তাঁদের আরও বক্তব্য, পয়সা ওড়ালেও বাবার পয়সাই তো উড়য়েছে ছেলে। অতএব, সাত খুন মাফ!
আরও শুনুন: যৌনতাময় ছবি পোস্ট করে চাকরি গিয়েছিল, সেই ছবির দৌলতেই কোটিপতি এই নার্স
ইতিমধ্যে স্বয়ং বিধায়ক বাসবরাজ দাদেসুগার আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দিয়েছেন। বলেছেন, ছেলে নিজের পয়সাতেই জন্মদিন পালন করেছে। তাঁর আরও যুক্তি, করোনা বিধি মানতেই না-কি হাত দিয়ে কেক না কেটে আইফোন দিয়ে কেক কেটেছে ছেলে। নেতার অভিনব যুক্তিতে নেটাগরিকদের বিরক্তি অবশ্য বেড়েছে বই কমেনি।