বাবা-মায়েরা আমাদের ইচ্ছে বা স্বপ্নপূরণের সওদাগর। আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাঁরা কী না করেন! দিনের পর দিন বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের সর্বস্ব উজাড় করে দেন শুধু সন্তানকে খুশি করতে। আর তাই সন্তানেরও দায়িত্ব, মা-বাবার স্বপ্ন পূরণ করা। সম্প্রতি ৮৫ বছরের বৃদ্ধা মা-কে তাজমহল দেখিয়ে ঠিক সেই কাজটিই করলেন এক ব্যক্তি। আসুন শুনে নিই সেই মা-ছেলের গল্প।
ছোট বেলায় আমরা মহাভারতের গল্পে শ্রবণ কুমারের কথা জেনেছি । যিনি তাঁর অন্ধ ও বৃদ্ধ মা-বাবাকে বাঁকে বসিয়ে বেরিয়ে পড়েছিলেন তীর্থযাত্রায়। এভাবেই মা-বাবার স্বপ্ন পূরণ করেছিলেন তিনি। এ তো ছিল বইয়ের গল্প। সম্প্রতি এরকমই একটি হৃদয়গ্রাহী ঘটনার সাক্ষী থাকল নেটদুনিয়া । সৌজন্যে একটি ছবি যা নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রিয়া সিং নামের জনৈক তরুণী। ছবিতে দেখা যাচ্ছে, এক ৮৫ বছরের বৃদ্ধার তাজমহল দেখার ইচ্ছা পূরণের মুহূর্ত। বয়সের কারণে চলাফেরার শক্তি হারিয়েছেন। শুয়ে শুয়েই দেখছেন তাজমহল। আর তাঁর আজীবনের সেই স্বপ্ন পূরণ করেছেন তাঁরই সন্তান।
আরও শুনুন: স্টেশনে ফোন হারিয়েছিলেন বচ্চনের মেক-আপ আর্টিস্ট, পেয়ে ফিরিয়ে দিলেন কুলি
ছবিটি পোস্ট করে প্রিয়া লিখেছেন যে, ওই বৃদ্ধার ছেলে গুজরাট থেকে তাঁর মাকে আগ্রা নিয়ে এসেছেন, তাও আবার স্ট্রেচারে করে, শুধুমাত্র মায়ের এই ইচ্ছেটুকু পূরণের জন্য। ছবিতে মায়ের প্রতি ছেলের ভালোবাসা , আবেগ ভীষণ ভাবে স্পষ্ট। আরও যেটা বেশি স্পষ্ট তা হল, বৃদ্ধার তাজমহল দেখার আনন্দ আর স্বপ্নপূরণের তৃপ্তি। মায়ের প্রতি এই দায়বদ্ধতা দেখে বহু মানুষই বৃদ্ধার ছেলেকে সাধুবাদ জানিয়েছেন এবং ৮৫ বছর বয়সেও বয়সেও নিজের ইচ্ছে বাঁচিয়ে রাখার জন্য বৃদ্ধাকে কুর্নিশ জানিয়েছেন। আবার বহু মানুষ এই ছবিটি শেয়ার করার পাশাপাশি, তাদের মা-বাবার ইচ্ছাপূরণের ঘটনাও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও শুনুন: ছোট হোক স্তনের আকার, আশায় সার্জারির দ্বারস্থ ১৫ হাজার ভারতীয় মহিলা, কেন এই প্রবণতা?
আসলে মানুষ চাইলে কী না পারে! আমরা আমাদের জীবনে, নিজেদের স্বপ্ন পূরণের লক্ষে যতই ব্যস্ত হয়ে পড়িনা কেন, মা-বাবাদের জন্য কিন্তু একটু সময় আমাদের বের করে নেওয়াই উচিত। যে মা-বাবা আমাদের স্বপ্ন পূরণের জন্য সারাজীবন ধরে এত কিছু করেন , তাদের সামান্য ইচ্ছে পূরণ করতে আমাদেরও তো নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করা উচিত, তাই না? এই ছবি কিন্তু আরও একবার সেই কথাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।