শরীরে পোশাক বলতে সামান্যই। স্রেফ স্তন এবং নিম্নাংশ ঢাকা। এমন ছবি অবলীলায় নেটদুনিয়ায় প্রকাশ করছেন সোফিয়া আনসারি। স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে তরতরিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই আধো নগ্নতার আগুণ ঝরিয়েই বছরে ১ কোটি টাকা আয় হয় তাঁর। আবার এই কারণেই চরম বিপাকে পড়েছিলেন সোফিয়া। ঠিক কী হয়েছিল? আসুন শুনে নিই।
কখনও শাড়ি, কখনও আবার সাধারণ পোশাক। কিন্তু সবকিছুতেই ফুটে উঠছে লাস্যময়ী আবেদন। নেটদুনিয়ায় প্রায়শই এমন ছবি দিয়ে থাকেন সোফিয়া আনসারি। তাই প্রথমসারির অভিনেত্রী না হয়েও তাঁর অনুরাগীর সংখ্যা ঈর্ষণীয়। এর জেরে মোটা টাকা রোজগারও হয় তাঁর। কিন্তু সমস্যাও নেহাতই কম হয় না।
আরও শুনুন: প্রতি ইনস্টাগ্রাম পোস্টে আয় দেড় লক্ষ, ২১ বছরেই ২৫ কোটি উপার্জন তরুণীর
দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলায় অভ্যস্ত সোফিয়া। কয়েকবছর আগে ভারতে টিকটক নামে এক সোশ্যাল মাধ্যমের প্রচলন ছিল। সেখানে নিজের লাস্যময়ী আবেদনের জেরে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
সেইসময় তাঁর অনুরাগীর সংখ্যা ছিল কয়েক লক্ষ। তবে এর জন্য তাঁকে রীতিমতো কটাক্ষের শিকারও হতে হয়েছে। বিশেষত বেশ কিছু ইউটিউবার তাঁর ভিডিও নিয়ে চরম ট্রোল করতেন। সকলেই একযোগে দাবি করতেন তাঁকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। তাঁদের যুক্তি ছিল সোফিয়ার ভিডিওতে দেখানো অঙ্গভঙ্গি ও পোশাক, অত্যন্ত অশ্লীল। কিন্তু এইসব যুক্তিতে কোনও পাত্তা না দিয়ে নিজের কাজ চালিয়ে যেতেন সোফিয়া। তবে টিকটক নিষিদ্ধ হওয়ার পর তাঁকে থামতে হয়। বিশেষ ধরনের ভিডিও বানানো বন্ধ করে তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে শুরু করেন। সেখানেও একইরকমভাবে বজায় রাখেন লাস্যময়তা। কখনও স্রেফ অন্তর্বাস পরেই তিনি ছবি পোস্ট করতেন।
কিংবা শরীরের অনেকটাই খোলা রয়েছে এমন ছবি দেওয়ার আগেও দুবার ভাবতেন না সোফিয়া। এতে একদিকে যেমন তাঁর অনুরাগীর সংখ্যা হুহু করে বাড়ত। তেমনই নেটিজেনদের একাংশ তাঁকে রীতিমতো কটাক্ষ করতেও ছাড়তেন না। তবু সবাইকে উপেক্ষা করে নিজের কাজ বজায় রেখছিলেন তিনি। রোজগারও হত যথেষ্ট। স্রেফ এইভাবেই বছরে এক কোটির কাছাকাছি রোজগার হত তাঁর।
আরও শুনুন: ক্যামেরার সামনে সঙ্গম অনেক বেশি যন্ত্রণার, পর্নদুনিয়ার অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী
কিন্তু সেখানেও সমস্যার শেষ ছিল না। নেটিজেনদের কটাক্ষের পাশাপাশি, সোফিয়ার উপর নেমে আসে সোশ্যাল মিডিয়ার বিশেষ গাইডলাইনের খাঁড়া। নিষিদ্ধ করে দেওয়া হয় তাঁর ইনস্টা অ্যাকাউন্ট।
নেপথ্যে যুক্তি হিসেবে সেই অশ্লীলতাকেই দেখানো হয়। তবুও থামেননি সোফিয়া। বেশ কিছু গানের ভিডিওতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এমনকি একটি ওয়েবসিরিজেও অভিনয় করেন সোফিয়া। সেখানেও একইভাবে বজায় ছিল তাঁর লাস্যময়ী আবেদন। এখনও সোফিয়ার অনুরাগীর সংখ্যা যে কোনও প্রথম সারীর অভিনেত্রীকে টেক্কা দিতে পারে। আগামী দিনেও তাঁর জনপ্রিয়তা একইভাবে বজায় থাকবে, এমনটাই মনে করেন সোফিয়া ও তাঁর অনুরাগীরা।