‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’… এ কথা কেবল কবি একা বলেননি। ঘন চুলের আবেদন সকলের কাছেই অমোঘ। আর তাই তো কেশপরিচর্যা করার জন্য কতশত রকমারি শ্যাম্পুর বিজ্ঞাপন চোখ টানে আমাদের। কিন্তু বিজ্ঞাপনে যতই ঝাঁ চকচকে বিদেশি আবহ থাকুক, জানেন কি, শ্যাম্পু কথাটি আসলে এসেছিল সংস্কৃত শব্দ থেকে? আসুন, শুনে নেওয়া যাক, কয়েকশো বছর আগে এক ভারতীয়ের হাতেই কীভাবে তৈরি হয়েছিল আজকের শ্যাম্পু।
সেটা ১৮২৬ সাল। অর্থাৎ প্রায় দুশো বছর আগের কথা। সেই সময়ে বিলেত থেকেই প্রকাশ পেল একটি বই। নাম, “Shampooing, or, benefits resulting from the use of the Indian medicated vepor bath”। অর্থাৎ, “শ্যাম্পু, অথবা ভারতীয় আয়ুর্বেদিক বাষ্পস্নানের উপযোগিতা”। আশ্চর্যের কথা হল, ইংরেজি ভাষায় লেখা এই বইটির লেখক কিন্তু একজন ভারতীয়। দীন মহম্মদ নাম তাঁর। জানা গিয়েছিল, শ্যাম্পু নামে এক আশ্চর্য ওষুধ আবিষ্কার করেছেন এই ভারতীয় ব্যক্তি। সে ওষুধ নিয়মিত সেবন করলে সেরে যায় শরীরের সব ব্যথা যন্ত্রণা। এতটাই নাকি কার্যকর সে ওষুধ, যে, ইংল্যান্ডের অনেক হাসপাতাল পর্যন্ত তাঁর কাছে রোগীদের পাঠাচ্ছে। এমনকি, স্বয়ং রাজা চতুর্থ জর্জ এবং চতুর্থ উইলিয়াম নিজেদের শ্যাম্পুইং চিকিৎসক হিসেবে নিয়োগ করেছেন এই নেটিভকে।
কিন্তু কে এই দীন মহম্মদ? কীভাবে এমন খ্যাতি প্রতিপত্তির শিখরে পৌঁছেছিলেন এক ভারতীয়? আসছি সে কথাতেই।
আরও শুনুন: আপেল থেকেই তৈরি হবে ‘প্লাস্টিক’, তাক লাগানো আবিষ্কার বাঙালি বিজ্ঞানীদের
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে চাকরি নিয়েছিলেন দীন মহম্মদ। অবশ্য সে চাকরি বেশিদিন করেননি। এক সেনানায়কের সঙ্গে তিনি পাড়ি দেন আয়ারল্যান্ডে। সেসময় আয়ারল্যান্ডও ভারতের মতোই ইংল্যান্ডের একটি উপনিবেশ। একটি বাষ্পস্নান কেন্দ্রে আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে যোগ দেন তিনি। আর সেখানেই এই স্নানের পদ্ধতিকে নিজের মতো খানিক অদলবদল করে নিয়েছিলেন দীন মহম্মদ। স্নানের আগে আপাদমস্তক বিভিন্ন ভারতীয় ভেষজ উপাদানের মিশ্রণ লেপে মালিশ করার চল শুরু করেন তিনি। এদিকে হিন্দি ভাষায় মাথায় ম্যাসাজ করার প্রতিশব্দ হল ‘চাম্পি’। সংস্কৃত ‘চপতি’ শব্দ থেকে এসেছে এই কথাটি। আর এই ‘চাম্পি’ বা ‘চাম্পু’ শব্দটিই বিদেশিদের মুখে মুখে ‘শ্যাম্পু’-র রূপ নেয়। ১৮১৪ সালে চাকরি ছেড়ে নিজের মালিকানায় প্রথম ‘শ্যাম্পুইং পার্লার’ খোলেন দীন মহম্মদ। প্রাচীন ভারত থেকে আসা এক বিকল্প চিকিৎসাপদ্ধতি, এই পরিচয়েই গোটা বিলেত জুড়ে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে শ্যাম্পু। আর অবশেষে খোদ রাজার চিকিৎসক হয়ে বসেন ভারতের এক সাধারণ নেটিভ।
আরও শুনুন: গরমে রোদের তেজে ঝলসে যাচ্ছে ত্বক! ঘরোয়া উপায়ে পোড়া দাগ তুলবেন কীভাবে?
তাঁর নিজের জন্মভূমি যে জাতির পদানত, তাদের দেশে গিয়েই প্রভূত প্রতিপত্তি অর্জন করেছিলেন পরাধীন দেশের এক কালো মানুষ। আজও সে দেশ তাঁকে মনে রেখেছে শ্যাম্পুর জনক হিসেবে। ভারতশাসক ইংরেজদের বুঝি এইভাবেই সেদিন একটা পালটা জবাব দিয়েছিলেন দীন মহম্মদ।