সিনেমার পর্দা ছাড়া, তাঁর দেখা মেলা ভার। জন্মদিনে এক ঝলক তাঁকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ ঠায় দাঁড়িয়ে থাকেন। সেই তিনি, অর্থাৎ বলি-বাদশা জবাব দিয়েছেন টুইটারে। ফ্যানের জন্য এ কী কম কথা! আর তাই আজব কাণ্ডই করলেন জনৈক ‘জাবরা ফ্যান’। কী করলেন? আসুন শুনি সেই ফ্যানের কীর্তি।
ফ্যানের কাছে তাঁর স্বপ্নের নায়কই ঈশ্বরতুল্য। তাঁকে এক ঝলক দেখা কি তাঁর অটোগ্রাফ পাওয়ার বাসনা ভক্তরা মনে মনে লালন করেন। এক কালে তো প্রিয় নায়ক-নায়িকার একটা মনের মতো ছবিই ছিল মূল্যবান সম্পদ। সে দিন অবশ্য গিয়েছে। সোশ্যাল মিডিয়ার জমানায় প্রিয় নায়কের ছবি, ভিডিও আজকাল আকছার পাওয়া যায়। তাই বলে সরাসরি তাঁর থেকে টুইটারে উত্তর পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়। আর তা পেয়েই আনন্দের বাঁধ ভেঙেছে এক ভক্তের। শাহরুখের কমেন্ট রীতিমতো ফটোফ্রেমে বাঁধিয়ে রেখেছেন তিনি।
আরও শুনুন: তাঁর জন্য প্রেমের সিনেমা চলে না, তাহলে? খোলসা করলেন খোদ শাহরুখ
যুগের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন সক্রিয় থাকেন অনেক জনপ্রিয় অভিনেতাই। শাহরুখও ব্যতিক্রম নন। সম্প্রতি নিজের টুইটার মাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন ১৫ মিনিটের জন্য যে কেউ তাঁকে প্রশ্ন করতে পারে। সমস্ত প্রশ্নের উত্তরই নাকি তিনি নিজেই দেবেন। সেখানেই শাহরুখকে একটি প্রশ্ন করেছিলেন জনৈক শাহরুখ-ভক্ত। প্রতিশ্রুতি মতোই সেই প্রশ্নের উত্তরও দেন বলিউডের বাদশা। যা দেখে আনন্দে আত্মহারা হয়ে যান সতীশ নামে ওই ব্যক্তি।
ফ্যান বা ভক্তদের খুবই গুরুত্ব দেন শাহরুখ। বহুবার দেখা গিয়েছে হাসিমুখে তিনি ফ্যানদের আবদার মেটাচ্ছেন। এমনকী আরিয়ান কাণ্ডের সময়, ওই বিপর্যয়ের মধ্যেও ফ্যানদের উদ্দেশে হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন বলি-বাদশা। দীর্ঘ ৩৪ বছরের অভিনয় জীবন তাঁর। ১০৭টিরও বেশি সিনেমায় অভিনয়। শুধুমাত্র ভারতীয় সিনেমায় অভিনয় করেও সারা বিশ্বে জনপ্রিয় তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর অনুরাগীর সংখ্যাও বলিউডের অন্যান্য অভিনেতাদের তুলনায় অনেকটাই বেশি। তাঁরাও যেমন শাহরুখের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেন শাহরুখও তেমনই তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রায়শই। যার সবথেকে বড় উদাহরণ হিসেবে বলা যেতে পারে শাহরুখ অভিনীত ‘ফ্যান’ সিনেমাটি। সিনেমাটির সম্পূর্ণ গল্প জুড়েই রয়েছেন এক শাহরুখ-ভক্তের কথা। যে চরিত্রে নিজেই অভিনয় করেছিলেন বলিউডের বাদশা। সিনেমাটিতে দেখানো হয়েছিল গৌরব নামে সেই শাহরুখ-ভক্ত ঠিক কতখানি উন্মাদনা দেখাতে পারেন প্রিয় নায়কের জন্য। সেই সিনেমার প্রসঙ্গ টেনেই শাহরুখকে উদ্দেশ্য করে একটি টুইট করেছিলেন সতীশ নামে ওই শাহরুখ ভক্ত। তিনি লিখেছিলেন, শাহরুখ তাঁর টুইটের উত্তর না দিলে তিনিও ‘ফ্যান’ সিনেমার গৌরবের মতো হয়ে যেতে পারেন। কিন্তু তেমন কিছু হওয়ার আশঙ্কা না রেখে কিছুক্ষণের মধ্যেই শাহরুখ সেই টুইটের উত্তর দেন।
আরও শুনুন: কোনও পোশাকই পছন্দ নয় পরিচালকের, শেষমেশ জ্যাকির গেঞ্জি পরেই শুটিং উর্মিলার
আর প্রিয় নায়কের কাছ থেকে উত্তর পেয়েই আনন্দে আত্মহারা হয়ে পড়েন সতীশ। সেই উত্তরের স্ক্রিনশট নিয়ে একটি ফটোফ্রেম বাঁধিয়ে ফেলেছেন তিনি। তারপর সেই ফ্রেমের ছবিও নিজের টুইটারে প্রকাশ করেছেন। যা দেখে আবেগে ভেসেছেন বাকি শাহরুখ-ভক্তরাও। বেশিরভাগই সতীশের এই উন্মাদনার প্রশংসা করেছেন। অনেকে আবার তাঁকে অভিন্দনও জানিয়েছেন। তবে বিশ্বব্যাপী জনপ্রিয়তার পরেও সাধারণ এক নাগরিকের কথার উত্তর দিয়ে শাহরুখ আরও একবার উদাহরণ তৈরি করে গেলেন।