মাছ খাবেন কি, মাছ নিজেই তাঁকে খেতে যায় প্রায়! সত্যি সত্যিই খাবার খাওয়ার চপস্টিকে কামড় বসিয়েছে প্লেটের তাজা মাছ। এহেন খাবারের সামনে ভয়ে কাঁটা খাদ্যপ্রেমীরাও। আসুন, শুনে নেওয়া যাক এই আজব খাবারের খবর।
রেস্তরাঁর মেনু দেখে তাজা মাছ অর্ডার করেছিলেন এক ক্রেতা। কিন্তু সে মাছ যে এতখানি তাজা হবে, তা বোধহয় তিনি আশাও করতে পারেননি। অন্তত তেমনটাই মনে করছেন নেটিজেনরা। কারণ এক্ষেত্রে কোনও মানুষ মাছের গায়ে কামড় বসানোর আগে মাছই উলটে কামড়ে দিতে পারে। আর প্রায় তেমনটাই ঘটেছে এখানে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনেরা।
আরও শুনুন: ভালবাসার দিনেও একা? চিন্তা নেই, যুবকের অফারে মিলছে ‘ভাড়ার বয়ফ্রেন্ড’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্রে প্রকাশে এসেছে এক জাপানি রেস্তরাঁর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে প্লেটে পরিবেশন করা হয়েছে কোনও একটি বিশেষ মাছের ডিশ। দুটি মাছের সঙ্গে সাজিয়ে রাখা সামান্য শাকসবজি। দেখে বোঝাই যাচ্ছে যে প্লেটে রাখা মাছ দুটি একেবারেই কাঁচা, কোনোভাবেই রান্না করা হয়নি তাদের। তা জাপানি কুইজিনে কাঁচা কিংবা সামান্য রান্না করা খাবার পাওয়া কোনও নতুন কথা নয়। তাই তা দেখে নেটিজেনদের আশ্চর্য হওয়ারও কিছু ছিল না। কিন্তু চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে এরপরেই। খাবার তোলার জন্য একটি মাছের দিকে চপস্টিক বাড়িয়েছিলেন ওই ক্রেতা। তাতেই দেখা যায়, ক্রমশ মুখ খুলে ফেলছে মাছটি। আর তারপরই বড় হাঁ করে চপস্টিকের আগা মুখে পুরে নেয় সে। এমনকি ক্রেতা যখন চপস্টিকটি টেনে নেওয়ার চেষ্টা করেন, তখনও দেখা যায় মাছটি তা চেপে ধরেই রেখেছে। বোঝা যায়, কেবল কাঁচাই নয়, মাছটি আসলে জ্যান্ত ছিল তখনও। আর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা দেখেই নেটিজেনদের তো চক্ষু চড়কগাছ। ইতিমধ্যেই প্রায় ৩৫ লাখ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। এমন খাবার কেউ কী করে খেতে পারেন, এই প্রশ্ন উঠছে সকলের মনেই। এহেন অভ্যাসকে বিপজ্জনক বলেও সতর্ক করে দিয়েছেন কেউ কেউ। এমনিতে রেস্তরাঁয় গিয়ে সকলেই তাজা খাবার খোঁজেন। তবে এক্ষেত্রে মাছটি আসলে বেশিই তাজা ছিল, এমন মন্তব্যেই হাসির ফোয়ারা ছুটিয়েছেন নেটিজেনদের একাংশ।
Fish served at restaurant bites chopstick😳 pic.twitter.com/PnkG6xt1Ig
— OddIy Terrifying (@OTerrifying) February 13, 2023